কলকাতা, 24 জুন : রাজ্যজুড়ে প্রত্যেকটি পৌরসভায় পৌরকর্মীদের প্রতি চরম অবিচার ও বঞ্চনার প্রতিবাদে এবং 13 দফা দাবির সমর্থনে বিক্ষোভ অবস্থান করল পশ্চিমবঙ্গ পৌরকর্মী আন্দোলনের যৌথ মঞ্চ । শুক্রবার কলকাতা পৌরনিগমের পাশে অবস্থান মঞ্চে থেকে পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমের দফতরে ডেপুটেশন জমা দেওয়া হয় । এদিন মেয়র কলকাতা পৌরনিগমে উপস্থিত না-থাকায় সংশ্লিষ্ট দফতরে স্বারকলিপি জমা দেয় পশ্চিমবঙ্গ পৌরকর্মী আন্দোলনের যৌথ মঞ্চ (Anadi Sahu)।
এই অবস্থান মঞ্চেই সিআইটিইউ রাজ্য সম্পাদক ও রাজ্যের প্রাক্তন শ্রমমন্ত্রী কর্মীদের প্রতি বঞ্চনা ও ঠিকা শ্রমিক নিয়োগের বিরুদ্ধে তীব্র সমালচনায় সরব হন । তিনি বলেন, "কেন্দ্র ও রাজ্য দুই সরকার যুব সমাজকে বঞ্চিত করছে । তাঁরা মর্মে মর্মে তা বুঝতে পারছে । কেন্দ্রকে স্বল্প মেয়াদের জন্য সেনা নিয়োগ বাতিল করে স্থায়ী নিয়োগ করতে হবে । সেনাতে কাজ করা মানে শুধুই বেকারের জ্বালা মেটানো নয় । দেশের প্রতি ভালোবাসা-শ্রদ্ধাও থাকে । মাত্র চার বছরের জন্য যুবদের সেনাবাহিনীতে নিয়োগ আমরা মেনে নিতে পারি না ।
আরও পড়ুন : জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে সমস্যা, সংশোধনী প্রস্তাব কলকাতা পৌরনিগমের
এদিন এই বিক্ষোভ সমাবেশে প্রাক্তন শ্রমমন্ত্রী অনাদি সাহু ছাড়াও হাজির ছিলেন অমিতাভ ভট্টাচার্য এবং মানস সিনহা-সহ রাজ্যের বিভিন্ন পৌরসভার পৌরকর্মীরা । সমাবেশে উদ্বেগ প্রকাশ করে সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহুর অভিযোগ, একদিকে যখন কেন্দ্রীয় সরকার ঠিকা সেনাবাহিনী ভর্তি করে তাদের ভবিষ্যতকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার চক্রান্ত করছে । অন্যদিকে রাজ্য সরকার পৌরসভাগুলিতে কর্মরত স্থায়ী, অস্থায়ী, ঠিকা শ্রমিক কর্মচারী এবং পেনশন প্রাপকদের নানা সমস্যা ও ন্যায়সঙ্গত দাবি থেকে বঞ্চিত করছে ।
তাঁর কথায়, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলছেন অথচ পৌরকর্মীদের ন্যায্য অধিকার এবং দাবির ক্ষেত্রে তিনি এবং তার সরকার অসহযোগিতা করছে । এদিন এই বিক্ষোভ সমাবেশ থেকে আগামিদিনের কর্মসূচি ঘোষণা করা হয় । যার মধ্যে ছিল সমাবেশ থেকে গৃহীত প্রস্তাব মুখ্যমন্ত্রী এবং পৌরমন্ত্রীকে পাঠানো হবে । এছাড়া দাবিগুলির মিমাংসার জন্য জুলাই মাসজুড়ে পৌরসভা ও পৌরসভার শ্রমিক কর্মচারীদের স্বাক্ষর সংগ্রহ অভিযান করা হবে । পাশাপাশি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অবিলম্বে বকেয়া মহার্ঘভাতা প্রদানের দাবি নিয়ে 30 জুন রাজ্যের সমস্ত পৌর সংস্থায় গেটের সামনে সভা করা হবে ৷
আরও পড়ুন : কলকাতা পৌরনিগমের নিকাশি বিভাগে শুরু হল ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম
অগস্ট মাসে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে সংগৃহিত স্বাক্ষর-সহ দাবিপত্র পেশ করা হবে । এদিন এই বিক্ষোভ সমাবেশে বামপন্থী পৌরকর্মীদের পাশাপাশি জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি শামিল ছিল ।