ETV Bharat / state

সুখবর! বাড়ল রাজ্য বিদ্যুৎ দপ্তরের অধীন সংস্থার কর্মীদের মহার্ঘ ভাতা - রাজ্য বিদ্যুৎ দপ্তর

বাড়ল রাজ্য বিদ্যুৎ দপ্তরের অধীন সংস্থার কর্মীদের মহার্ঘ ভাতা । এই খবরে কর্মীদের মধ্যে খুশির হাওয়া ।

প্রতীকী ছবি
author img

By

Published : Jul 23, 2019, 9:54 PM IST

কলকাতা, 23 জুলাই : মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারের কর্মীদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে । এখনও পর্যন্ত পে কমিশনের সুপারিশ জমা পড়েনি নবান্নে । তা নিয়ে ক্ষোভ রয়েছে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে । বেতন বৃদ্ধির দাবিতে সল্টলেকে অনশন চালাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা । অনশন মঞ্চের ঢিল ছোঁড়া দূরত্বে রাজ্য বিদ্যুৎ দপ্তর । সেখানকার কর্মীদের জন্য এবার সুখবর শোনালো রাজ্য সরকার । বাড়ানো হল রাজ্য বিদ্যুৎ দপ্তরের অধীন সংস্থার কর্মীদের মহার্ঘ ভাতা । এই খবরে কর্মীদের মধ্যে খুশির হাওয়া ।

আজ রাজ্য সরকারের তরফে নোটিফিকেশন জারি করে জানিয়ে দেওয়া হয়, রাজ্য বিদ্যুৎ দপ্তরের অধীন সংস্থার কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানো হচ্ছে । বৃদ্ধির পরিমাণ 10% । রাজ্য সরকারের অধীনস্থ বিদ্যুৎ বণ্টন, উৎপাদন সংস্থার কর্মীদের জন্য বাড়ানো হল এই মহার্ঘ ভাতা । ওই তিন সংস্থায় এই মুহূর্তে কর্মী রয়েছেন প্রায় 19 হাজার 600 জন । রাজ্যের ঘোষণায় তারা খুশি ।

বিদ্যুৎ দপ্তরের কর্মীদের এই ভাতা বৃদ্ধির জন্য অনুমতি দেওয়ায় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । চলতি মাসের প্রথম অর্থাৎ 1 জুলাই থেকে এই ভাতা কর্মীরা পাবেন বলে জানান বিদ্যুৎমন্ত্রী ।

কলকাতা, 23 জুলাই : মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারের কর্মীদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে । এখনও পর্যন্ত পে কমিশনের সুপারিশ জমা পড়েনি নবান্নে । তা নিয়ে ক্ষোভ রয়েছে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে । বেতন বৃদ্ধির দাবিতে সল্টলেকে অনশন চালাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা । অনশন মঞ্চের ঢিল ছোঁড়া দূরত্বে রাজ্য বিদ্যুৎ দপ্তর । সেখানকার কর্মীদের জন্য এবার সুখবর শোনালো রাজ্য সরকার । বাড়ানো হল রাজ্য বিদ্যুৎ দপ্তরের অধীন সংস্থার কর্মীদের মহার্ঘ ভাতা । এই খবরে কর্মীদের মধ্যে খুশির হাওয়া ।

আজ রাজ্য সরকারের তরফে নোটিফিকেশন জারি করে জানিয়ে দেওয়া হয়, রাজ্য বিদ্যুৎ দপ্তরের অধীন সংস্থার কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানো হচ্ছে । বৃদ্ধির পরিমাণ 10% । রাজ্য সরকারের অধীনস্থ বিদ্যুৎ বণ্টন, উৎপাদন সংস্থার কর্মীদের জন্য বাড়ানো হল এই মহার্ঘ ভাতা । ওই তিন সংস্থায় এই মুহূর্তে কর্মী রয়েছেন প্রায় 19 হাজার 600 জন । রাজ্যের ঘোষণায় তারা খুশি ।

বিদ্যুৎ দপ্তরের কর্মীদের এই ভাতা বৃদ্ধির জন্য অনুমতি দেওয়ায় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । চলতি মাসের প্রথম অর্থাৎ 1 জুলাই থেকে এই ভাতা কর্মীরা পাবেন বলে জানান বিদ্যুৎমন্ত্রী ।

Intro:কলকাতা, ২৩ জুলাই: মহার্ঘ্য ভাতা নিয়ে রাজ্য সরকারের কর্মীদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে। এখনো পর্যন্ত পে কমিশনের সুপারিশ জমা পড়েনি নবান্নে। তানিয় খুব রয়েছে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে। বেতন বৃদ্ধির দাবিতে সল্টলেকে অনশন চালাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা। অনশন মঞ্চে ঢিল ছোঁড়া দূরত্বে রাজ্য বিদ্যুৎ দপ্তর। সেখানকার কর্মীদের জন্য এবার সুখবর শোনালো রাজ্য সরকার। বাড়ানো হলো রাজ্য বিদ্যুৎ দপ্তরের অধীন সংস্থার কর্মীদের মহার্ঘ্য ভাতা। এই খবরে কর্মীদের মধ্যে খুশির হাওয়া।Body:আজ রাজ্য সরকারের তরফে নোটিফিকেশন জারি করে জানিয়ে দেওয়া হয়, রাজ্য বিদ্যুৎ দপ্তরের অধীন সংস্থার কর্মীদের মহার্ঘ্য ভাতা বাড়িনো হচ্ছে। বৃদ্ধির পরিমাণ 10%। রাজ্য সরকারের অধীনস্থ বিদ্যুৎ বণ্টন, উৎপাদন ও সংবহন সংস্থার কর্মীদের বাড়ানো হলো এই মহার্ঘ্য ভাতা। ওই তিন সংস্থায় এই মুহূর্তে কর্মী রয়েছেন প্রায় ১৯,৬০০। রাজ্যের ঘোষণায় তারা খুশি।
Conclusion:বিদ্যুৎ দপ্তরের কর্মীদের এই ভাতা বৃদ্ধির জন্য অনুমতি দেওয়ায় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। চলতি মাসের প্রথম , অর্থাৎ ১ জুলাই থেকে এই ভাতা কর্মীরা পাবেন বলে বিদ্যুৎ মন্ত্রী জানান।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.