ETV Bharat / state

Ancient Idol Found in Nadia: নদিয়ার রানাঘাট থেকে প্রাচীন রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার ! - Ancient Radha Krishna idol found in Nadia

পুরনো মূর্তি, নানা ধরনের ঐতিহাসিক নির্দশন, অস্ত্র উদ্ধার চলছে রাজ্যজুড়ে ৷ এগুলি প্রস্তাবিত মিউজিয়ামে রাখা হবে বলে জানা গিয়েছে ৷ পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল এবং অফিসিয়াল ট্রাস্টি এই কাজটি করছে ৷ নদিয়ায় মিলল তেমনই দু'টি মূর্তি (AdministratorGeneral and Official Trustee recovers ancient idols) ৷

Etv Bharat
রানাঘাট থেকে প্রাচীন রাধা কৃষ্ণের মূর্তি উদ্ধার
author img

By

Published : Mar 11, 2023, 3:54 PM IST

নদিয়া থেকে উদ্ধার প্রাচীন রাধা-কৃষ্ণের মূর্তি

কলকাতা, 11 মার্চ: প্রাচীন যুগের মূর্তি, ঐতিহাসিক নির্দশন, রাজা-বাদশা-ব্রিটিশদের ব্যবহৃত অস্ত্র সংগ্রহ করা হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৷ এযাবৎকালে উদ্ধার হওয়া প্রাচীন সামগ্রী বিভিন্ন থানা কিংবা জেলা প্রশাসন বা মন্দির, মসজিদে সংরক্ষিত আছে ৷ সেগুলি কলকাতায় আনা হচ্ছে ৷ এগুলি আগামিদিনে কলকাতার প্রস্তাবিত মিউজিয়ামে রাখা হবে বলে জানা গিয়েছে ৷ সঙ্গে থাকবে সেই সব উদ্ধার হওয়া সামগ্রীর ঐতিহাসিক তথ্য ৷ ইতিমধ্যে উদ্ধার হওয়া এই সামগ্রীগুলি নিয়ে গবেষণা চলছে ৷ খুঁজে বের করা হচ্ছে নেপথ্য ইতিহাস ৷ পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল এবং অফিসিয়াল ট্রাস্টির অফিসের তত্ত্বাবধানে এই কাজটি হচ্ছে ৷ এর দায়িত্বে আছেন আধিকারিক বিপ্লব রায় (Ancient Radha Krishna Idols found in Nadia handed over to Administrator General) ৷

সম্প্রতি নদিয়ার রানাঘাট থেকে রাধা-কৃষ্ণের দু'টি পুরনো মূর্তি কলকাতায় নিয়ে আসা হয়েছে ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শতাব্দী প্রাচীন মূর্তি দু'টি অষ্টধাতু দিয়ে নির্মিত ৷ আপাতত সেগুলি পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল এবং অফিসিয়াল ট্রাস্টির অফিস তথা নব মহাকরণে সংরক্ষিত আছে ৷ বিপ্লব রায় বলেন, "মূর্তি দু'টি অত্যন্ত প্রাচীন ৷ রাধা-কৃষ্ণের মূর্তি ৷ এগুলি প্রস্তাবিত জাদুঘরে প্রদর্শিত হবে ৷ পুরনো জমিদারদের জরাজীর্ণ বাড়িতে পড়ে থাকা অনেক মূর্তি কলকাতায় এনে জাদুঘরে প্রদর্শন করা হবে ৷"

এর আগে উত্তর 24 পরগনার বসিরহাট, হাওড়ার বাগনান, দার্জিলিং, ঝাড়গ্রাম-সহ একাধিক জায়গা থেকে নানা সময়ে উদ্ধার হওয়া প্রাচীন যুগের মূর্তি, ঐতিহাসিক নিদর্শন, রাজা-বাদশা-ব্রিটিশদের ব্যবহৃত অস্ত্র সংগ্রহ করা হয়েছে ৷ বেশির ভাগ ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল এবং অফিসিয়াল ট্রাস্টির আধিকারিক বিপ্লব রায় নিজে গিয়ে সেগুলি কলকাতায় নিয়ে এসেছেন ৷ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিক, ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের আধিকারিকদের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে ৷ যখন যেমন খবর পান, সেই অনুযায়ী মূর্তিগুলি উদ্ধার করে সংরক্ষণ করা হচ্ছে ৷ সামগ্রীগুলির ঐতিহাসিক তথ্য, গুরুত্ব খুঁজে বের করার চেষ্টা চলছে ৷ প্রয়োজনীয় তথ্য পাওয়া গেলে সেগুলি কম্পিউটারাইজড করার প্রক্রিয়া চলছে ৷

তবে, যতদিন না-পর্যন্ত প্রস্তাবিত মিউজিয়ামটি তৈরি হচ্ছে, তার আগে পর্যন্ত কলকাতার টাউন হলে মূর্তিগুলি প্রদর্শনের ব্যবস্থা করা যায় কি না, তার ভাবনাচিন্তা চলছে ৷ বিপ্লব রায় বলেন, "কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে বিরল মূর্তি, অস্ত্র-সহ নানান সামগ্রী প্রদর্শনের জন্য কথা হয়েছে ৷ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বহুবার প্রস্তাব গিয়েছে ৷ যতদিন না অনুমতি মেলে, ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে ৷ তবে, ইতিহাস সংরক্ষণের কাজ চলবে ৷"

আরও পড়ুন: বাড়ির গুদামে মৌর্য এবং কুষাণ যুগ! সন্ধান 15 হাজারের বেশি প্রত্নতাত্ত্বিক সামগ্রী

নদিয়া থেকে উদ্ধার প্রাচীন রাধা-কৃষ্ণের মূর্তি

কলকাতা, 11 মার্চ: প্রাচীন যুগের মূর্তি, ঐতিহাসিক নির্দশন, রাজা-বাদশা-ব্রিটিশদের ব্যবহৃত অস্ত্র সংগ্রহ করা হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৷ এযাবৎকালে উদ্ধার হওয়া প্রাচীন সামগ্রী বিভিন্ন থানা কিংবা জেলা প্রশাসন বা মন্দির, মসজিদে সংরক্ষিত আছে ৷ সেগুলি কলকাতায় আনা হচ্ছে ৷ এগুলি আগামিদিনে কলকাতার প্রস্তাবিত মিউজিয়ামে রাখা হবে বলে জানা গিয়েছে ৷ সঙ্গে থাকবে সেই সব উদ্ধার হওয়া সামগ্রীর ঐতিহাসিক তথ্য ৷ ইতিমধ্যে উদ্ধার হওয়া এই সামগ্রীগুলি নিয়ে গবেষণা চলছে ৷ খুঁজে বের করা হচ্ছে নেপথ্য ইতিহাস ৷ পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল এবং অফিসিয়াল ট্রাস্টির অফিসের তত্ত্বাবধানে এই কাজটি হচ্ছে ৷ এর দায়িত্বে আছেন আধিকারিক বিপ্লব রায় (Ancient Radha Krishna Idols found in Nadia handed over to Administrator General) ৷

সম্প্রতি নদিয়ার রানাঘাট থেকে রাধা-কৃষ্ণের দু'টি পুরনো মূর্তি কলকাতায় নিয়ে আসা হয়েছে ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শতাব্দী প্রাচীন মূর্তি দু'টি অষ্টধাতু দিয়ে নির্মিত ৷ আপাতত সেগুলি পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল এবং অফিসিয়াল ট্রাস্টির অফিস তথা নব মহাকরণে সংরক্ষিত আছে ৷ বিপ্লব রায় বলেন, "মূর্তি দু'টি অত্যন্ত প্রাচীন ৷ রাধা-কৃষ্ণের মূর্তি ৷ এগুলি প্রস্তাবিত জাদুঘরে প্রদর্শিত হবে ৷ পুরনো জমিদারদের জরাজীর্ণ বাড়িতে পড়ে থাকা অনেক মূর্তি কলকাতায় এনে জাদুঘরে প্রদর্শন করা হবে ৷"

এর আগে উত্তর 24 পরগনার বসিরহাট, হাওড়ার বাগনান, দার্জিলিং, ঝাড়গ্রাম-সহ একাধিক জায়গা থেকে নানা সময়ে উদ্ধার হওয়া প্রাচীন যুগের মূর্তি, ঐতিহাসিক নিদর্শন, রাজা-বাদশা-ব্রিটিশদের ব্যবহৃত অস্ত্র সংগ্রহ করা হয়েছে ৷ বেশির ভাগ ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল এবং অফিসিয়াল ট্রাস্টির আধিকারিক বিপ্লব রায় নিজে গিয়ে সেগুলি কলকাতায় নিয়ে এসেছেন ৷ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিক, ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের আধিকারিকদের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে ৷ যখন যেমন খবর পান, সেই অনুযায়ী মূর্তিগুলি উদ্ধার করে সংরক্ষণ করা হচ্ছে ৷ সামগ্রীগুলির ঐতিহাসিক তথ্য, গুরুত্ব খুঁজে বের করার চেষ্টা চলছে ৷ প্রয়োজনীয় তথ্য পাওয়া গেলে সেগুলি কম্পিউটারাইজড করার প্রক্রিয়া চলছে ৷

তবে, যতদিন না-পর্যন্ত প্রস্তাবিত মিউজিয়ামটি তৈরি হচ্ছে, তার আগে পর্যন্ত কলকাতার টাউন হলে মূর্তিগুলি প্রদর্শনের ব্যবস্থা করা যায় কি না, তার ভাবনাচিন্তা চলছে ৷ বিপ্লব রায় বলেন, "কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে বিরল মূর্তি, অস্ত্র-সহ নানান সামগ্রী প্রদর্শনের জন্য কথা হয়েছে ৷ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বহুবার প্রস্তাব গিয়েছে ৷ যতদিন না অনুমতি মেলে, ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে ৷ তবে, ইতিহাস সংরক্ষণের কাজ চলবে ৷"

আরও পড়ুন: বাড়ির গুদামে মৌর্য এবং কুষাণ যুগ! সন্ধান 15 হাজারের বেশি প্রত্নতাত্ত্বিক সামগ্রী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.