ETV Bharat / state

Yubashakti 55 Years: আনিশের বাবার হাতে যুবশক্তি পত্রিকার শারদ সংখ্যা প্রকাশ - যুবশক্তি

যুবশক্তি পত্রিকার শারদ সংখ্যা প্রকাশ (Yuvashakti Puja Edition) করে ছেলেদের 'খুনিদের' শাস্তি চাইলেন সালেম খান ও অমলা মণ্ডল ৷

Anish Khan father releases puja edition of Yuvashakti
Anish Khan father releases puja edition of Yuvashakti
author img

By

Published : Sep 27, 2022, 3:12 PM IST

কলকাতা, 27 সেপ্টেম্বর: সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের (DYFI) যুবশক্তি পত্রিকার 55তম বছরের শারদ সংখ্যা প্রকাশ (Yubashakti 55 Years) করলেন আনিশ খানের বাবা সালেম খান ও বিদ্যুৎ মণ্ডলের মা অমলা মণ্ডল । মঙ্গলবার ডিওয়াইএফআই রাজ্য অফিস দীনেশ মজুমদার ভবনে আনুষ্ঠানিকভাবে শারদ সংখ্যার প্রচ্ছদ উন্মোচন করে সালেম খান ও অমলা মণ্ডল বলেন, " আমার ছেলের খুনীদের কঠোর শাস্তি চাই । অপরাধীদের বিরুদ্ধে আন্দোলনকারীদের পাশে আছি । লড়াই চলবে ।"

ডিওয়াইএফআই সূত্রে খবর, এক বছরে যুবশক্তি পত্রিকার দ্বিগুণ স্থায়ী পাঠক সংখ্যা বেড়েছে । শারদ সংখ্যাও গতবারের তুলনায় দ্বিগুণ বেশি সংখ্যায় ছাপা হয়েছে । রাজ্যের বিভিন্ন জেলা থেকে অর্ডারও পাওয়া গিয়েছে ।

রাজ্যে বাম সরকার ক্ষমতায় থাকাকালীন যুবশক্তির স্থায়ী পাঠক সংখ্যা ছিল অনেক । কিন্তু 2011 সরকার পতনের পরে স্থায়ী পাঠক সংখ্যা কমতে থাকে । কমতে কমতে একটা সময় ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মুখপত্র 'যুবশক্তি'র পাঠক সংখ্যা পাঁচ হাজারের নীচে নেমে যায় । কিন্তু 11 বছর পর ফের স্থায়ী পাঠক সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে বলে ডিওয়াইএফআই তরফে দাবি করা হয়েছে (Anish Khan father releases puja edition) ।

যুবশক্তি পত্রিকার শারদ সংখ্যা প্রকাশ পেল

আরও পড়ুন: দ্বিগুণ বৃদ্ধি ‘যুবশক্তি’ পত্রিকার স্থায়ী পাঠক সংখ্যা

এদিনের অনুষ্ঠানে সিপিএম যুব-র রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় (Meenakshi Mukherjee), সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, যুবশক্তি পত্রিকার সম্পাদক কলতান দাশগুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন । এবারের শারদ সংখ্যায় রাজ্য ও দেশের বিভিন্ন সমস্যা নিয়ে একাধিক প্রবন্ধ, কবিতা, ঘটনা, মতামত ব্যাখ্যা-সহ সুন্দর করে উপস্থাপন করা হয়েছে বলেই বলেন যুবশক্তি পত্রিকার সম্পাদক কলতান দাশগুপ্ত (Yuvashakti Puja Edition) । তিনি আরও বলেন, "আগের তুলনায় প্রায় দ্বিগুণ পাঠক সংখ্যা বেড়েছে । হিন্দিতে ফের বুলেটিন প্রকাশ করা হচ্ছে । আগামীতে উর্দুতেও প্রকাশ করা হবে ।"

কলকাতা, 27 সেপ্টেম্বর: সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের (DYFI) যুবশক্তি পত্রিকার 55তম বছরের শারদ সংখ্যা প্রকাশ (Yubashakti 55 Years) করলেন আনিশ খানের বাবা সালেম খান ও বিদ্যুৎ মণ্ডলের মা অমলা মণ্ডল । মঙ্গলবার ডিওয়াইএফআই রাজ্য অফিস দীনেশ মজুমদার ভবনে আনুষ্ঠানিকভাবে শারদ সংখ্যার প্রচ্ছদ উন্মোচন করে সালেম খান ও অমলা মণ্ডল বলেন, " আমার ছেলের খুনীদের কঠোর শাস্তি চাই । অপরাধীদের বিরুদ্ধে আন্দোলনকারীদের পাশে আছি । লড়াই চলবে ।"

ডিওয়াইএফআই সূত্রে খবর, এক বছরে যুবশক্তি পত্রিকার দ্বিগুণ স্থায়ী পাঠক সংখ্যা বেড়েছে । শারদ সংখ্যাও গতবারের তুলনায় দ্বিগুণ বেশি সংখ্যায় ছাপা হয়েছে । রাজ্যের বিভিন্ন জেলা থেকে অর্ডারও পাওয়া গিয়েছে ।

রাজ্যে বাম সরকার ক্ষমতায় থাকাকালীন যুবশক্তির স্থায়ী পাঠক সংখ্যা ছিল অনেক । কিন্তু 2011 সরকার পতনের পরে স্থায়ী পাঠক সংখ্যা কমতে থাকে । কমতে কমতে একটা সময় ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মুখপত্র 'যুবশক্তি'র পাঠক সংখ্যা পাঁচ হাজারের নীচে নেমে যায় । কিন্তু 11 বছর পর ফের স্থায়ী পাঠক সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে বলে ডিওয়াইএফআই তরফে দাবি করা হয়েছে (Anish Khan father releases puja edition) ।

যুবশক্তি পত্রিকার শারদ সংখ্যা প্রকাশ পেল

আরও পড়ুন: দ্বিগুণ বৃদ্ধি ‘যুবশক্তি’ পত্রিকার স্থায়ী পাঠক সংখ্যা

এদিনের অনুষ্ঠানে সিপিএম যুব-র রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় (Meenakshi Mukherjee), সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, যুবশক্তি পত্রিকার সম্পাদক কলতান দাশগুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন । এবারের শারদ সংখ্যায় রাজ্য ও দেশের বিভিন্ন সমস্যা নিয়ে একাধিক প্রবন্ধ, কবিতা, ঘটনা, মতামত ব্যাখ্যা-সহ সুন্দর করে উপস্থাপন করা হয়েছে বলেই বলেন যুবশক্তি পত্রিকার সম্পাদক কলতান দাশগুপ্ত (Yuvashakti Puja Edition) । তিনি আরও বলেন, "আগের তুলনায় প্রায় দ্বিগুণ পাঠক সংখ্যা বেড়েছে । হিন্দিতে ফের বুলেটিন প্রকাশ করা হচ্ছে । আগামীতে উর্দুতেও প্রকাশ করা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.