ETV Bharat / state

Netaji Tableau Reject Issue : সাধারণতন্ত্র দিবসে নেতাজি ট্যাবলো বাতিল নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

26 জানুয়ারির কুচকাওয়াজে বাতিল হয়েছে নেতাজি ট্যাবলো (Netaji Tableau Reject Issue) ৷ তার জেরেই এবার হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন এক ব্যক্তি ৷

netaji
হাইকোর্টে জনস্বার্থ মামলা
author img

By

Published : Jan 20, 2022, 4:44 PM IST

কলকাতা, 20 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে কেন নেতাজি ট্যাবলো বাতিল করা হল ? এই মর্মে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা (Netaji Tableau Reject Issue) । নেতাজি সুভাষচন্দ্র বসুর ট্যাবলো বাতিল করা মানে শুধু তাঁকে অপমান করা নয়, এটা সারা বাংলার অপমান বলে উল্লেখ করেছেন মামলাকারী । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলা গ্রহণ করেছে ৷ সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।

সাধারণতন্ত্র দিবসের প্যারেডে রাজ্য সরকার এ বছর নেতাজির ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ট্যাবলো দেওয়ার প্রস্তাব করেছিল । কিন্তু কেন্দ্র সরকারের তরফে রাজ্যের ওই ট্যাবলো বাতিল করার কথা জানানো হয় । কেন্দ্রের তরফে ইতিমধ্যেই রাজ্যকে চিঠি দিয়ে জানানো হয়েছে দেশের 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে মাত্র 12টি ট্যাবলোর অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার । সেই কারণেই প্রজাতন্ত্র দিবসের প্যারেডে রাজ্যের ট্যাবলো বাদ পড়েছে । কিন্তু ইতিমধ্যেই বাংলার আবেগে আঘাত করা হয়েছে এই দাবি করে রাজনৈতিক চাপানউতোর এখনও অব্যাহত রয়েছে ।

কলকাতা, 20 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে কেন নেতাজি ট্যাবলো বাতিল করা হল ? এই মর্মে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা (Netaji Tableau Reject Issue) । নেতাজি সুভাষচন্দ্র বসুর ট্যাবলো বাতিল করা মানে শুধু তাঁকে অপমান করা নয়, এটা সারা বাংলার অপমান বলে উল্লেখ করেছেন মামলাকারী । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলা গ্রহণ করেছে ৷ সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।

সাধারণতন্ত্র দিবসের প্যারেডে রাজ্য সরকার এ বছর নেতাজির ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ট্যাবলো দেওয়ার প্রস্তাব করেছিল । কিন্তু কেন্দ্র সরকারের তরফে রাজ্যের ওই ট্যাবলো বাতিল করার কথা জানানো হয় । কেন্দ্রের তরফে ইতিমধ্যেই রাজ্যকে চিঠি দিয়ে জানানো হয়েছে দেশের 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে মাত্র 12টি ট্যাবলোর অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার । সেই কারণেই প্রজাতন্ত্র দিবসের প্যারেডে রাজ্যের ট্যাবলো বাদ পড়েছে । কিন্তু ইতিমধ্যেই বাংলার আবেগে আঘাত করা হয়েছে এই দাবি করে রাজনৈতিক চাপানউতোর এখনও অব্যাহত রয়েছে ।

আরও পড়ুন : Republic Day Parade : সাধারণতন্ত্র দিবসে ব্রাত্য বাংলা-নেতাজি

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.