ETV Bharat / state

Amit Mitra: জমি অধিগ্রহণের সমস্যা নেই ! বাংলায় বিনিয়োগের বার্তা অমিতের

দিল্লিতে বণিকসভার বৈঠকে বাংলায় বিনিয়োগের কথা বললেন অমিত মিত্র ৷ তাঁর কথায়, জমি অধিগ্রহণ নিয়ে এই মুহূর্তে কোনও সমস্যা নেই রাজ্যে। আর তাই শিল্প মহলের এগিয়ে এসে রাজ্যে বিনিয়োগ করা উচিত।

Etv Bharat
অর্থমন্ত্রী অমিত মিত্র
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 9:35 AM IST

নয়াদিল্লি ও কলকাতা, 23 অগস্ট: রাজ্যে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে 21 এবং 22 নভেম্বর । তারই প্রস্তুতি হিসেবে মঙ্গলবার দিল্লিতে বণিকসভাগুলির সঙ্গে বৈঠক করলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতরের আধিকারিকরা। ছিলেন রাজ্যের প্রাক্তন অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র।সেখানে বিভিন্ন বণিকসভার সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রায় 40টি দেশের প্রতিনিধিরা। সেখানে রাজ্যের শিল্প-সম্ভাবনার কথা তুলে ধরা হল। পাশাপাশি বলা হয়েছে, জমি অধিগ্রহণের প্রশ্নে রাজ্যে এখন কোনও সমস্যা নেই।

রাজ্যের শিল্প ও বাণিজ্য বিষয়ক অগ্রগতিকে তুলে ধরতে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও অতিথিদের দেখানো হয়। একইসঙ্গে বাংলাকে নিয়ে একটি তথ্যচিত্র তাঁদের দেখানো হয়। বাংলায় বিনিয়োগ করলে কী ধরনের সুযোগ-সুবিধা পাওয়া যায় তা তুলে ধরা হয়। গত এক দশকে রাজ্যের পরিকাঠামো কতটা ভালো হয়েছে তারও সবিস্তার উল্লেখ ছিল তথ্যচিত্রে। সভায় বিভিন্ন দেশ থেকে আগত অতিথিরাও নিজেদের বক্তব্য তুলে ধরেন।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র বলেন, " শিল্পপতিদের আগ্রহের কেন্দ্র হতে চলেছে পশ্চিমবঙ্গ।" তিনি মনে করেন, আগামিদিনে বহু শিল্পপতি পশ্চিমবঙ্গের বিনিয়োগে আগ্রহ দেখাবেন । তালিকায় এমন শিল্পও রয়েছে যেগুলি অতীতে পশ্চিমবঙ্গে হয়নি। তাঁর অনুমানস, রাজ্যে খনি শিল্পে বিনিয়োগের আগ্রহ আগামিদিনে বাড়বে। ক্ষুদ্র, মাঝারি এবং কুটির শিল্পের একাধিক রেলের প্রকল্প তথ্যপ্রযুক্তির একাধিক প্রকল্পও পাইপলাইনে রয়েছে। কল্যাণীতে গোটা দেশে সবচেয়ে বৃহৎ লজিস্টিক হাব তৈরি হতে চলেছে। ইতিমধ্যেই এই লজিস্টিক হাবের কাজও শুরু হয়েছে ।

অমিত জানান, রাজ্যের জিডিপি 17 লক্ষ কোটি টাকা ধার্য হয়েছে। গত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে 3.4 লক্ষ কোটি টাকার প্রস্তাব এসেছিল। রাজ্যে এই মুহূর্তে শিল্পবান্ধব পরিবেশ রয়েছে। সরকার শিল্পপতিদের জন্য বেশ কিছু সুযোগ-সুবিধা দিচ্ছে । রাজ্যের লক্ষ্য আরও বেশি করে কর্মসংস্থান তৈরি করা। পশ্চিমবঙ্গ এই মুহূর্তে চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে চলেছে। পাশাপাশি, জমি অধিগ্রহণ নিয়ে কোনও সমস্যা নেই। কাজেই তাঁর আহ্বান, শিল্প মহল এগিয়ে আসুক । আগামী দিনের শিল্পের ডেস্টিনেশন হতে চলেছে বাংলা ।

এবার দিল্লিতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রকের অন্যতম ওএসডি সি রাজশেখর। এছাড়া ইউরোপিয়ান ইউনিয়নের 10টি দেশ, পূর্ব ইউরোপের 8টি দেশ, সৌদি আরব, কলম্বিয়া, উজবেকিস্তান, কাজাখস্তান, এশিয়ান গোষ্ঠীর প্রায় সব দেশ, কেনিয়া-সহ আফ্রিকার বেশ কিছু দেশের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন বৈঠকে।

আরও পড়ুন : 'যানজটে ভিআইপি রোড আটকে গেলে তোমাকেও ব্লক করব', মন্ত্রী সুজিতকে কড়া বার্তা মমতার

নয়াদিল্লি ও কলকাতা, 23 অগস্ট: রাজ্যে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে 21 এবং 22 নভেম্বর । তারই প্রস্তুতি হিসেবে মঙ্গলবার দিল্লিতে বণিকসভাগুলির সঙ্গে বৈঠক করলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতরের আধিকারিকরা। ছিলেন রাজ্যের প্রাক্তন অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র।সেখানে বিভিন্ন বণিকসভার সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রায় 40টি দেশের প্রতিনিধিরা। সেখানে রাজ্যের শিল্প-সম্ভাবনার কথা তুলে ধরা হল। পাশাপাশি বলা হয়েছে, জমি অধিগ্রহণের প্রশ্নে রাজ্যে এখন কোনও সমস্যা নেই।

রাজ্যের শিল্প ও বাণিজ্য বিষয়ক অগ্রগতিকে তুলে ধরতে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও অতিথিদের দেখানো হয়। একইসঙ্গে বাংলাকে নিয়ে একটি তথ্যচিত্র তাঁদের দেখানো হয়। বাংলায় বিনিয়োগ করলে কী ধরনের সুযোগ-সুবিধা পাওয়া যায় তা তুলে ধরা হয়। গত এক দশকে রাজ্যের পরিকাঠামো কতটা ভালো হয়েছে তারও সবিস্তার উল্লেখ ছিল তথ্যচিত্রে। সভায় বিভিন্ন দেশ থেকে আগত অতিথিরাও নিজেদের বক্তব্য তুলে ধরেন।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র বলেন, " শিল্পপতিদের আগ্রহের কেন্দ্র হতে চলেছে পশ্চিমবঙ্গ।" তিনি মনে করেন, আগামিদিনে বহু শিল্পপতি পশ্চিমবঙ্গের বিনিয়োগে আগ্রহ দেখাবেন । তালিকায় এমন শিল্পও রয়েছে যেগুলি অতীতে পশ্চিমবঙ্গে হয়নি। তাঁর অনুমানস, রাজ্যে খনি শিল্পে বিনিয়োগের আগ্রহ আগামিদিনে বাড়বে। ক্ষুদ্র, মাঝারি এবং কুটির শিল্পের একাধিক রেলের প্রকল্প তথ্যপ্রযুক্তির একাধিক প্রকল্পও পাইপলাইনে রয়েছে। কল্যাণীতে গোটা দেশে সবচেয়ে বৃহৎ লজিস্টিক হাব তৈরি হতে চলেছে। ইতিমধ্যেই এই লজিস্টিক হাবের কাজও শুরু হয়েছে ।

অমিত জানান, রাজ্যের জিডিপি 17 লক্ষ কোটি টাকা ধার্য হয়েছে। গত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে 3.4 লক্ষ কোটি টাকার প্রস্তাব এসেছিল। রাজ্যে এই মুহূর্তে শিল্পবান্ধব পরিবেশ রয়েছে। সরকার শিল্পপতিদের জন্য বেশ কিছু সুযোগ-সুবিধা দিচ্ছে । রাজ্যের লক্ষ্য আরও বেশি করে কর্মসংস্থান তৈরি করা। পশ্চিমবঙ্গ এই মুহূর্তে চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে চলেছে। পাশাপাশি, জমি অধিগ্রহণ নিয়ে কোনও সমস্যা নেই। কাজেই তাঁর আহ্বান, শিল্প মহল এগিয়ে আসুক । আগামী দিনের শিল্পের ডেস্টিনেশন হতে চলেছে বাংলা ।

এবার দিল্লিতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রকের অন্যতম ওএসডি সি রাজশেখর। এছাড়া ইউরোপিয়ান ইউনিয়নের 10টি দেশ, পূর্ব ইউরোপের 8টি দেশ, সৌদি আরব, কলম্বিয়া, উজবেকিস্তান, কাজাখস্তান, এশিয়ান গোষ্ঠীর প্রায় সব দেশ, কেনিয়া-সহ আফ্রিকার বেশ কিছু দেশের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন বৈঠকে।

আরও পড়ুন : 'যানজটে ভিআইপি রোড আটকে গেলে তোমাকেও ব্লক করব', মন্ত্রী সুজিতকে কড়া বার্তা মমতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.