ETV Bharat / state

Anadi Sahu : সরকারের ঠিকা শ্রমিক নিয়োগের বিরুদ্ধে সরব প্রাক্তন শ্রমমন্ত্রী - Anadi Sahu

পৌরকর্মীদের প্রতি চরম অবিচারের অভিযোগে শুক্রবার পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয় (Anadi Sahu)।

Anadi Sahu
পৌরকর্মীদের প্রতি চরম অবিচারের অভিযোগে অবস্থান বিক্ষোভ
author img

By

Published : Jun 24, 2022, 10:35 PM IST

কলকাতা, 24 জুন : রাজ্যজুড়ে প্রত্যেকটি পৌরসভায় পৌরকর্মীদের প্রতি চরম অবিচার ও বঞ্চনার প্রতিবাদে এবং 13 দফা দাবির সমর্থনে বিক্ষোভ অবস্থান করল পশ্চিমবঙ্গ পৌরকর্মী আন্দোলনের যৌথ মঞ্চ । শুক্রবার কলকাতা পৌরনিগমের পাশে অবস্থান মঞ্চে থেকে পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমের দফতরে ডেপুটেশন জমা দেওয়া হয় । এদিন মেয়র কলকাতা পৌরনিগমে উপস্থিত না-থাকায় সংশ্লিষ্ট দফতরে স্বারকলিপি জমা দেয় পশ্চিমবঙ্গ পৌরকর্মী আন্দোলনের যৌথ মঞ্চ (Anadi Sahu)।

এই অবস্থান মঞ্চেই সিআইটিইউ রাজ্য সম্পাদক ও রাজ্যের প্রাক্তন শ্রমমন্ত্রী কর্মীদের প্রতি বঞ্চনা ও ঠিকা শ্রমিক নিয়োগের বিরুদ্ধে তীব্র সমালচনায় সরব হন । তিনি বলেন, "কেন্দ্র ও রাজ্য দুই সরকার যুব সমাজকে বঞ্চিত করছে । তাঁরা মর্মে মর্মে তা বুঝতে পারছে । কেন্দ্রকে স্বল্প মেয়াদের জন্য সেনা নিয়োগ বাতিল করে স্থায়ী নিয়োগ করতে হবে । সেনাতে কাজ করা মানে শুধুই বেকারের জ্বালা মেটানো নয় । দেশের প্রতি ভালোবাসা-শ্রদ্ধাও থাকে । মাত্র চার বছরের জন্য যুবদের সেনাবাহিনীতে নিয়োগ আমরা মেনে নিতে পারি না ।

আরও পড়ুন : জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে সমস্যা, সংশোধনী প্রস্তাব কলকাতা পৌরনিগমের

এদিন এই বিক্ষোভ সমাবেশে প্রাক্তন শ্রমমন্ত্রী অনাদি সাহু ছাড়াও হাজির ছিলেন অমিতাভ ভট্টাচার্য এবং মানস সিনহা-সহ রাজ্যের বিভিন্ন পৌরসভার পৌরকর্মীরা । সমাবেশে উদ্বেগ প্রকাশ করে সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহুর অভিযোগ, একদিকে যখন কেন্দ্রীয় সরকার ঠিকা সেনাবাহিনী ভর্তি করে তাদের ভবিষ্যতকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার চক্রান্ত করছে । অন্যদিকে রাজ্য সরকার পৌরসভাগুলিতে কর্মরত স্থায়ী, অস্থায়ী, ঠিকা শ্রমিক কর্মচারী এবং পেনশন প্রাপকদের নানা সমস্যা ও ন্যায়সঙ্গত দাবি থেকে বঞ্চিত করছে ।

পৌরকর্মীদের প্রতি চরম অবিচারের অভিযোগে অবস্থান বিক্ষোভ

তাঁর কথায়, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলছেন অথচ পৌরকর্মীদের ন্যায্য অধিকার এবং দাবির ক্ষেত্রে তিনি এবং তার সরকার অসহযোগিতা করছে । এদিন এই বিক্ষোভ সমাবেশ থেকে আগামিদিনের কর্মসূচি ঘোষণা করা হয় । যার মধ্যে ছিল সমাবেশ থেকে গৃহীত প্রস্তাব মুখ্যমন্ত্রী এবং পৌরমন্ত্রীকে পাঠানো হবে । এছাড়া দাবিগুলির মিমাংসার জন্য জুলাই মাসজুড়ে পৌরসভা ও পৌরসভার শ্রমিক কর্মচারীদের স্বাক্ষর সংগ্রহ অভিযান করা হবে । পাশাপাশি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অবিলম্বে বকেয়া মহার্ঘভাতা প্রদানের দাবি নিয়ে 30 জুন রাজ্যের সমস্ত পৌর সংস্থায় গেটের সামনে সভা করা হবে ৷

আরও পড়ুন : কলকাতা পৌরনিগমের নিকাশি বিভাগে শুরু হল ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম

অগস্ট মাসে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে সংগৃহিত স্বাক্ষর-সহ দাবিপত্র পেশ করা হবে । এদিন এই বিক্ষোভ সমাবেশে বামপন্থী পৌরকর্মীদের পাশাপাশি জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি শামিল ছিল ।

কলকাতা, 24 জুন : রাজ্যজুড়ে প্রত্যেকটি পৌরসভায় পৌরকর্মীদের প্রতি চরম অবিচার ও বঞ্চনার প্রতিবাদে এবং 13 দফা দাবির সমর্থনে বিক্ষোভ অবস্থান করল পশ্চিমবঙ্গ পৌরকর্মী আন্দোলনের যৌথ মঞ্চ । শুক্রবার কলকাতা পৌরনিগমের পাশে অবস্থান মঞ্চে থেকে পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমের দফতরে ডেপুটেশন জমা দেওয়া হয় । এদিন মেয়র কলকাতা পৌরনিগমে উপস্থিত না-থাকায় সংশ্লিষ্ট দফতরে স্বারকলিপি জমা দেয় পশ্চিমবঙ্গ পৌরকর্মী আন্দোলনের যৌথ মঞ্চ (Anadi Sahu)।

এই অবস্থান মঞ্চেই সিআইটিইউ রাজ্য সম্পাদক ও রাজ্যের প্রাক্তন শ্রমমন্ত্রী কর্মীদের প্রতি বঞ্চনা ও ঠিকা শ্রমিক নিয়োগের বিরুদ্ধে তীব্র সমালচনায় সরব হন । তিনি বলেন, "কেন্দ্র ও রাজ্য দুই সরকার যুব সমাজকে বঞ্চিত করছে । তাঁরা মর্মে মর্মে তা বুঝতে পারছে । কেন্দ্রকে স্বল্প মেয়াদের জন্য সেনা নিয়োগ বাতিল করে স্থায়ী নিয়োগ করতে হবে । সেনাতে কাজ করা মানে শুধুই বেকারের জ্বালা মেটানো নয় । দেশের প্রতি ভালোবাসা-শ্রদ্ধাও থাকে । মাত্র চার বছরের জন্য যুবদের সেনাবাহিনীতে নিয়োগ আমরা মেনে নিতে পারি না ।

আরও পড়ুন : জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে সমস্যা, সংশোধনী প্রস্তাব কলকাতা পৌরনিগমের

এদিন এই বিক্ষোভ সমাবেশে প্রাক্তন শ্রমমন্ত্রী অনাদি সাহু ছাড়াও হাজির ছিলেন অমিতাভ ভট্টাচার্য এবং মানস সিনহা-সহ রাজ্যের বিভিন্ন পৌরসভার পৌরকর্মীরা । সমাবেশে উদ্বেগ প্রকাশ করে সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহুর অভিযোগ, একদিকে যখন কেন্দ্রীয় সরকার ঠিকা সেনাবাহিনী ভর্তি করে তাদের ভবিষ্যতকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার চক্রান্ত করছে । অন্যদিকে রাজ্য সরকার পৌরসভাগুলিতে কর্মরত স্থায়ী, অস্থায়ী, ঠিকা শ্রমিক কর্মচারী এবং পেনশন প্রাপকদের নানা সমস্যা ও ন্যায়সঙ্গত দাবি থেকে বঞ্চিত করছে ।

পৌরকর্মীদের প্রতি চরম অবিচারের অভিযোগে অবস্থান বিক্ষোভ

তাঁর কথায়, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলছেন অথচ পৌরকর্মীদের ন্যায্য অধিকার এবং দাবির ক্ষেত্রে তিনি এবং তার সরকার অসহযোগিতা করছে । এদিন এই বিক্ষোভ সমাবেশ থেকে আগামিদিনের কর্মসূচি ঘোষণা করা হয় । যার মধ্যে ছিল সমাবেশ থেকে গৃহীত প্রস্তাব মুখ্যমন্ত্রী এবং পৌরমন্ত্রীকে পাঠানো হবে । এছাড়া দাবিগুলির মিমাংসার জন্য জুলাই মাসজুড়ে পৌরসভা ও পৌরসভার শ্রমিক কর্মচারীদের স্বাক্ষর সংগ্রহ অভিযান করা হবে । পাশাপাশি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অবিলম্বে বকেয়া মহার্ঘভাতা প্রদানের দাবি নিয়ে 30 জুন রাজ্যের সমস্ত পৌর সংস্থায় গেটের সামনে সভা করা হবে ৷

আরও পড়ুন : কলকাতা পৌরনিগমের নিকাশি বিভাগে শুরু হল ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম

অগস্ট মাসে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে সংগৃহিত স্বাক্ষর-সহ দাবিপত্র পেশ করা হবে । এদিন এই বিক্ষোভ সমাবেশে বামপন্থী পৌরকর্মীদের পাশাপাশি জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি শামিল ছিল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.