ETV Bharat / state

অবহেলার অভিযোগ; চিকিৎসককে নিগ্রহ, নার্সিংহোম ভাঙচুর

author img

By

Published : Oct 12, 2020, 12:14 PM IST

উত্তর বেহালার একটি নার্সিংহোমে এক রোগীর চিকিৎসার অবহেলার অভিযোগ তোলে রোগীর পরিবারের লোক । তা নিয়ে হাসপাতালের কর্মী ও পরিজনদের মধ্যে বচসা শুরু হয় । দুই পক্ষই মারধরের অভিযোগ তোলে । এরপর বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানায় রোগীর পরিবারের লোক । যার জেরে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠে । এরপরে তারা নার্সিংহোমে ঢুকে ভাঙচুর করে ।

Kolkata
চিকিৎসকের গাড়ি ভাঙচুর

কলকাতা, 12 অক্টোবর : চিকিৎসায় অবহেলার অভিযোগ । আর, এই অভিযোগকে কেন্দ্র করে রোগীর ক্ষুব্ধ পরিজন এবং একটি বেসরকারি হাসপাতালের কর্মীদের মধ্যে মারধরের অভিযোগ উঠল । দুই পক্ষের তরফ থেকে অভিযোগ ওঠে । এই ঘটনায় এক চিকিৎসককে নিগ্রহ করা হয় । এবং অন্য এক চিকিৎসকের গাড়ি ভাঙচুরের পাশাপাশি ওই নার্সিংহোমও ভাঙচুর করা হয় বলে অভিযোগ । দুই পক্ষ পুলিশে অভিযোগ দায়ের করেছে । এদিকে, ঘটনায় সম্প্রতি রাজ‍্যে চালু হওয়া সিঙ্গেল উইন্ডো ভায়োলেন্স রিড্রেসাল সেল-এ অভিযোগ জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম ।


নার্সিংহোমটি উত্তর বেহালায় অবস্থিত । শ্বাসকষ্ট-সহ অন্য কিছু সমস্যার কারণে ডায়মন্ড হারবার অঞ্চলের বাসিন্দা 76 বছর বয়সি এক প্রৌঢ়কে গত শনিবার এই নার্সিংহোমে ভরতি করানো হয় । পরিজনদের অভিযোগ, ভরতি করানোর সময় রোগীকে ক্যাথিটার পরানো ছিল । রবিবার নার্সিংহোমে এসে পরিবারের লোক দেখেন ওই ক্যাথিটার খুলে গিয়েছে । এরপরে পরিজনরা রোগীর এই অবস্থার কারণ নার্সিংহোমের কাছে জানতে চায় । অভিযোগ , এই জানতে চাওয়াকে কেন্দ্র করে নার্সিংহোমের কর্মীদের সঙ্গে রোগীর পরিজনের মধ্যে বচসা শুরু হয় । বচসার সময় রোগীর পরিজনের উপর আচমকা চড়াও হয় ওই কর্মীরা । তারা হাসপাতালের বাইরে এসে গোটা ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের জানান । যার জেরে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠে । এরপরে তারা নার্সিংহোমে ঢুকে ভাঙচুর করে । এক চিকিৎসক নিগ্রহ করে এবং অন্য এক চিকিৎসকের গাড়ি ভাঙচুর করে উলটে দেয় বলে অভিযোগ । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ঘটনায় দুই পক্ষের তরফে পুলিশে অভিযোগ জানানো হয়েছে । জানা গিয়েছে, দুই পক্ষই, একে অন্যের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে ।

ঘটনার জেরে, সম্প্রতি রাজ্যে চালু হওয়া সিঙ্গেল উইন্ডো ভায়োলেন্স রিড্রেসাল সেল-এ অভিযোগ জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম । চিকিৎসকদের এই সংগঠনের তরফে জানানো হয়েছে, বেহালার ওই নার্সিংহোমে কয়েকজন ভাঙচুর চালিয়েছে । একজন চিকিৎসক (RMO)-কে নিগ্রহ করা হয়েছে । অন্য এক চিকিৎসকের গাড়ি ঘটনার সময় রাস্তায় দাঁড় করানো ছিল । ওই গাড়িও ভাঙচুর করা হয়েছে । গোটা বিষয়টি সিঙ্গেল উইন্ডো ভায়োলেন্স রিড্রেসাল সেল-এর নোডাল অফিসারকে রবিবার রাতেই জানানো হয়েছে । এই ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে ।

ঘটনার নিন্দা করে চিকিৎসকদের এই সংগঠনের তরফে আরও জানানো হয়েছে, মেডিকেয়ার অ্যাক্ট এবং প্যানডেমিক অ্যাক্ট অনুযায়ী এই ঘটনায় জড়িতদের যাতে উপযুক্ত শাস্তি হয়, তার জন্য চেষ্টা জারি থাকবে । স্বাস্থ্য ক্ষেত্রে কোনওরকম হিংসা বা নৈরাজ্য চিকিৎসকদের এই সংগঠন মেনে নেবে না ।

কলকাতা, 12 অক্টোবর : চিকিৎসায় অবহেলার অভিযোগ । আর, এই অভিযোগকে কেন্দ্র করে রোগীর ক্ষুব্ধ পরিজন এবং একটি বেসরকারি হাসপাতালের কর্মীদের মধ্যে মারধরের অভিযোগ উঠল । দুই পক্ষের তরফ থেকে অভিযোগ ওঠে । এই ঘটনায় এক চিকিৎসককে নিগ্রহ করা হয় । এবং অন্য এক চিকিৎসকের গাড়ি ভাঙচুরের পাশাপাশি ওই নার্সিংহোমও ভাঙচুর করা হয় বলে অভিযোগ । দুই পক্ষ পুলিশে অভিযোগ দায়ের করেছে । এদিকে, ঘটনায় সম্প্রতি রাজ‍্যে চালু হওয়া সিঙ্গেল উইন্ডো ভায়োলেন্স রিড্রেসাল সেল-এ অভিযোগ জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম ।


নার্সিংহোমটি উত্তর বেহালায় অবস্থিত । শ্বাসকষ্ট-সহ অন্য কিছু সমস্যার কারণে ডায়মন্ড হারবার অঞ্চলের বাসিন্দা 76 বছর বয়সি এক প্রৌঢ়কে গত শনিবার এই নার্সিংহোমে ভরতি করানো হয় । পরিজনদের অভিযোগ, ভরতি করানোর সময় রোগীকে ক্যাথিটার পরানো ছিল । রবিবার নার্সিংহোমে এসে পরিবারের লোক দেখেন ওই ক্যাথিটার খুলে গিয়েছে । এরপরে পরিজনরা রোগীর এই অবস্থার কারণ নার্সিংহোমের কাছে জানতে চায় । অভিযোগ , এই জানতে চাওয়াকে কেন্দ্র করে নার্সিংহোমের কর্মীদের সঙ্গে রোগীর পরিজনের মধ্যে বচসা শুরু হয় । বচসার সময় রোগীর পরিজনের উপর আচমকা চড়াও হয় ওই কর্মীরা । তারা হাসপাতালের বাইরে এসে গোটা ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের জানান । যার জেরে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠে । এরপরে তারা নার্সিংহোমে ঢুকে ভাঙচুর করে । এক চিকিৎসক নিগ্রহ করে এবং অন্য এক চিকিৎসকের গাড়ি ভাঙচুর করে উলটে দেয় বলে অভিযোগ । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ঘটনায় দুই পক্ষের তরফে পুলিশে অভিযোগ জানানো হয়েছে । জানা গিয়েছে, দুই পক্ষই, একে অন্যের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে ।

ঘটনার জেরে, সম্প্রতি রাজ্যে চালু হওয়া সিঙ্গেল উইন্ডো ভায়োলেন্স রিড্রেসাল সেল-এ অভিযোগ জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম । চিকিৎসকদের এই সংগঠনের তরফে জানানো হয়েছে, বেহালার ওই নার্সিংহোমে কয়েকজন ভাঙচুর চালিয়েছে । একজন চিকিৎসক (RMO)-কে নিগ্রহ করা হয়েছে । অন্য এক চিকিৎসকের গাড়ি ঘটনার সময় রাস্তায় দাঁড় করানো ছিল । ওই গাড়িও ভাঙচুর করা হয়েছে । গোটা বিষয়টি সিঙ্গেল উইন্ডো ভায়োলেন্স রিড্রেসাল সেল-এর নোডাল অফিসারকে রবিবার রাতেই জানানো হয়েছে । এই ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে ।

ঘটনার নিন্দা করে চিকিৎসকদের এই সংগঠনের তরফে আরও জানানো হয়েছে, মেডিকেয়ার অ্যাক্ট এবং প্যানডেমিক অ্যাক্ট অনুযায়ী এই ঘটনায় জড়িতদের যাতে উপযুক্ত শাস্তি হয়, তার জন্য চেষ্টা জারি থাকবে । স্বাস্থ্য ক্ষেত্রে কোনওরকম হিংসা বা নৈরাজ্য চিকিৎসকদের এই সংগঠন মেনে নেবে না ।

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.