ETV Bharat / state

Gold Recovered: বাংলাদেশ ফেরত ট্রাকের কেবিনে লুকোনো প্রায় 30 লক্ষ টাকার সোনা, গ্রেফতার চালক - Gold Seized

ট্রাকের কেবিনে লুকিয়ে সোনা পাচার করতে গিয়ে বিএসএফের জালে 1 ৷ জওয়ানদের নজর এড়িয়ে বাংলাদেশ থেকে এই সোনা ভারতে নিয়ে আসা হচ্ছিল বলে জানা গিয়েছে ৷

ETV Bharat
গ্রেফতার ট্রাক চালক
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 8:24 PM IST

কলকাতা, 27 সেপ্টেম্বর: দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ার (বিএসএফ) এর অধীন কলকাতা সেক্টরের জওয়ানরা আইসিপি পেট্রাপোলে রূপোর প্রলেপ দেওয়া আয়তক্ষেত্রাকার 2টি সোনার টুকরো-সহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে । মঙ্গলবার রাতে বাজেয়াপ্ত হওয়া ওই সোনার ওজন 498.19 গ্রাম । যার আনুমানিক বাজারমূল্য 29 লক্ষ 64 হাজার 231 টাকা । চোরাকারবারিরা বিএসএফ জওয়ানদের নজর এড়িয়ে বাংলাদেশ ফেরত ট্রাকের কেবিনে সোনা লুকিয়ে রেখে ভারতে নিয়ে আসার চেষ্টা করছিল বলে জানা গিয়েছে । আটক ট্রাক চালক ও বাজেয়াপ্ত সোনা-সহ কাস্টম অফিস পেট্রাপোলে হস্তান্তর করা হয়েছে ।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, 145 ব্যাটালিয়নের জওয়ানরা আইসিপি পেট্রাপোলে যানবাহন চেকিংয়ের সময় রফতানি পণ্য রেখে বাংলাদেশ থেকে ভারতে আগত একটি সন্দেহজনক ট্রাক (রেজি নং WB-19 G-8151) কে আইসিপি পেট্রাপোলের যাত্রী গেটের কাছে থামায় । তল্লাশির সময় জওয়ানরা ট্রাক চালকের পাশে উপরের কেবিনের ভেতর থেকে 2টি রূপোর প্রলেপ দেওয়া আয়তাকার সোনার টুকরো উদ্ধার করে ।

তদন্তে জানা গিয়েছে, জওয়ানদের বিভ্রান্ত করার জন্য সোনার টুকরোগুলোকে রূপোর প্রলেপ দিয়ে রেখেছিল । বর্ডার সিকিউরিটি ফোর্সের কর্মীরা শীঘ্রই ওই সোনার টুকরো এবং ট্রাকটি আটক করে ৷ এরপর ট্রাক চালককে আরও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় । ধৃত ট্রাক চালকের নাম সঞ্জীব মণ্ডল । উত্তর 24 পরগনা জেলার পেট্রাপোলের বাসিন্দা । জিজ্ঞাসাবাদে পুলিশকে সঞ্জীব জানায়, নিয়মিত রফতানি পণ্য নিয়ে বাংলাদেশের বেনাপোলে যায় সে । এদিন খালি ট্রাক নিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসছিল । তখন বাংলাদেশের বেনাপোলের বাসিন্দা সুমন মণ্ডল তার সঙ্গে যোগাযোগ করে । তাকে 2টি রূপোর প্রলেপযুক্ত আয়তাকার সোনার টুকরো দেয় । ভারতে পৌঁছে এই জিনিসগুলি অজ্ঞাত ব্যক্তির কাছে হস্তান্তর করতে বলে । যে বনগাঁর কাছে কালুপুরে অপেক্ষায় রয়েছে । এরপর সে এই সোনা ট্রাকের কেবিনে রেখে দেয় । কিন্তু ভারতে পৌঁছে আইসিপি প্রধান ফটকের কাছে যানবাহন তল্লাশির সময় বিএসএফ তাকে প্যাকেট-সহ ধরে ফেলে ।

বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক ডিআইজি একে আর্য জওয়ানদের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন । তিনি জানান, বিএসএফ চোরাকারবারীদের প্রতিটি ঘৃণ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের জাল শক্ত করেছে । কর্মকর্তা জনগণকে কোনও অবস্থাতেই চোরাচালানের পথ অবলম্বন না করার পরামর্শ দেওয়া হচ্ছে । সীমান্তে বসবাসকারী লোকজনকে সোনা চোরাচালান সংক্রান্ত কোনও তথ্য পেলে বিএসএফ-এর সীমাসাথী হেল্পলাইন নম্বর 14419-এ যোগাযোগ করার জন্য আবেদন করেন । এছাড়াও দক্ষিণবঙ্গ সীমান্তের আরও একটি নম্বর 9903472227 রয়েছে ৷ এই নম্বরে সোনা চোরাচালান সংক্রান্ত তথ্য হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভয়েস মেসেজ করে পাঠানো যাবে । সঠিক তথ্য প্রদানকারী ব্যক্তিকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে এবং তার পরিচয় গোপন রাখা হবে ।

আরও পড়ুন : সীমান্তে রেকর্ড সোনা বাজেয়াপ্ত বিএসএফের, 9 মাসেই 120 কেজি

কলকাতা, 27 সেপ্টেম্বর: দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ার (বিএসএফ) এর অধীন কলকাতা সেক্টরের জওয়ানরা আইসিপি পেট্রাপোলে রূপোর প্রলেপ দেওয়া আয়তক্ষেত্রাকার 2টি সোনার টুকরো-সহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে । মঙ্গলবার রাতে বাজেয়াপ্ত হওয়া ওই সোনার ওজন 498.19 গ্রাম । যার আনুমানিক বাজারমূল্য 29 লক্ষ 64 হাজার 231 টাকা । চোরাকারবারিরা বিএসএফ জওয়ানদের নজর এড়িয়ে বাংলাদেশ ফেরত ট্রাকের কেবিনে সোনা লুকিয়ে রেখে ভারতে নিয়ে আসার চেষ্টা করছিল বলে জানা গিয়েছে । আটক ট্রাক চালক ও বাজেয়াপ্ত সোনা-সহ কাস্টম অফিস পেট্রাপোলে হস্তান্তর করা হয়েছে ।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, 145 ব্যাটালিয়নের জওয়ানরা আইসিপি পেট্রাপোলে যানবাহন চেকিংয়ের সময় রফতানি পণ্য রেখে বাংলাদেশ থেকে ভারতে আগত একটি সন্দেহজনক ট্রাক (রেজি নং WB-19 G-8151) কে আইসিপি পেট্রাপোলের যাত্রী গেটের কাছে থামায় । তল্লাশির সময় জওয়ানরা ট্রাক চালকের পাশে উপরের কেবিনের ভেতর থেকে 2টি রূপোর প্রলেপ দেওয়া আয়তাকার সোনার টুকরো উদ্ধার করে ।

তদন্তে জানা গিয়েছে, জওয়ানদের বিভ্রান্ত করার জন্য সোনার টুকরোগুলোকে রূপোর প্রলেপ দিয়ে রেখেছিল । বর্ডার সিকিউরিটি ফোর্সের কর্মীরা শীঘ্রই ওই সোনার টুকরো এবং ট্রাকটি আটক করে ৷ এরপর ট্রাক চালককে আরও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় । ধৃত ট্রাক চালকের নাম সঞ্জীব মণ্ডল । উত্তর 24 পরগনা জেলার পেট্রাপোলের বাসিন্দা । জিজ্ঞাসাবাদে পুলিশকে সঞ্জীব জানায়, নিয়মিত রফতানি পণ্য নিয়ে বাংলাদেশের বেনাপোলে যায় সে । এদিন খালি ট্রাক নিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসছিল । তখন বাংলাদেশের বেনাপোলের বাসিন্দা সুমন মণ্ডল তার সঙ্গে যোগাযোগ করে । তাকে 2টি রূপোর প্রলেপযুক্ত আয়তাকার সোনার টুকরো দেয় । ভারতে পৌঁছে এই জিনিসগুলি অজ্ঞাত ব্যক্তির কাছে হস্তান্তর করতে বলে । যে বনগাঁর কাছে কালুপুরে অপেক্ষায় রয়েছে । এরপর সে এই সোনা ট্রাকের কেবিনে রেখে দেয় । কিন্তু ভারতে পৌঁছে আইসিপি প্রধান ফটকের কাছে যানবাহন তল্লাশির সময় বিএসএফ তাকে প্যাকেট-সহ ধরে ফেলে ।

বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক ডিআইজি একে আর্য জওয়ানদের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন । তিনি জানান, বিএসএফ চোরাকারবারীদের প্রতিটি ঘৃণ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের জাল শক্ত করেছে । কর্মকর্তা জনগণকে কোনও অবস্থাতেই চোরাচালানের পথ অবলম্বন না করার পরামর্শ দেওয়া হচ্ছে । সীমান্তে বসবাসকারী লোকজনকে সোনা চোরাচালান সংক্রান্ত কোনও তথ্য পেলে বিএসএফ-এর সীমাসাথী হেল্পলাইন নম্বর 14419-এ যোগাযোগ করার জন্য আবেদন করেন । এছাড়াও দক্ষিণবঙ্গ সীমান্তের আরও একটি নম্বর 9903472227 রয়েছে ৷ এই নম্বরে সোনা চোরাচালান সংক্রান্ত তথ্য হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভয়েস মেসেজ করে পাঠানো যাবে । সঠিক তথ্য প্রদানকারী ব্যক্তিকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে এবং তার পরিচয় গোপন রাখা হবে ।

আরও পড়ুন : সীমান্তে রেকর্ড সোনা বাজেয়াপ্ত বিএসএফের, 9 মাসেই 120 কেজি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.