ETV Bharat / state

গাড়ির ধাক্কায় মা উড়ালপুল থেকে নিচে পড়ে মৃত 1 - পথ দুর্ঘটনা মা উড়ালপুলে

গাড়ির ধাক্কায় উড়ালপুল থেকে ছিটকে নিচে পড়ে মৃত 1 । পুলিশি তদন্ত শুরু হয়েছে ।

গাড়ির ধাক্কায় মা উড়ালপুল থেকে ছিটকে পড়ে আহত
গাড়ির ধাক্কায় মা উড়ালপুল থেকে ছিটকে পড়ে আহত
author img

By

Published : Feb 1, 2021, 6:20 PM IST

কলকাতা, 1 : ফের মা উড়ালপুলে দুর্ঘটনা । গাড়ির ধাক্কায় উড়ালপুল থেকে ছিটকে নিচে পড়ে মৃত্যু হল এক স্কুটি চালকের । মৃতের নাম অরিজিৎ মৈত্র(35) । বাড়ি সল্টলেকে ।

জানা গেছে, মা উড়ালপুলে স্কুটি থামিয়ে ফোনে কথা বলছিলেন অরিজিৎ । হঠাৎ পিছন থেকে একটি গাড়ি এসে সজোরে ধাক্কা দেয় । আর তাতেই তিনি উড়ালপুল থেকে ছিটকে নিচে পড়ে যান । মাথা ও হাতে গুরুতর আঘাত পান ।

আরও পড়ুন : চাপড়ায় পথ দুর্ঘটনায় মৃত 3

ঘটনাস্থানে কলকাতা পুলিশের সার্জেন্ট আসে । তাঁকে উদ্ধার করে সিএনএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয় । ঘাতক গাড়িটিকে পুলিশ আটক করেছে ।

এর আগে জানুয়ারি মাসে ভোর রাতে আরও একটি দুর্ঘটনা ঘটে মা উড়ালপুলে । উড়ালপুল থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট গাড়ি উলটে যায় । তাতে গাড়ি চালক ও 4 যাত্রী আহত হয়েছিলেন ।

কলকাতা, 1 : ফের মা উড়ালপুলে দুর্ঘটনা । গাড়ির ধাক্কায় উড়ালপুল থেকে ছিটকে নিচে পড়ে মৃত্যু হল এক স্কুটি চালকের । মৃতের নাম অরিজিৎ মৈত্র(35) । বাড়ি সল্টলেকে ।

জানা গেছে, মা উড়ালপুলে স্কুটি থামিয়ে ফোনে কথা বলছিলেন অরিজিৎ । হঠাৎ পিছন থেকে একটি গাড়ি এসে সজোরে ধাক্কা দেয় । আর তাতেই তিনি উড়ালপুল থেকে ছিটকে নিচে পড়ে যান । মাথা ও হাতে গুরুতর আঘাত পান ।

আরও পড়ুন : চাপড়ায় পথ দুর্ঘটনায় মৃত 3

ঘটনাস্থানে কলকাতা পুলিশের সার্জেন্ট আসে । তাঁকে উদ্ধার করে সিএনএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয় । ঘাতক গাড়িটিকে পুলিশ আটক করেছে ।

এর আগে জানুয়ারি মাসে ভোর রাতে আরও একটি দুর্ঘটনা ঘটে মা উড়ালপুলে । উড়ালপুল থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট গাড়ি উলটে যায় । তাতে গাড়ি চালক ও 4 যাত্রী আহত হয়েছিলেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.