ETV Bharat / state

Allegation against Mamata: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মামলা দায়েরের আর্জি হাইকোর্টে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Allegation against Mamata) বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে স্বতস্ফূর্ত মামলা (Mamata Banerjee Latest News) দায়ের করার আর্জি জানানো হল কলকাতা হাইকোর্টে ৷

Mamata Banerjee ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Mar 15, 2023, 12:30 PM IST

কলকাতা, 15 মার্চ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে (Allegation against Mamata) আদালত অবমাননার অভিযোগ (Contempt of court case) এনে মামলা করার আর্জি জানানো হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court News)। এ ব্যাপারে বিচারপতি টিএস শিবাগনানমের দৃষ্টি আকর্ষণ করে স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা দায়ের করার আবেদন জানানো হয়েছে । তার প্রেক্ষিতে আগামিকালের মধ্যে হলফনামা দাখিল করার পরামর্শ দিয়েছেন বিচারপতি ।

গতকাল আলিপুর আদালতে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee Latest News) বক্তব্যের একটি অংশ নিয়ে অভিযোগ জানান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য । তিনি সংবাদপত্র থেকে পড়ে শোনান মুখ্যমন্ত্রীর বক্তব্য । অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে, "প্রধান বিচারপতি এখানে নেই, আমি সুব্রতদাকে বলব যিনি এখানে আছেন,এটা আমার ব্যক্তিগত মত, দয়া করে এত সহজে চাকরি কেড়ে নেবেন না ৷" বক্তব্যের এই অংশ-সহ একাধিক অংশ নিয়ে অভিযোগ আনা হয়েছে । চাকরি বাতিল নিয়ে একাধিক মন্তব্য ঘিরেই অভিযোগ জানান বিকাশরঞ্জন ভট্টাচার্য ।

উল্লেখ্য, শিক্ষা সংক্রান্ত মামলায় সিঙ্গল বেঞ্চের রায়ে অখুশি হলে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন মামলাকারীরা । গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাথমিক, নবম ও দশম শ্রেণির সব মামলা বিচারপতি তালুকদারের ডিভিশন বেঞ্চেই বিচারাধীন । বিগত কয়েকমাস ধরে গ্রুপ-ডি, গ্রুপ-সি, নবম-দশমের শিক্ষক নিয়োগ-সহ একাধিক মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি বিশ্বজিৎ বসু কয়েক হাজার চাকরিরত প্রার্থীদের চাকরি থেকে বরখাস্ত করেছেন । সিবিআই ইডির তদন্তে প্রতিদিন নতুন নতুন দুর্নীতি সামনে আসছে । এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য তাৎপর্যপূর্ণ । বিশেষত সামনে যখন পঞ্চায়েত নির্বাচন ।

আরও পড়ুন: চাঁদের কলঙ্ক থাকতে পারে মমতার কোনও দাগ নেই, দুর্নীতি প্রসঙ্গে বললেন ফিরহাদ

এর আগেও মুখ্যমন্ত্রী চাকরিহারাদের পুনরায় চাকরি দেওয়া হবে বলে মন্তব্য করেছিলেন । যার যেরে আদালতে এই নিয়ে তর্কবিতর্ক শুরু হয়েছিল । এ বার ফের নতুন বিতর্কের সুত্রপাত হল । আইনজীবী বিকাশরঞ্জন ভট্রাচার্যের অভিমত, রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আসীন থেকে তিনি আসলে দুর্নীতিকেই প্রশ্রয় দিচ্ছেন । এ ব্যাপারে ডিভিশন বেঞ্চ মামলাকারীদেরকে হলফনামা দিয়ে বক্তব্য জানাতে বলেছেন । আগামিকাল ঠিক হবে এই মামলা গ্রহণযোগ্য হবে কি না ।

কলকাতা, 15 মার্চ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে (Allegation against Mamata) আদালত অবমাননার অভিযোগ (Contempt of court case) এনে মামলা করার আর্জি জানানো হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court News)। এ ব্যাপারে বিচারপতি টিএস শিবাগনানমের দৃষ্টি আকর্ষণ করে স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা দায়ের করার আবেদন জানানো হয়েছে । তার প্রেক্ষিতে আগামিকালের মধ্যে হলফনামা দাখিল করার পরামর্শ দিয়েছেন বিচারপতি ।

গতকাল আলিপুর আদালতে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee Latest News) বক্তব্যের একটি অংশ নিয়ে অভিযোগ জানান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য । তিনি সংবাদপত্র থেকে পড়ে শোনান মুখ্যমন্ত্রীর বক্তব্য । অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে, "প্রধান বিচারপতি এখানে নেই, আমি সুব্রতদাকে বলব যিনি এখানে আছেন,এটা আমার ব্যক্তিগত মত, দয়া করে এত সহজে চাকরি কেড়ে নেবেন না ৷" বক্তব্যের এই অংশ-সহ একাধিক অংশ নিয়ে অভিযোগ আনা হয়েছে । চাকরি বাতিল নিয়ে একাধিক মন্তব্য ঘিরেই অভিযোগ জানান বিকাশরঞ্জন ভট্টাচার্য ।

উল্লেখ্য, শিক্ষা সংক্রান্ত মামলায় সিঙ্গল বেঞ্চের রায়ে অখুশি হলে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন মামলাকারীরা । গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাথমিক, নবম ও দশম শ্রেণির সব মামলা বিচারপতি তালুকদারের ডিভিশন বেঞ্চেই বিচারাধীন । বিগত কয়েকমাস ধরে গ্রুপ-ডি, গ্রুপ-সি, নবম-দশমের শিক্ষক নিয়োগ-সহ একাধিক মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি বিশ্বজিৎ বসু কয়েক হাজার চাকরিরত প্রার্থীদের চাকরি থেকে বরখাস্ত করেছেন । সিবিআই ইডির তদন্তে প্রতিদিন নতুন নতুন দুর্নীতি সামনে আসছে । এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য তাৎপর্যপূর্ণ । বিশেষত সামনে যখন পঞ্চায়েত নির্বাচন ।

আরও পড়ুন: চাঁদের কলঙ্ক থাকতে পারে মমতার কোনও দাগ নেই, দুর্নীতি প্রসঙ্গে বললেন ফিরহাদ

এর আগেও মুখ্যমন্ত্রী চাকরিহারাদের পুনরায় চাকরি দেওয়া হবে বলে মন্তব্য করেছিলেন । যার যেরে আদালতে এই নিয়ে তর্কবিতর্ক শুরু হয়েছিল । এ বার ফের নতুন বিতর্কের সুত্রপাত হল । আইনজীবী বিকাশরঞ্জন ভট্রাচার্যের অভিমত, রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আসীন থেকে তিনি আসলে দুর্নীতিকেই প্রশ্রয় দিচ্ছেন । এ ব্যাপারে ডিভিশন বেঞ্চ মামলাকারীদেরকে হলফনামা দিয়ে বক্তব্য জানাতে বলেছেন । আগামিকাল ঠিক হবে এই মামলা গ্রহণযোগ্য হবে কি না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.