ETV Bharat / state

Amit Shah: দশভুজার কাছে বাংলাকে দুর্নীতিমুক্ত করার আশীর্বাদপ্রার্থী শাহ, ‘রামমন্দিরের’ উদ্বোধনে অমিত-বার্তা - রামমন্দির

Amit Shah Inaugurates Kolkata Durga Puja: উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর থিম এবার রামমন্দির ৷ সোমবার সেই রামমন্দিরের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি জানালেন, মা দুর্গার কাছ থেকে বাংলাকে দুর্নীতিমুক্ত করার আশীর্বাদ চাইবেন ৷

Amit Shah
Amit Shah
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2023, 5:51 PM IST

Updated : Oct 16, 2023, 10:35 PM IST

রামমন্দির’ উদ্বোধনে অমিত-বার্তা

কলকাতা, 16 অক্টোবর: অযোধ্যা এখনও চলছে রামমন্দিরের নির্মাণ কাজ ৷ তার আগেই কলকাতায় ‘রামমন্দির’-এর উদ্বোধন হয়ে গেল ৷ উদ্বোধন করলেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ সোমবার উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজোর উদ্বোধনের মাধ্যমে দর্শনার্থীদের জন্য ‘রামমন্দির’-এর দরজা খুলে দিলেন তিনি ৷

তার আগে অবশ্য সংক্ষিপ্ত ভাষণে জানালেন, এবার তিনি বাংলায় রাজনীতি করতে আসেননি ৷ বরং এসেছেন মা দুর্গার আশীর্বাদ নিতে ৷ মা দুর্গার কাছ থেকে বাংলাকে দুর্নীতিমুক্ত করার আশীর্বাদ চাইবেন বলেও ঘুরিয়ে রাজনৈতিক বার্তাও দিয়ে রাখলেন বিজেপির এই শীর্ষ নেতা ৷

উল্লেখ্য, এবার উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর থিম রামমন্দির ৷ সোমবার বিকেলে সেই পুজোর উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ উদ্বোধনের আগে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ শুরুতেই বাংলার বাসিন্দাদের জন্য দুর্গাপুজোর শুভকামনা জানান তিনি ৷

তার পর অমিত শাহ বলেন, ‘‘সকালে গুজরাত থেকে বেরিয়ে ছত্তিশগড় হয়ে বাংলায় এসেছি দুর্গাপুজোর আশীর্বাদ পেতে ৷ এই ন’দিন দীপাবলির থেকে বড় উৎসব ৷ পুরো বাংলা মায়ের ভক্তিতে প্যান্ডেলে ভিড় জমায় ৷ পুরো দেশ মায়ের আরাধানা করে নানা রূপে ৷’’

এর পর তিনি রাজনীতির প্রসঙ্গ টানেন ৷ জানিয়ে দেন যে তিনি কোনও রাজনৈতিক বার্তা দিতে আসেননি ৷ তার পরও রাজনীতি চলে আসে তাঁর ভাষণে ৷ অমিত শাহ বলেন, ‘‘কোনও রাজনীতির কথা বলতে আসিনি ৷ পশ্চিমবঙ্গে আসব, রাজনীতির কথা বলব ৷ পরিবর্তন করার সবরকম চেষ্টা করব ৷’’

পাশাপাশি তিনি জানান, মা দুর্গার কাছে তিনি বাংলা ও দেশের মানুষের সুখ শান্তি সমৃদ্ধি প্রার্থনা করবেন ৷ এর পরই তাঁর কথায় রাজনৈতিক বার্তা শোনা যায় ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘বাংলার থেকে দুর্নীতি, অন্যায়, অত্যাচার দ্রুত শেষ হোক ৷ এই শক্তি মা দিন, এই প্রার্থনা করব ৷’’

সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর এবারের থিম যে রামমন্দির, সেই প্রসঙ্গও উঠে আসে অমিত শাহের ভাষণে ৷ তিনি বলেন, ‘‘অযোধ্যায় জানুয়ারিতে রামমন্দির তৈরির আগে উত্তর কলকাতার প্যান্ডেলে কলকাতাবাসী রামমন্দির তৈরি করে দিয়েছে ৷ এই প্যান্ডেল সারা বিশ্বে রামমন্দিরের মেসেজ ছড়িয়ে দিল ৷’’

এ দিন দুর্গাপুজোর এই উদ্বোধনী অনুষ্ঠানে অমিত শাহের সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা-সহ একাধিক নেতারা ৷

আরও পড়ুন: কলকাতায় ‘রামমন্দির’ উদ্বোধনে আসছেন অমিত শাহ !

রামমন্দির’ উদ্বোধনে অমিত-বার্তা

কলকাতা, 16 অক্টোবর: অযোধ্যা এখনও চলছে রামমন্দিরের নির্মাণ কাজ ৷ তার আগেই কলকাতায় ‘রামমন্দির’-এর উদ্বোধন হয়ে গেল ৷ উদ্বোধন করলেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ সোমবার উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজোর উদ্বোধনের মাধ্যমে দর্শনার্থীদের জন্য ‘রামমন্দির’-এর দরজা খুলে দিলেন তিনি ৷

তার আগে অবশ্য সংক্ষিপ্ত ভাষণে জানালেন, এবার তিনি বাংলায় রাজনীতি করতে আসেননি ৷ বরং এসেছেন মা দুর্গার আশীর্বাদ নিতে ৷ মা দুর্গার কাছ থেকে বাংলাকে দুর্নীতিমুক্ত করার আশীর্বাদ চাইবেন বলেও ঘুরিয়ে রাজনৈতিক বার্তাও দিয়ে রাখলেন বিজেপির এই শীর্ষ নেতা ৷

উল্লেখ্য, এবার উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর থিম রামমন্দির ৷ সোমবার বিকেলে সেই পুজোর উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ উদ্বোধনের আগে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ শুরুতেই বাংলার বাসিন্দাদের জন্য দুর্গাপুজোর শুভকামনা জানান তিনি ৷

তার পর অমিত শাহ বলেন, ‘‘সকালে গুজরাত থেকে বেরিয়ে ছত্তিশগড় হয়ে বাংলায় এসেছি দুর্গাপুজোর আশীর্বাদ পেতে ৷ এই ন’দিন দীপাবলির থেকে বড় উৎসব ৷ পুরো বাংলা মায়ের ভক্তিতে প্যান্ডেলে ভিড় জমায় ৷ পুরো দেশ মায়ের আরাধানা করে নানা রূপে ৷’’

এর পর তিনি রাজনীতির প্রসঙ্গ টানেন ৷ জানিয়ে দেন যে তিনি কোনও রাজনৈতিক বার্তা দিতে আসেননি ৷ তার পরও রাজনীতি চলে আসে তাঁর ভাষণে ৷ অমিত শাহ বলেন, ‘‘কোনও রাজনীতির কথা বলতে আসিনি ৷ পশ্চিমবঙ্গে আসব, রাজনীতির কথা বলব ৷ পরিবর্তন করার সবরকম চেষ্টা করব ৷’’

পাশাপাশি তিনি জানান, মা দুর্গার কাছে তিনি বাংলা ও দেশের মানুষের সুখ শান্তি সমৃদ্ধি প্রার্থনা করবেন ৷ এর পরই তাঁর কথায় রাজনৈতিক বার্তা শোনা যায় ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘বাংলার থেকে দুর্নীতি, অন্যায়, অত্যাচার দ্রুত শেষ হোক ৷ এই শক্তি মা দিন, এই প্রার্থনা করব ৷’’

সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর এবারের থিম যে রামমন্দির, সেই প্রসঙ্গও উঠে আসে অমিত শাহের ভাষণে ৷ তিনি বলেন, ‘‘অযোধ্যায় জানুয়ারিতে রামমন্দির তৈরির আগে উত্তর কলকাতার প্যান্ডেলে কলকাতাবাসী রামমন্দির তৈরি করে দিয়েছে ৷ এই প্যান্ডেল সারা বিশ্বে রামমন্দিরের মেসেজ ছড়িয়ে দিল ৷’’

এ দিন দুর্গাপুজোর এই উদ্বোধনী অনুষ্ঠানে অমিত শাহের সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা-সহ একাধিক নেতারা ৷

আরও পড়ুন: কলকাতায় ‘রামমন্দির’ উদ্বোধনে আসছেন অমিত শাহ !

Last Updated : Oct 16, 2023, 10:35 PM IST

For All Latest Updates

TAGGED:

Amit ShahBJP
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.