ETV Bharat / state

Anubrata in SSKM : সকাল থেকেই বুকে ব্যথা, অনুব্রত পৌঁছলেন এসএসকেএমে - এসএসকেএম হাসপাতালে গেলেন বীরভূমের জেলা সভাপতি

আজ সিবিআই-এর কাছে হাজিরা দেওয়ার কথা ছিল ৷ জল্পনায় জল ঢেলে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে গেলেন অনুব্রত মণ্ডল (Anubrata in SSKM) ৷

Anubrata Mandal SSKM Woodburn Block news
অনুব্রত মণ্ডল এসএসকেএম
author img

By

Published : Apr 6, 2022, 11:44 AM IST

Updated : Apr 6, 2022, 12:58 PM IST

কলকাতা, 6 এপ্রিল : আজই নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা ৷ কিন্তু সেই এসএসকেএম হাসপাতালে গেলেন অনুব্রত মণ্ডল ৷ বুধবার গরুপাচার কাণ্ডে সিবিআই দফতরে পৌঁছানোর আগে এসএসকেএম হাসপাতালে গেলেন বীরভূমের জেলা সভাপতি । ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসের সামনে থেকে তাঁর গাড়ি ঘুরে একেবারে এসএসকেএম হাসপাতালে ঢোকে ৷

সকাল থেকেই তিনি বুকে ব্যথা অনুভব করছিলেন । তাই গন্তব্য হাসপাতাল ৷ ইতিমধ্যে এসএসকেএম হাসপাতালে ভবানীপুর থানার বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে ৷ অনুব্রত মণ্ডলের চিকিৎসা শুরু হয়েছে (Anubrata Mandal arrives at SSKM Hospital escaping CBI Summon) ।

তাঁর এই সিবিআই হাজিরা একপ্রকার রুদ্ধশ্বাস চিত্রনাট্য । চিনার পার্কের বাড়ি থেকে তৃণমূলের তাবড় নেতা অনুব্রতর গাড়ি অনুসরণ করছিল সংবাদমাধ্যম । সবাই ধন্দে ছিল, গাড়ি কোন পথে যাবে ? ডব্লুবি 4991 ইনোভা গাড়িটা কি শেষমেশ নিজাম প্যালেসে ঢুকবে, নাকি এসএসকেএমে ?

আরও পড়ুন : Sukanta on Anubrata : "উডবার্ন ওয়ার্ডের দিকে ক্যামেরা রাখুন", অনুব্রতর সিবিআই হাজিরা নিয়ে কটাক্ষ সুকান্তর

সকাল 11টায় নিজাম প্যালেসে সিবিআই-এর কাছে হাজির হওয়ার কথা ছিল তাঁর । সেইমতো নিরাপত্তা ব্যবস্থা, চিকিৎসা-সহ সব রকম প্রস্তুতি সেরে রেখেছিল সিবিআই । কেন্দ্রীয় সংস্থাকে নিরাশ করে শেষ পর্যন্ত এসএসকেএমে ভর্তি হলেন অনুব্রত মণ্ডল । পঞ্চম বার সিবিআই-এর নোটিসেও ধরা দিলেন না তিনি । বার বার তাঁর ঠিকানা এসএসকেএমের উডর্বান ওয়ার্ড ।

এখন তিনি উডর্বান ওয়ার্ডের 211 নম্বর কেবিনে ভর্তি । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কাল থেকেই বুকে ব্যথা, শ্বাসকষ্ট অনুভব করছিলেন বীরভূমের জেলা সভাপতি ৷ বাড়ি থেকে বেরিয়ে সিবিআই দফতরে যাওয়ার সময় বুকের ব্যথা আরও বেড়ে যায় ৷ তাই গাড়ি ঘুরিয়ে সরাসরি এসএসকেএম হাসপাতালে চলে যান তিনি ।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এখনই তাঁকে ভর্তি হিসেবে দেখাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। যেহেতু তিনি অসুস্থ বোধ করছেন, তাই চিকিৎসকের একটি প্রতিনিধি দল গড়ে তাঁর শারীরিক পরীক্ষা করা হচ্ছে ৷ পরীক্ষা-নিরীক্ষার পরে হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে তাঁকে আদৌ ভর্তি রাখা হবে কি না !

অনুব্রত মণ্ডল বহুদিন ধরেই এসএসকেএম হাসপাতালে চিকিৎসক দেখাচ্ছেন । তাঁর শরীরে একাধিক সমস্যা রয়েছে । মাঝে মধ্যেই অক্সিজেন লাগে তৃণমূল নেতার । দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন তিনি । তার সার্জারিগত কিছু সমস্যা, উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে । এক্ষেত্রে তাঁর ঠিক কী হয়েছে, তা পরীক্ষা-নিরীক্ষার পর স্পষ্ট বোঝা যাবে । এটাও হতে পারে যে, সিবিআই হাজিরার কারণে তাঁর রক্তচাপ বেড়ে যাওয়ায় তিনি অসুস্থ বোধ করছেন । সেক্ষেত্রে কিছুক্ষণ বিশ্রামের পর তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে ।

আরও পড়ুন : Anubrata Mandal : আজ সিবিআই দফতরে হাজিরা অনুব্রতর, নিজাম প্যালেসে কড়া নিরাপত্তা

কলকাতা, 6 এপ্রিল : আজই নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা ৷ কিন্তু সেই এসএসকেএম হাসপাতালে গেলেন অনুব্রত মণ্ডল ৷ বুধবার গরুপাচার কাণ্ডে সিবিআই দফতরে পৌঁছানোর আগে এসএসকেএম হাসপাতালে গেলেন বীরভূমের জেলা সভাপতি । ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসের সামনে থেকে তাঁর গাড়ি ঘুরে একেবারে এসএসকেএম হাসপাতালে ঢোকে ৷

সকাল থেকেই তিনি বুকে ব্যথা অনুভব করছিলেন । তাই গন্তব্য হাসপাতাল ৷ ইতিমধ্যে এসএসকেএম হাসপাতালে ভবানীপুর থানার বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে ৷ অনুব্রত মণ্ডলের চিকিৎসা শুরু হয়েছে (Anubrata Mandal arrives at SSKM Hospital escaping CBI Summon) ।

তাঁর এই সিবিআই হাজিরা একপ্রকার রুদ্ধশ্বাস চিত্রনাট্য । চিনার পার্কের বাড়ি থেকে তৃণমূলের তাবড় নেতা অনুব্রতর গাড়ি অনুসরণ করছিল সংবাদমাধ্যম । সবাই ধন্দে ছিল, গাড়ি কোন পথে যাবে ? ডব্লুবি 4991 ইনোভা গাড়িটা কি শেষমেশ নিজাম প্যালেসে ঢুকবে, নাকি এসএসকেএমে ?

আরও পড়ুন : Sukanta on Anubrata : "উডবার্ন ওয়ার্ডের দিকে ক্যামেরা রাখুন", অনুব্রতর সিবিআই হাজিরা নিয়ে কটাক্ষ সুকান্তর

সকাল 11টায় নিজাম প্যালেসে সিবিআই-এর কাছে হাজির হওয়ার কথা ছিল তাঁর । সেইমতো নিরাপত্তা ব্যবস্থা, চিকিৎসা-সহ সব রকম প্রস্তুতি সেরে রেখেছিল সিবিআই । কেন্দ্রীয় সংস্থাকে নিরাশ করে শেষ পর্যন্ত এসএসকেএমে ভর্তি হলেন অনুব্রত মণ্ডল । পঞ্চম বার সিবিআই-এর নোটিসেও ধরা দিলেন না তিনি । বার বার তাঁর ঠিকানা এসএসকেএমের উডর্বান ওয়ার্ড ।

এখন তিনি উডর্বান ওয়ার্ডের 211 নম্বর কেবিনে ভর্তি । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কাল থেকেই বুকে ব্যথা, শ্বাসকষ্ট অনুভব করছিলেন বীরভূমের জেলা সভাপতি ৷ বাড়ি থেকে বেরিয়ে সিবিআই দফতরে যাওয়ার সময় বুকের ব্যথা আরও বেড়ে যায় ৷ তাই গাড়ি ঘুরিয়ে সরাসরি এসএসকেএম হাসপাতালে চলে যান তিনি ।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এখনই তাঁকে ভর্তি হিসেবে দেখাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। যেহেতু তিনি অসুস্থ বোধ করছেন, তাই চিকিৎসকের একটি প্রতিনিধি দল গড়ে তাঁর শারীরিক পরীক্ষা করা হচ্ছে ৷ পরীক্ষা-নিরীক্ষার পরে হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে তাঁকে আদৌ ভর্তি রাখা হবে কি না !

অনুব্রত মণ্ডল বহুদিন ধরেই এসএসকেএম হাসপাতালে চিকিৎসক দেখাচ্ছেন । তাঁর শরীরে একাধিক সমস্যা রয়েছে । মাঝে মধ্যেই অক্সিজেন লাগে তৃণমূল নেতার । দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন তিনি । তার সার্জারিগত কিছু সমস্যা, উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে । এক্ষেত্রে তাঁর ঠিক কী হয়েছে, তা পরীক্ষা-নিরীক্ষার পর স্পষ্ট বোঝা যাবে । এটাও হতে পারে যে, সিবিআই হাজিরার কারণে তাঁর রক্তচাপ বেড়ে যাওয়ায় তিনি অসুস্থ বোধ করছেন । সেক্ষেত্রে কিছুক্ষণ বিশ্রামের পর তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে ।

আরও পড়ুন : Anubrata Mandal : আজ সিবিআই দফতরে হাজিরা অনুব্রতর, নিজাম প্যালেসে কড়া নিরাপত্তা

Last Updated : Apr 6, 2022, 12:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.