ETV Bharat / state

Cattle Smuggling Case: অসুস্থতার কারণ দেখিয়ে দিল্লির ইডি দফতরে হাজিরা এড়ালেন অনুব্রত-কন্যা সুকন্যা - Sukanya Mondal

অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল ৷ আজ ইডি দফতরে তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল গরুপাচার মামলায় (Cow Smuggling Case) ৷

Cow Smuggling Case ETV BHARAT
Cow Smuggling Case
author img

By

Published : Mar 15, 2023, 11:58 AM IST

কলকাতা, 15 মার্চ: দিল্লিতে মঙ্গলবার রাতে মণীশ কোঠারিকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ৷ আর তার কয়েকঘণ্টার মধ্যে ইডি দফতরে হাজিরা এড়ালেন অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল (Anubrata Mondal Daughter Sukanya Avoids ED Summons) ৷ আজ সকাল 11টার সময় তাঁর দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল ৷ কিন্তু, তিনি অসুস্থ এই মর্মে একটি ই-মেল ইডি দফতরে পাঠিয়েছেন সুকন্যা ৷ আর জানিয়েছেন, তিনি হাজিরার জন্য আজ অর্থাৎ, বুধবার সকালে ইডি দফতরে হাজিরা দিতে পারবেন না ৷ উল্লেখ্য, গরুপাচার মামলায় গতকাল অনুব্রত মণ্ডলের হিসেবরক্ষক মণীশ কোঠারিকে জিজ্ঞাসাবাদের পর রাতে গ্রেফতার করেছে ইডি ৷

সুকন্যা মণ্ডলের হাজিরা এড়ানোর ই-মেলের পর বেশকিছু প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ যেমন, মণীশ কোঠারির গ্রেফতারির খবরের পরেই কেন হাজিরা এড়ানোর মেল পাঠালেন সুকন্যা ? তাহলে কি তিনি ভয় পাচ্ছেন ? তাঁর মধ্যে কি কোনও অপরাধ প্রবণতা কাজ করছে ? এমনই নানা বিষয়ে আধিকারিকরা জানা চেষ্টা করেছেন বলে ইডি সূত্রে খবর ৷ আজ সকাল 11টার সময় কেষ্ট-কন্যার দিল্লিতে ইডি অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল ৷ সেই মতো সমস্ত প্রস্তুতি করে রেখেছিলেন তদন্তকারীরা ৷ রীতিমতো প্রশ্নমালা তৈরি করা হয়েছিল সুকন্যার জন্য ৷ কিন্তু, মণীশের গ্রেফতারির পর হয়তো ভয় পেয়ে গিয়েছেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতির মেয়েও ৷

গরুপাচার-কাণ্ডে অনুব্রত মণ্ডলকে গতবছর গ্রেফতার করেছিল সিবিআই ৷ তারপর 14 দিনের সিবিআই হেফাজত কাটিয়ে আসানসোল জেল তাঁর ঠিকানা হয়েছিল ৷ এরপর গরুপাচার মামলায় কোটি কোটি টাকার লেনদেন সংক্রান্ত বিষয় থাকায়, সিবিআই আদালতের অনুমতিতে ইডি-কে তদন্তে সামিল করে ৷ এর পর একের পর এক তথ্য বেরিয়ে আসতে থাকে ৷ এমনকি অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করে ইডি ৷ কিন্তু, সেখানেও একপ্রস্থ নাটক তৈরি হয় ৷ বহু পুরনো একটি ঘটনায় অনুব্রতর নামে খুনের চেষ্টার মামলা রুজু করে তাঁকে নিজেদের হেফাজতে নেয় রাজ্য পুলিশ ৷

যদিও, সেই মামলা দিয়ে বেশিদিন অনুব্রত মণ্ডলকে রাজ্য আটকে রাখা যায়নি ৷ প্রথমে আসানসোলের বিশেষ সিবিআই আদালত এবং পরে দিল্লি আদালতের নির্দেশে অনুব্রতকে জাতীয় রাজধানীতে নিয়ে যায় ইডি ৷ সেখানেই ইডি হেফাজতে রয়েছেন বীরভূমের কেষ্ট ৷ দিনরাত চলছে জেরার পর্ব ৷ অনুব্রত মণ্ডলকে সেই জেরার সময় ইডি আধিকারিকরা জানতে পারেন, মেয়ে সুকন্যার সঙ্গে তাঁর একাধিক ফিক্সড ডিপোজিট রয়েছে ৷ ইডি সূত্রে খবর, সেই ফিক্সড ডিপোজিটগুলি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্যই নাকি সুকন্যাকে তলব করা হয়েছিল ৷ সেই মতো সুকন্যাকে দিল্লিতে হাজিরা দেওয়া জন্য নোটিশ পাঠায় ইডি ৷

আরও পড়ুন: ভারত-বাংলাদেশ সীমান্তে গরুপাচারে সোনা যোগ ! বিস্ফোরক রিপোর্ট প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রকের

কিন্তু, অনুব্রত-কন্যা সেই হাজিরা এড়িয়ে গেলেন ৷ ইডি সূত্রে খবর, আজ তিনি হাজিরা দিলে প্রথমে আলাদা বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হত সুকন্যাকে ৷ প্রয়োজন পড়লে বাবা ও মেয়েকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতেন ইডি আধিকারিকরা ৷ এমনকি অনুব্রত’র হিসেবরক্ষক মণীশ কোঠারিকেও সেই জিজ্ঞাসাবাদ পর্বে সামিল করা হতে পারে ৷

কলকাতা, 15 মার্চ: দিল্লিতে মঙ্গলবার রাতে মণীশ কোঠারিকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ৷ আর তার কয়েকঘণ্টার মধ্যে ইডি দফতরে হাজিরা এড়ালেন অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল (Anubrata Mondal Daughter Sukanya Avoids ED Summons) ৷ আজ সকাল 11টার সময় তাঁর দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল ৷ কিন্তু, তিনি অসুস্থ এই মর্মে একটি ই-মেল ইডি দফতরে পাঠিয়েছেন সুকন্যা ৷ আর জানিয়েছেন, তিনি হাজিরার জন্য আজ অর্থাৎ, বুধবার সকালে ইডি দফতরে হাজিরা দিতে পারবেন না ৷ উল্লেখ্য, গরুপাচার মামলায় গতকাল অনুব্রত মণ্ডলের হিসেবরক্ষক মণীশ কোঠারিকে জিজ্ঞাসাবাদের পর রাতে গ্রেফতার করেছে ইডি ৷

সুকন্যা মণ্ডলের হাজিরা এড়ানোর ই-মেলের পর বেশকিছু প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ যেমন, মণীশ কোঠারির গ্রেফতারির খবরের পরেই কেন হাজিরা এড়ানোর মেল পাঠালেন সুকন্যা ? তাহলে কি তিনি ভয় পাচ্ছেন ? তাঁর মধ্যে কি কোনও অপরাধ প্রবণতা কাজ করছে ? এমনই নানা বিষয়ে আধিকারিকরা জানা চেষ্টা করেছেন বলে ইডি সূত্রে খবর ৷ আজ সকাল 11টার সময় কেষ্ট-কন্যার দিল্লিতে ইডি অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল ৷ সেই মতো সমস্ত প্রস্তুতি করে রেখেছিলেন তদন্তকারীরা ৷ রীতিমতো প্রশ্নমালা তৈরি করা হয়েছিল সুকন্যার জন্য ৷ কিন্তু, মণীশের গ্রেফতারির পর হয়তো ভয় পেয়ে গিয়েছেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতির মেয়েও ৷

গরুপাচার-কাণ্ডে অনুব্রত মণ্ডলকে গতবছর গ্রেফতার করেছিল সিবিআই ৷ তারপর 14 দিনের সিবিআই হেফাজত কাটিয়ে আসানসোল জেল তাঁর ঠিকানা হয়েছিল ৷ এরপর গরুপাচার মামলায় কোটি কোটি টাকার লেনদেন সংক্রান্ত বিষয় থাকায়, সিবিআই আদালতের অনুমতিতে ইডি-কে তদন্তে সামিল করে ৷ এর পর একের পর এক তথ্য বেরিয়ে আসতে থাকে ৷ এমনকি অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করে ইডি ৷ কিন্তু, সেখানেও একপ্রস্থ নাটক তৈরি হয় ৷ বহু পুরনো একটি ঘটনায় অনুব্রতর নামে খুনের চেষ্টার মামলা রুজু করে তাঁকে নিজেদের হেফাজতে নেয় রাজ্য পুলিশ ৷

যদিও, সেই মামলা দিয়ে বেশিদিন অনুব্রত মণ্ডলকে রাজ্য আটকে রাখা যায়নি ৷ প্রথমে আসানসোলের বিশেষ সিবিআই আদালত এবং পরে দিল্লি আদালতের নির্দেশে অনুব্রতকে জাতীয় রাজধানীতে নিয়ে যায় ইডি ৷ সেখানেই ইডি হেফাজতে রয়েছেন বীরভূমের কেষ্ট ৷ দিনরাত চলছে জেরার পর্ব ৷ অনুব্রত মণ্ডলকে সেই জেরার সময় ইডি আধিকারিকরা জানতে পারেন, মেয়ে সুকন্যার সঙ্গে তাঁর একাধিক ফিক্সড ডিপোজিট রয়েছে ৷ ইডি সূত্রে খবর, সেই ফিক্সড ডিপোজিটগুলি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্যই নাকি সুকন্যাকে তলব করা হয়েছিল ৷ সেই মতো সুকন্যাকে দিল্লিতে হাজিরা দেওয়া জন্য নোটিশ পাঠায় ইডি ৷

আরও পড়ুন: ভারত-বাংলাদেশ সীমান্তে গরুপাচারে সোনা যোগ ! বিস্ফোরক রিপোর্ট প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রকের

কিন্তু, অনুব্রত-কন্যা সেই হাজিরা এড়িয়ে গেলেন ৷ ইডি সূত্রে খবর, আজ তিনি হাজিরা দিলে প্রথমে আলাদা বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হত সুকন্যাকে ৷ প্রয়োজন পড়লে বাবা ও মেয়েকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতেন ইডি আধিকারিকরা ৷ এমনকি অনুব্রত’র হিসেবরক্ষক মণীশ কোঠারিকেও সেই জিজ্ঞাসাবাদ পর্বে সামিল করা হতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.