ETV Bharat / state

Anubrata Mandal Discharged : 17 দিনের মাথায় হাসপাতাল থেকে ছুটি অনুব্রতর, ফিরলেন চিনার পার্কের বাড়িতে - anubrata mandal discharged from SSKM

দু'সপ্তাহেরও বেশি সময় পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal Discharged) ৷ 6 এপ্রিল থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি ৷ আপাতত কলকাতার বাড়িতে থাকবেন বলেই জানা গিয়েছে ৷

Anubrata Mandal
অনুব্রত মণ্ডল
author img

By

Published : Apr 22, 2022, 9:48 PM IST

কলকাতা, 22 এপ্রিল : বাড়ি ফিরলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal discharge from hospital) ৷ 16 দিন ধরে এসএসকেএমে ভর্তি থাকার পর শুক্রবার রাতে কলকাতায় চিনার পার্কের বাড়িতে ফেরেন তিনি ৷ একাধিক অসুস্থতা নিয়ে এতদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি ৷ বর্তমানে শারিরীক অবস্থা স্থিতিশীল হওয়ায় চিকিৎসকরা তাঁকে বাড়ি ফেরার নির্দেশ দেন ৷

প্রসঙ্গত, গরু পাচার কাণ্ডে জেরা করার জন্য তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে 6 এপ্রিল নিজাম প্যালেসে ডাকে সিবিআই ৷ সেই মতোই হাজিরা দেওয়ার জন্য 5 এপ্রিল তিনি কলকাতায় চিনার পার্কের বাড়িতে আসেন । এরপর হাজিরা দেওয়ার আগেই বুকে ব্যথা নিয়ে চিনার পার্কের বাড়ি থেকে সোজা এসএসকেএমে ভর্তি হন বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতা ৷ এতদিন ধরে চলে একাধিক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ৷ শেষমেশ শুক্রবার 17 দিনের মাথায় এসএসকেএম থেকে ফের চিনার পার্কে নিজের বাড়িতে ফিরে এলেন অনুব্রত মণ্ডল ।

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন অনুব্রত ৷ এরপর কবে তাঁকে সিবিআইয়ের মুখোমুখি হতে হয় সেটাই দেখার ৷

আরও পড়ুন : Anubrata in SSKM : সকাল থেকেই বুকে ব্যথা, অনুব্রত পৌঁছলেন এসএসকেএমে

কলকাতা, 22 এপ্রিল : বাড়ি ফিরলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal discharge from hospital) ৷ 16 দিন ধরে এসএসকেএমে ভর্তি থাকার পর শুক্রবার রাতে কলকাতায় চিনার পার্কের বাড়িতে ফেরেন তিনি ৷ একাধিক অসুস্থতা নিয়ে এতদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি ৷ বর্তমানে শারিরীক অবস্থা স্থিতিশীল হওয়ায় চিকিৎসকরা তাঁকে বাড়ি ফেরার নির্দেশ দেন ৷

প্রসঙ্গত, গরু পাচার কাণ্ডে জেরা করার জন্য তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে 6 এপ্রিল নিজাম প্যালেসে ডাকে সিবিআই ৷ সেই মতোই হাজিরা দেওয়ার জন্য 5 এপ্রিল তিনি কলকাতায় চিনার পার্কের বাড়িতে আসেন । এরপর হাজিরা দেওয়ার আগেই বুকে ব্যথা নিয়ে চিনার পার্কের বাড়ি থেকে সোজা এসএসকেএমে ভর্তি হন বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতা ৷ এতদিন ধরে চলে একাধিক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ৷ শেষমেশ শুক্রবার 17 দিনের মাথায় এসএসকেএম থেকে ফের চিনার পার্কে নিজের বাড়িতে ফিরে এলেন অনুব্রত মণ্ডল ।

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন অনুব্রত ৷ এরপর কবে তাঁকে সিবিআইয়ের মুখোমুখি হতে হয় সেটাই দেখার ৷

আরও পড়ুন : Anubrata in SSKM : সকাল থেকেই বুকে ব্যথা, অনুব্রত পৌঁছলেন এসএসকেএমে

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.