ETV Bharat / state

India vs Bharat Row: দেশের নাম বদলের জল্পনার মধ্যে প্রশ্ন উঠছে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের প্রস্তাব কেন উপেক্ষিত? - তৃণমূল

West Bengal Name Change Proposal: মঙ্গলবার আচমকাই জল্পনাই চলে এসেছে দেশের নাম বদলের প্রসঙ্গ ৷ কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার ইন্ডিয়া থেকে বদলে ভারত ৷ এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, তাহলে পশ্চিমবঙ্গের নাম বদলের প্রস্তাব কেন গত ছ’বছর ধরে ঝুলিয়ে রেখেছে কেন্দ্রীয় সরকার ৷

India Map
ভারতের ম্যাপ
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 6:06 PM IST

Updated : Sep 6, 2023, 6:45 PM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর: 2018 সালের জুলাই মাসে রাজ্যের নাম বদল সংক্রান্ত প্রস্তাব রাজ্য বিধানসভায় পাশ হয় । এরপর পশ্চিমবঙ্গের নাম বদলে বাংলা করার প্রস্তাব পাঠানো হয় কেন্দ্রীয় সরকারের কাছে । এরপর প্রায় ছয় বছরের বেশি সময় অতিবাহিত হয়েছে । কিন্তু এখনও পর্যন্ত রাজ্যের নাম বদল নিয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি কেন্দ্রীয় সরকার । ফলে পুরো বিষয়টি ঝুলে রয়েছে কেন্দ্রের ঘরে ।

এই মুহূর্তে দেশে জোরদার আলোচনা নাম বদলকে কেন্দ্র করে । সংবিধানে লেখা 'ইন্ডিয়া দ্যাট ইজ ভারত' থেকে বদলে দেশের নাম শুধু ভারত হবে কি না, তা নিয়ে চর্চা চলছে রাজনৈতিক মহলে । ঠিক সেই সময় বাংলার রাজনীতি, সংস্কৃতি ও সাহিত্যের আঙিনায় থাকা মানুষজনের আলোচনায় ফিরে ফিরে আসছে অবশ্যই দীর্ঘদিন ধরে কেন্দ্রের ঘরে পড়ে থাকা রাজ্যের নাম বদল না হওয়ার প্রসঙ্গটি । রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন তুলছেন, যখন দেশের নাম বদল নিয়ে আলোচনা করা হচ্ছে, তখন কেন উপেক্ষা করা হচ্ছে পশ্চিমবঙ্গের নাম বদলের প্রস্তাব !

এই নিয়ে বিশিষ্ট শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ী দ্ব্যর্থহীন ভাষায় বাংলা নাম বদল নিয়ে কেন্দ্রের গরিমসি নিয়ে সরব হয়েছেন । তিনি বলেন, ‘‘দেশের নাম কেন্দ্রীয় সরকার ইন্ডিয়া ত্যাগ করে শুধু ভারত করতে চাইছে । প্রথমত, সেটা একটা ভুল পদক্ষেপ । ভুল পদক্ষেপ এই কারণেই ইন্ডিয়া নাম যদি পরিবর্তন করা হয়, এই নামটি কোথা থেকে এসেছে তা দেখতে হবে । যেখান থেকে এসেছে ইন্ডিয়া নাম তা যদি পরিবর্তন করা হয়, তাহলে হিন্দু নামটাও বদল করার প্রয়োজন রয়েছে ।’’

তিনি আরও বলেন, ‘‘ইতিহাস বলছে বেরিয়াস কিলি যখন সিন্ধু দখল করে সেখানকার মানুষদের নাম দিয়েছিলেন হিন্দু । গ্রিক কালচারে 'স' হয় 'হ' । একইভাবে ইরানিয়ানরা আবার 'স'কে বলে 'ই' । সেখান থেকেই সিন্ধু থেকে এসেছে হিন্দু । আর সিন্ধু থেকে এসেছে ইন্ডিয়া ।’’ তাই নৃসিংহ প্রসাদ ভাদুড়ীর মতে, এক্ষেত্রে ইন্ডিয়া যদি চেঞ্জ করতে হয়, তাহলে হিন্দু নামটাও পরিবর্তন করা উচিত ।

আরও পড়ুন: মোদি সরকারের 'ইন্ডিয়া' অ্যালার্জি, দেশের নাম বদল নিয়ে সরব মমতা

এদিন বাংলার নাম বদল নিয়ে সরব হয়েছেন তিনি । তাঁর কথায়, নাম বদলের হিড়িক পড়েছে । এই অবস্থায় ওদের ভাবা উচিত রাজ্যের নাম বদলের জন্য বহুকাল আগে থেকে চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এক্ষেত্রে মুখ্যমন্ত্রী সরাসরি কেন্দ্রের সঙ্গে দরবারও করেছেন । তাঁর অভিযোগ, দেশের নাম বদলের চেষ্টা করলেও বাংলার নাম বদলের প্রস্তাব গেলেও তা পরিবর্তন করা হচ্ছে না ।

এদিকে অপর শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায় মনে করছেন কেন্দ্রীয় সরকারের রাজ্য বিধানসভায় পাস করে পাঠানোর পর বাংলার নাম বদলের প্রস্তাব মঞ্জুরী দিতে না চাইলে, তা ফিরিয়ে দেওয়া উচিত ছিল । তিনি এও বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর যুক্তি অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল থেকে রাজ্যের নাম বাংলা করার পেছনে যুক্তি রয়েছে । যদিও তা নিয়ে আরও বিস্তৃত আলোচনার অবকাশ রয়েছে । রাজ্য সরকার চাইলে বাংলার মানুষের মতামত জানতে পারতেন । কিন্তু রাজ্য সরকার যখন বিধানসভায় পাশ করিয়ে কোন প্রস্তাব পাঠিয়েছে, তা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে কেন্দ্রীয় সরকারের ।’’

একই সঙ্গে তিনিও বলেছেন, ‘‘রাজনৈতিক মহলে ইন্ডিয়া ও ভারত নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা অমূলক । কারণ সংবিধানের এক নম্বর ধারায় স্পষ্ট ভাবে বলা আছে দেশের নাম 'ইন্ডিয়া দ্যাট ইজ ভারত' এক্ষেত্রে যদি রাষ্ট্রপতির নামের পাশে প্রেসিডেন্ট অফ ভারত লেখা হয় তা সংবিধান সম্মত নয়, একথা বলা যায় না ।’’

আরও পড়ুন: 'সংবিধান বলছে যা ইন্ডিয়া, তাই ভারত', মন্তব্য বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের

এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র তাপস রায় বলেন, ‘‘আসলে ইন্ডিয়া নামের মধ্যে পরাজয়ের ভূত দেখতে পাচ্ছে বিজেপি ৷ সেই ভয় থেকেই দেশের নাম বদল করতে চাইছে কেন্দ্রের শাসক দল ।’’ একই সঙ্গে রাজ্যের নাম বদল নিয়ে দীর্ঘসূত্রিতা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘গত 9 বছর ধরে ভারতবর্ষে কোনও কিছুই সাংবিধানিক দৃষ্টিভঙ্গিতে হচ্ছে না । আর তার ফল ভোগ করতে হচ্ছে রাজ্যকে । বাংলার নাম বদলে সায় না দেওয়াটা তারই একটা অংশ ৷’’

এদিকে বিজেপি নেতা রাহুল সিনহা অবশ্য বাংলার নামে মঞ্জুরী না দেওয়ার মধ্যে কোনও অস্বাভাবিক কিছু দেখছেন না । বরং তিনি মনে করছেন, পশ্চিমবঙ্গের নাম বদল করে বাংলা করা হলে ইতিহাস বদল করা হতো । এক্ষেত্রে বাংলার নাম বদলের পেছনে কেন্দ্রের সায় না দেওয়া যথার্থ বলছেন তিনি । রাহুল সিনহার ভাষায়, ‘‘পশ্চিমবঙ্গ নামটির সঙ্গে একই সঙ্গে জড়িয়ে রয়েছে দুই বঙ্গের ইতিহাস । এখানে কোনোভাবেই পশ্চিমবঙ্গ নাম বদলে সেই ইতিহাসকে বদল করা যায় না ।’’

কলকাতা, 6 সেপ্টেম্বর: 2018 সালের জুলাই মাসে রাজ্যের নাম বদল সংক্রান্ত প্রস্তাব রাজ্য বিধানসভায় পাশ হয় । এরপর পশ্চিমবঙ্গের নাম বদলে বাংলা করার প্রস্তাব পাঠানো হয় কেন্দ্রীয় সরকারের কাছে । এরপর প্রায় ছয় বছরের বেশি সময় অতিবাহিত হয়েছে । কিন্তু এখনও পর্যন্ত রাজ্যের নাম বদল নিয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি কেন্দ্রীয় সরকার । ফলে পুরো বিষয়টি ঝুলে রয়েছে কেন্দ্রের ঘরে ।

এই মুহূর্তে দেশে জোরদার আলোচনা নাম বদলকে কেন্দ্র করে । সংবিধানে লেখা 'ইন্ডিয়া দ্যাট ইজ ভারত' থেকে বদলে দেশের নাম শুধু ভারত হবে কি না, তা নিয়ে চর্চা চলছে রাজনৈতিক মহলে । ঠিক সেই সময় বাংলার রাজনীতি, সংস্কৃতি ও সাহিত্যের আঙিনায় থাকা মানুষজনের আলোচনায় ফিরে ফিরে আসছে অবশ্যই দীর্ঘদিন ধরে কেন্দ্রের ঘরে পড়ে থাকা রাজ্যের নাম বদল না হওয়ার প্রসঙ্গটি । রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন তুলছেন, যখন দেশের নাম বদল নিয়ে আলোচনা করা হচ্ছে, তখন কেন উপেক্ষা করা হচ্ছে পশ্চিমবঙ্গের নাম বদলের প্রস্তাব !

এই নিয়ে বিশিষ্ট শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ী দ্ব্যর্থহীন ভাষায় বাংলা নাম বদল নিয়ে কেন্দ্রের গরিমসি নিয়ে সরব হয়েছেন । তিনি বলেন, ‘‘দেশের নাম কেন্দ্রীয় সরকার ইন্ডিয়া ত্যাগ করে শুধু ভারত করতে চাইছে । প্রথমত, সেটা একটা ভুল পদক্ষেপ । ভুল পদক্ষেপ এই কারণেই ইন্ডিয়া নাম যদি পরিবর্তন করা হয়, এই নামটি কোথা থেকে এসেছে তা দেখতে হবে । যেখান থেকে এসেছে ইন্ডিয়া নাম তা যদি পরিবর্তন করা হয়, তাহলে হিন্দু নামটাও বদল করার প্রয়োজন রয়েছে ।’’

তিনি আরও বলেন, ‘‘ইতিহাস বলছে বেরিয়াস কিলি যখন সিন্ধু দখল করে সেখানকার মানুষদের নাম দিয়েছিলেন হিন্দু । গ্রিক কালচারে 'স' হয় 'হ' । একইভাবে ইরানিয়ানরা আবার 'স'কে বলে 'ই' । সেখান থেকেই সিন্ধু থেকে এসেছে হিন্দু । আর সিন্ধু থেকে এসেছে ইন্ডিয়া ।’’ তাই নৃসিংহ প্রসাদ ভাদুড়ীর মতে, এক্ষেত্রে ইন্ডিয়া যদি চেঞ্জ করতে হয়, তাহলে হিন্দু নামটাও পরিবর্তন করা উচিত ।

আরও পড়ুন: মোদি সরকারের 'ইন্ডিয়া' অ্যালার্জি, দেশের নাম বদল নিয়ে সরব মমতা

এদিন বাংলার নাম বদল নিয়ে সরব হয়েছেন তিনি । তাঁর কথায়, নাম বদলের হিড়িক পড়েছে । এই অবস্থায় ওদের ভাবা উচিত রাজ্যের নাম বদলের জন্য বহুকাল আগে থেকে চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এক্ষেত্রে মুখ্যমন্ত্রী সরাসরি কেন্দ্রের সঙ্গে দরবারও করেছেন । তাঁর অভিযোগ, দেশের নাম বদলের চেষ্টা করলেও বাংলার নাম বদলের প্রস্তাব গেলেও তা পরিবর্তন করা হচ্ছে না ।

এদিকে অপর শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায় মনে করছেন কেন্দ্রীয় সরকারের রাজ্য বিধানসভায় পাস করে পাঠানোর পর বাংলার নাম বদলের প্রস্তাব মঞ্জুরী দিতে না চাইলে, তা ফিরিয়ে দেওয়া উচিত ছিল । তিনি এও বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর যুক্তি অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল থেকে রাজ্যের নাম বাংলা করার পেছনে যুক্তি রয়েছে । যদিও তা নিয়ে আরও বিস্তৃত আলোচনার অবকাশ রয়েছে । রাজ্য সরকার চাইলে বাংলার মানুষের মতামত জানতে পারতেন । কিন্তু রাজ্য সরকার যখন বিধানসভায় পাশ করিয়ে কোন প্রস্তাব পাঠিয়েছে, তা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে কেন্দ্রীয় সরকারের ।’’

একই সঙ্গে তিনিও বলেছেন, ‘‘রাজনৈতিক মহলে ইন্ডিয়া ও ভারত নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা অমূলক । কারণ সংবিধানের এক নম্বর ধারায় স্পষ্ট ভাবে বলা আছে দেশের নাম 'ইন্ডিয়া দ্যাট ইজ ভারত' এক্ষেত্রে যদি রাষ্ট্রপতির নামের পাশে প্রেসিডেন্ট অফ ভারত লেখা হয় তা সংবিধান সম্মত নয়, একথা বলা যায় না ।’’

আরও পড়ুন: 'সংবিধান বলছে যা ইন্ডিয়া, তাই ভারত', মন্তব্য বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের

এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র তাপস রায় বলেন, ‘‘আসলে ইন্ডিয়া নামের মধ্যে পরাজয়ের ভূত দেখতে পাচ্ছে বিজেপি ৷ সেই ভয় থেকেই দেশের নাম বদল করতে চাইছে কেন্দ্রের শাসক দল ।’’ একই সঙ্গে রাজ্যের নাম বদল নিয়ে দীর্ঘসূত্রিতা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘গত 9 বছর ধরে ভারতবর্ষে কোনও কিছুই সাংবিধানিক দৃষ্টিভঙ্গিতে হচ্ছে না । আর তার ফল ভোগ করতে হচ্ছে রাজ্যকে । বাংলার নাম বদলে সায় না দেওয়াটা তারই একটা অংশ ৷’’

এদিকে বিজেপি নেতা রাহুল সিনহা অবশ্য বাংলার নামে মঞ্জুরী না দেওয়ার মধ্যে কোনও অস্বাভাবিক কিছু দেখছেন না । বরং তিনি মনে করছেন, পশ্চিমবঙ্গের নাম বদল করে বাংলা করা হলে ইতিহাস বদল করা হতো । এক্ষেত্রে বাংলার নাম বদলের পেছনে কেন্দ্রের সায় না দেওয়া যথার্থ বলছেন তিনি । রাহুল সিনহার ভাষায়, ‘‘পশ্চিমবঙ্গ নামটির সঙ্গে একই সঙ্গে জড়িয়ে রয়েছে দুই বঙ্গের ইতিহাস । এখানে কোনোভাবেই পশ্চিমবঙ্গ নাম বদলে সেই ইতিহাসকে বদল করা যায় না ।’’

Last Updated : Sep 6, 2023, 6:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.