কলকাতা, 22 জুলাই: অনলাইনে বন্ধুত্ব স্থাপন করে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব । আর তাতেই পা-দিয়ে বেশ কয়েক হাজার টাকা খোয়ালেন এক যুবক । সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার চিৎপুর থানা এলাকায় (Allegations of Blackmail)। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে দুই যুবক । এই বিষয়ে লালবাজারে তরফে জানানো হয় এই ঘটনায় আদেও কোনও মহিলা যুক্ত ছিল কি না, সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার ।
পুলিশ সূত্রের খবর, চিৎপুর থানা এলাকার বাসিন্দা কিছুদিন আগে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগে তিনি জানান, ইনস্টাগ্রামে কিছুদিন আগে এক মহিলার সঙ্গে তাঁর আলাপ হয় । সেই মহিলার নাম ডিইজি সিমি । অভিযোগ, ওই মহিলার সঙ্গে তাঁর প্রথমে বন্ধুত্বের সম্পর্ক হয় ।
আরও পড়ুন : মোবাইল রিচার্জের লিঙ্কে ক্লিক করতেই গায়েব টাকা, দুর্গাপুরে সাইবার প্রতারণা
এরপরেই তাঁরা হোয়াটসঅ্যাপে কথা বলতে শুরু করেন । এরপরে বন্ধুত্ব আরও গভীর হলে তাঁরা ফোনে কথা বলতে শুরু করেন । অভিযোগ, ফোনে কথা বলা সময় একদিন ওই মহিলা তাঁকে ভিডিয়ো কল করেন । এই ভিডিয়ো কলিংয়ের মধ্যেই শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেন ওই মহিলা । অভিযোগ, এরপরেই দু'জনেই অনলাইনে মাধ্যমে বিবস্ত্র হয় । এরমধ্যেই ওই মহিলা যুবকের বিবস্ত্র ছবি নিজের ফোনে স্ক্রিনশট নিতে থাকে । এরপরই সেই ছবি যুবকের আত্মীয়দের পাঠাতে থাকে এবং ওই যুবককে ব্ল্যাকমেলিং করতে থাকে যে তাকে টাকা না-দিলে সেই ছবি সে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেবে ।
এরপরেই ওই যুবক প্রায় পঞ্চাশ হাজার টাকা অভিযুক্তদের দেওয়া অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় । কিন্তু তাতেও শান্ত থাকেনি অভিযুক্তরা ৷ এরপরে অন্য একটি নম্বরের থেকে যুবক কে ফোন করে ফের ব্ল্যাকমেলিং করা হয় । কোনও দিক আর না-দেখে ওই যুবক যোগাযোগ করেন স্থানীয় চিৎপুর থানায় । তদন্তে নেমে অবশেষে হাওড়ার লিলুয়া থানা এলাকা থেকে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ । ধৃতদের নাম রোহিত রজক এবং বিজয় কুমার শর্মা ।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একাধিক পাসবুক, মোবাইল, সিম কার্ড এবং বেশ কিছু ল্যাপটপ । তদন্তকারীরা জানতে পারেন যে একাধিক টেকনোলজির মাধ্যমে তারা এই সাইবার প্রতারণার ফাঁদ পাতে ।