কলকাতা, 23 অগাস্ট : রাজ্য সরকারের তরফে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত কোনওরকম কর্মসংস্থান হয়নি ভিনরাজ্য ফেরত শ্রমিকদের । চরম সমস্যায় পড়েছেন তাঁরা । এই বিষয়ে ETV ভারতকে রাজ্যের কারিগরি শিক্ষা মন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন, "স্কিল ম্যাপিংয়ের কাজ এখন বন্ধ রয়েছে । ভিনরাজ্য ফেরত শ্রমিকদের জন্য সরকারের ভাবনা রয়েছে । তাঁরা যাতে কাজ পেতে পারেন তার প্রক্রিয়া শুরু হচ্ছে । "
সুপ্রিম কোর্টকে রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী ইতিমধ্যেই বাংলায় ফিরেছেন প্রায় আট লাখ শ্রমিক। তাঁরা রাজ্যে কীভাবে রুটিরুজি জোগাড় করবেন তা নিয়ে সর্বস্তরে তৈরি হয়েছিল জোর চর্চা । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বিকল্প কর্মসংস্থান দেওয়ার কথা । সেই মতো IT কর্মীদের জন্য কর্মভূমি পোর্টাল চালু করা হয়েছিল । এছাড়া সর্বস্তরের শ্রমিকদের জন্য স্কিল ম্যাপিংয়ের কাজও শুরু করেছিল রাজ্য সরকার । কিন্তু হঠাৎই থমকে যায় সেই কাজ । এখনও পর্যন্ত রাজ্য সরকার কোনও প্রকার কর্মসংস্থানের দিশা দেখাতে পারছে না বলে অভিযোগ ।
স্কিলিং ম্যাপিংয়ের কাজ বন্ধ রয়েছে বলে স্বীকার করে নেন মন্ত্রী পূর্ণেন্দু বসু । এপ্রসঙ্গে তিনি বলেন, "আমাদের রাজ্যে ও অন্য রাজ্যে যথেষ্ট চাকরি রয়েছে । গণস্তরে যে স্কিলিংয়ের কাজ হয় বর্তমান স্তরে তা একটু বন্ধ আছে । কিন্তু আমরা বিভিন্ন ধরনের কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি । ভিন রাজ্য ফেরত শ্রমিকদের জন্য বিশেষ পরিকল্পনা করা হচ্ছে । তাঁদের জন্য দ্রুত কর্মসংস্থানের বিষয়টি নিশ্চিত করা যাবে বলে আশা রাখছি । সেই প্রক্রিয়াও শুরু হচ্ছে ।"
সিদ্ধান্ত হয়েছিল ট্রেড ও দক্ষতা অনুযায়ী জেলা ধরে ধরে হবে 'স্কিলিং'-এর কাজ । ভিন রাজ্য ফেরত শ্রমিকদের জন্য তৈরি হয়েছিল কাজের একটি তালিকা । এই তালিকায় রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, ড্রাইভার, সেলস পার্সোনেল, গাড়ি ও মোটরসাইকেল মেকানিক, কলের মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, কুকিং, ছুতোর মিস্ত্রি, হস্তশিল্পী, নির্মাণ শ্রমিক, স্বর্ণশিল্পী, রঙের মিস্ত্রি ও আরও কয়েকটি । সরকারের তরফে ঘোষণা হলেও এখনই যে কাজ মিলছে না তা এক প্রকার স্পষ্ট । কবে কাজ পাবেন ভিন রাজ্য ফেরত শ্রমিকরা ? প্রশ্ন থেকেই যাচ্ছে ।