ETV Bharat / state

ভোটের আগে অনুব্রতকে নজরবন্দী করা হোক, দাবি ভোটকর্মী ঐক্যমঞ্চের - anubrata

সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে ভোটের আগে অনুব্রতকে নজরবন্দী করা হোক। এই দাবি নিয়ে আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের দ্বারস্থ হল ভোটকর্মী ঐক্যমঞ্চ।

স্বপন মণ্ডল
author img

By

Published : Apr 27, 2019, 9:33 PM IST

Updated : Apr 27, 2019, 11:06 PM IST

কলকাতা, 27 এপ্রিল :"বীরভূমে নির্বাচনের 36 ঘণ্টা আগে অনুব্রত মণ্ডলকে নজরবন্দী করা হোক। তার সমস্ত যোগাযোগ মাধ্যম বন্ধ করা হোক।" এই দাবি নিয়ে আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের দ্বারস্থ হল ভোটকর্মী ঐক্যমঞ্চ।

মঞ্চের কর্মী স্বপন মণ্ডল বলেন, " আমরা খবর পেয়েছি বীরভূমের সুষ্ঠু নির্বাচন করার পরিবেশ নেই । গতকাল সোশাল মিডিয়ায় আমরা অনুব্রত মণ্ডলের বক্তব্য শুনছিলাম। তিনি বলছেন, আমরা কোনও জায়গায় ভোট করতে দেব না । আমরা ভোট করিয়ে নেব । একটা বুথেও বিরোধী এজেন্ট থাকবে না । আমরা নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন করেছি, কোনও বুথে যদি বিরোধী এজেন্ট না থাকে মানুষ যদি ভোট দিতে না আসতে পারে তাহলে ভোটকর্মীদের প্রয়োজনীয়তা কোথায়?"

ভিডিয়োয় শুনুন স্বপন মণ্ডলের বক্তব্য

ডায়মন্ড হারবারের এক প্রার্থী আজ প্রচার করার সময় আক্রান্ত হন । এই বিষয়ে স্বপনবাবু বলেন, "প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার পর তাঁর সমস্ত নিরাপত্তার দায়িত্ব নির্বাচন কমিশনের । রাজ্যের পুলিশ, কেন্দ্রীয় বাহিনী সব এখন নির্বাচন কমিশনের হাতে । যেখানে একজন প্রার্থী সুরক্ষিত নয়, সেখানে ভোটকর্মীদের নিরাপত্তা কোথায় ? আপনারা মুখে বলছেন ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে । কিন্তু কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কোথায় ? নির্বাচন কমিশনের উচিত সমস্ত প্রার্থীর নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা । যাতে তারা নির্বিঘ্নে প্রচার করতে পারে । "

অনুব্রত মণ্ডল বলেছেন, " কেন্দ্রীয় বাহিনী সক্রিয় হলে তাদের তাড়িয়ে দিন ।" এই প্রসঙ্গে স্বপনবাবু বলেন," ওনার সাহস হয় কী করে দেশের মধ্যে থেকে এই ধরনের কথা বলার? কেন্দ্রীয় বাহিনীকে উনি চ্যালেঞ্জ করছেন । আমরাও নির্বাচন কমিশনকে পালটা চ্যালেঞ্জ করছি আপনাদের ক্ষমতা থাকলে অনুব্রতকে নজরবন্দী করুন । যদি নির্বাচনের দিন বীরভূমে অনুব্রত মণ্ডল সব ব্যাপারে হস্তক্ষেপ করে তাহলে বীরভূমে অবাধ নির্বাচন হবে না । এই বিষয়ে আমরাও নির্বাচন কমিশনকে সাহায্য করব না ।"

কলকাতা, 27 এপ্রিল :"বীরভূমে নির্বাচনের 36 ঘণ্টা আগে অনুব্রত মণ্ডলকে নজরবন্দী করা হোক। তার সমস্ত যোগাযোগ মাধ্যম বন্ধ করা হোক।" এই দাবি নিয়ে আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের দ্বারস্থ হল ভোটকর্মী ঐক্যমঞ্চ।

মঞ্চের কর্মী স্বপন মণ্ডল বলেন, " আমরা খবর পেয়েছি বীরভূমের সুষ্ঠু নির্বাচন করার পরিবেশ নেই । গতকাল সোশাল মিডিয়ায় আমরা অনুব্রত মণ্ডলের বক্তব্য শুনছিলাম। তিনি বলছেন, আমরা কোনও জায়গায় ভোট করতে দেব না । আমরা ভোট করিয়ে নেব । একটা বুথেও বিরোধী এজেন্ট থাকবে না । আমরা নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন করেছি, কোনও বুথে যদি বিরোধী এজেন্ট না থাকে মানুষ যদি ভোট দিতে না আসতে পারে তাহলে ভোটকর্মীদের প্রয়োজনীয়তা কোথায়?"

ভিডিয়োয় শুনুন স্বপন মণ্ডলের বক্তব্য

ডায়মন্ড হারবারের এক প্রার্থী আজ প্রচার করার সময় আক্রান্ত হন । এই বিষয়ে স্বপনবাবু বলেন, "প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার পর তাঁর সমস্ত নিরাপত্তার দায়িত্ব নির্বাচন কমিশনের । রাজ্যের পুলিশ, কেন্দ্রীয় বাহিনী সব এখন নির্বাচন কমিশনের হাতে । যেখানে একজন প্রার্থী সুরক্ষিত নয়, সেখানে ভোটকর্মীদের নিরাপত্তা কোথায় ? আপনারা মুখে বলছেন ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে । কিন্তু কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কোথায় ? নির্বাচন কমিশনের উচিত সমস্ত প্রার্থীর নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা । যাতে তারা নির্বিঘ্নে প্রচার করতে পারে । "

অনুব্রত মণ্ডল বলেছেন, " কেন্দ্রীয় বাহিনী সক্রিয় হলে তাদের তাড়িয়ে দিন ।" এই প্রসঙ্গে স্বপনবাবু বলেন," ওনার সাহস হয় কী করে দেশের মধ্যে থেকে এই ধরনের কথা বলার? কেন্দ্রীয় বাহিনীকে উনি চ্যালেঞ্জ করছেন । আমরাও নির্বাচন কমিশনকে পালটা চ্যালেঞ্জ করছি আপনাদের ক্ষমতা থাকলে অনুব্রতকে নজরবন্দী করুন । যদি নির্বাচনের দিন বীরভূমে অনুব্রত মণ্ডল সব ব্যাপারে হস্তক্ষেপ করে তাহলে বীরভূমে অবাধ নির্বাচন হবে না । এই বিষয়ে আমরাও নির্বাচন কমিশনকে সাহায্য করব না ।"

Intro:বীরভূমে ৩৬ ঘন্টা আগে অনুব্রত মণ্ডলকে নজর বন্দি করা হোক। এমনকি যোগাযোগ মাধ্যম বন্ধ করা হোক মূখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে দাবি জানালো ভোট কর্মী ঐক্য মঞ্চ।Body:আমরা যথেষ্ট আতঙ্কে আছি,
অনুব্রত মণ্ডল যে ধরনের মন্তব্য রাখছেন সেই ভিডিও দেখেছি। সেখানে এমন বলা হচ্ছে ভোট কেন্দ্রে বিরোধীদের বসতে দেবেন না। কেন্দ্রীয় বাহিনী বুথে ঢুকলে আপনারা ছেড়ে কথা বলবেন না। মূখ্য নির্বাচন কমিশনকে বলেছি, অতি শীঘ্রই ব্যবস্থা করা হোক। আমরা আর বলেছি নির্বাচন কমিশন ব্যবস্থা না নিলে আমরা কোনও ভাবে কমিশনকে সহযোগিতা করবো না।Conclusion:বললেন স্বপন মন্ডল
Last Updated : Apr 27, 2019, 11:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.