কলকাতা, 31 অগাস্ট : GST নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্যের পালটা দিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র । GST পরিষদে নির্মলা সীতারমন জানিয়েছিলেন, কোরোনার কারণে রাজ্যগুলোকে বকেয়া কেন্দ্রের পক্ষে দেওয়া সম্ভব নয় ৷ ঋণ নিতে পারে রাজ্য সরকার । আসলে এটা কোরোনার কারণে ভগবানের মার । এর পালটা দিয়ে অমিত মিত্র বলেন, "ভগবানের মার নয় । এটা প্রবঞ্চকের মার ।"
GST নিয়ে গতকাল অনলাইনে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র । কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি । অমিত মিত্র বলেন, " GST - র ক্ষতিপূরণ না মিটিয়ে যেভাবে রাজ্যকে ধার করতে বলা হচ্ছে তাতে ভেঙে পড়বে যুক্তরাষ্ট্রীয় কাঠামো । কেন্দ্রীয় সরকার চাইছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে কেন্দ্রীয়করণের পথে হাঁটতে । " রাজ্যের অর্থমন্ত্রী সাফ জানিয়ে দেন, GST নিয়ে কেন্দ্রের প্রস্তাব কোনওভাবেই মানবে না রাজ্য ।
GST পরিষদে নির্মলা সীতারমন জানিয়েছিলেন, "কোরোনা পরিস্থিতির কারণে চলতি অর্থবর্ষে রাজ্যগুলি থেকে আয় কমবে প্রায় 3 লাখ কোটি টাকা । রাজ্যকে বকেয়া মেটানো সম্ভব না কেন্দ্রের । প্রয়োজনে রাজ্য সরকার ঋণ নিতে পারে কেন্দ্রের কাছ থেকে । " এবিষয়য়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছিলেন, "কোরোনার কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার । এটি ভগবানের মার ।"