ETV Bharat / state

Aparna Slams Mamata: '52 জনের খুনের দায় নিন মমতা', পঞ্চায়েত হিংসা নিয়ে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অপর্ণার - দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়

পঞ্চায়েত হিংসায় মোট 52 জনের খুনের জন্য একা দায়ী মমতা, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিলেন অপর্না সেন সহ বিদ্বজনের একাংশ । পঞ্চায়েন নির্বাচনে হিংসার জন্য মমতাকে দায়ী করে বিস্ফোরক চিঠি ।

Aparna Sen letter to Mamata
52 জনের খুনে দায়ী মমতা
author img

By

Published : Jul 20, 2023, 7:40 PM IST

Updated : Jul 20, 2023, 8:18 PM IST

পঞ্চায়েত হিংসা নিয়ে খোলা চিঠি অপর্ণার

কলকাতা, 20 জুলাই: পঞ্চায়েত ভোট-হিংসায় 52 জনের খুনের জন্য দায়ী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁকেই এই দায় নিতে হবে । পঞ্চায়েত ভোট-হিংসা নিয়ে ঠিক এই ভাষাতেই খোলা চিঠি অপর্ণা সেনের ৷ মমতাকে পঞ্চায়েত ভোট-হিংসার দায় নেওয়ার কথা জানিয়ে বিস্ফোরক চিঠি লিখেছেন অপর্ণা সেন-সহ বিদ্বজনদের একাংশ । যেখানে দাবি করা হয়েছে, "পঞ্চায়েত ভোটে 37 দিনে মৃত্যু হয়েছে 52 জনের, এই খুনের জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় ।" বৃহস্পতিবার কলেজ স্ট্রিটে মহাবোধি সোসাইটি হলে পঞ্চায়েত হিংসা নিয়ে নাগরিক কনভেনশনের আয়োজন করে এপিডিআর সংগঠন। সেখানেই মমতার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন অপর্ণা সেন-সহ বিশিষ্টরা ।

বৃহস্পতিবার অভিনেত্রী অপর্ণা সেন, শিক্ষাবিদ মীরাতুন নাহার, শিল্পী সমীর আইচ, সমাজ কর্মী বোলন গঙ্গোপাধ্যায়-সহ একাধিক বিদ্বজন এই অভিযোগ তুলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খোলা চিঠি দিয়ে প্রত্যেকে সেখানে সই করে সমর্থন জানিয়েছেন । মঞ্চে উঠে চিঠিটি নিজে পড়ে শোনান অপর্ণা সেন । চিঠিতে লেখা-

" মাননীয়া মুখ্যমন্ত্রী, আপনি অবগত আছেন যে 8 জুন থেকে 14 জুলাই, 37 দিনে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে 52 জন মানুষ প্রাণ হারিয়েছেন। এখনও বহু মানুষ নিখোঁজ। আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব অস্বীকার না করেও, এই কথা অবশ্যই বলা যায় যে, পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রিক হত্যালীলা এবং অরাজকতার দায়িত্ব মূলত পশ্চিমবঙ্গ সরকারের এবং আপনার। কারণ স্থানীয় পুলিশ প্রশাসনের ওপর নির্ভর করেই কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনকে চলতে হয়। পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এই দায়িত্ব আপনি কোনওভাবেই অস্বীকার করতে পারেন না। আমরা দাবি করছি, অবিলম্বে এই রক্তস্নাত পশ্চিমবঙ্গে নিরপেক্ষ প্রশাসনিক ব্যবস্থা চালু করার মাধ্যমে পশ্চিমবঙ্গবাসীর প্রাণ , জীবিকা ও সম্পত্তির রক্ষার দায়িত্ব নিতে জনগণের দ্বারা নির্বাচিত সরকার উদ্যোগী হোক। "

আরও পড়ুন: 'নারীমেধ যজ্ঞ চলছে', মণিপুর কাণ্ডে রুষ্ট অপর্ণা সেন

মঞ্চে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপর্ণা ছিলেন বিস্ফোরক । পঞ্চায়েত ভোট হিংসা ঘিরে বিদ্বজনদের এই পদক্ষেপ আরও হবে বলেও জানান তিনি । শুধু তৃণমূল কংগ্রেস নয়, দেশের প্রত্যেকটি রাজনৈতিক দলকেই দুর্নীতিগ্রস্ত বলে কটাক্ষ করেছেন অপর্ণা । জানিয়েছেন, যাঁরা দুর্নীতিগ্রস্ত নন তাঁরা ভোটে লড়ার টিকিটই পাননি । পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ারর পর বিদ্বজনদের প্রতিবাদ অবশেষে ৷ যেখানে মমতার বিরুদ্ধে জোরদার প্রতিক্রিয়া অপর্ণা সেন-সহ বিদ্বজনদের ৷

পঞ্চায়েত হিংসা নিয়ে খোলা চিঠি অপর্ণার

কলকাতা, 20 জুলাই: পঞ্চায়েত ভোট-হিংসায় 52 জনের খুনের জন্য দায়ী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁকেই এই দায় নিতে হবে । পঞ্চায়েত ভোট-হিংসা নিয়ে ঠিক এই ভাষাতেই খোলা চিঠি অপর্ণা সেনের ৷ মমতাকে পঞ্চায়েত ভোট-হিংসার দায় নেওয়ার কথা জানিয়ে বিস্ফোরক চিঠি লিখেছেন অপর্ণা সেন-সহ বিদ্বজনদের একাংশ । যেখানে দাবি করা হয়েছে, "পঞ্চায়েত ভোটে 37 দিনে মৃত্যু হয়েছে 52 জনের, এই খুনের জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় ।" বৃহস্পতিবার কলেজ স্ট্রিটে মহাবোধি সোসাইটি হলে পঞ্চায়েত হিংসা নিয়ে নাগরিক কনভেনশনের আয়োজন করে এপিডিআর সংগঠন। সেখানেই মমতার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন অপর্ণা সেন-সহ বিশিষ্টরা ।

বৃহস্পতিবার অভিনেত্রী অপর্ণা সেন, শিক্ষাবিদ মীরাতুন নাহার, শিল্পী সমীর আইচ, সমাজ কর্মী বোলন গঙ্গোপাধ্যায়-সহ একাধিক বিদ্বজন এই অভিযোগ তুলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খোলা চিঠি দিয়ে প্রত্যেকে সেখানে সই করে সমর্থন জানিয়েছেন । মঞ্চে উঠে চিঠিটি নিজে পড়ে শোনান অপর্ণা সেন । চিঠিতে লেখা-

" মাননীয়া মুখ্যমন্ত্রী, আপনি অবগত আছেন যে 8 জুন থেকে 14 জুলাই, 37 দিনে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে 52 জন মানুষ প্রাণ হারিয়েছেন। এখনও বহু মানুষ নিখোঁজ। আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব অস্বীকার না করেও, এই কথা অবশ্যই বলা যায় যে, পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রিক হত্যালীলা এবং অরাজকতার দায়িত্ব মূলত পশ্চিমবঙ্গ সরকারের এবং আপনার। কারণ স্থানীয় পুলিশ প্রশাসনের ওপর নির্ভর করেই কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনকে চলতে হয়। পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এই দায়িত্ব আপনি কোনওভাবেই অস্বীকার করতে পারেন না। আমরা দাবি করছি, অবিলম্বে এই রক্তস্নাত পশ্চিমবঙ্গে নিরপেক্ষ প্রশাসনিক ব্যবস্থা চালু করার মাধ্যমে পশ্চিমবঙ্গবাসীর প্রাণ , জীবিকা ও সম্পত্তির রক্ষার দায়িত্ব নিতে জনগণের দ্বারা নির্বাচিত সরকার উদ্যোগী হোক। "

আরও পড়ুন: 'নারীমেধ যজ্ঞ চলছে', মণিপুর কাণ্ডে রুষ্ট অপর্ণা সেন

মঞ্চে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপর্ণা ছিলেন বিস্ফোরক । পঞ্চায়েত ভোট হিংসা ঘিরে বিদ্বজনদের এই পদক্ষেপ আরও হবে বলেও জানান তিনি । শুধু তৃণমূল কংগ্রেস নয়, দেশের প্রত্যেকটি রাজনৈতিক দলকেই দুর্নীতিগ্রস্ত বলে কটাক্ষ করেছেন অপর্ণা । জানিয়েছেন, যাঁরা দুর্নীতিগ্রস্ত নন তাঁরা ভোটে লড়ার টিকিটই পাননি । পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ারর পর বিদ্বজনদের প্রতিবাদ অবশেষে ৷ যেখানে মমতার বিরুদ্ধে জোরদার প্রতিক্রিয়া অপর্ণা সেন-সহ বিদ্বজনদের ৷

Last Updated : Jul 20, 2023, 8:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.