ETV Bharat / state

Rape Allegation in Ultandanga : খাস কলকাতাতেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ - বিয়ের প্রতিশ্রুতি দিয়ে উল্টোডাঙ্গার যুবতীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ

খাস কলকাতায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীকে লাগাতার ধর্ষণ ও একাধিকবার গর্ভপাত করানোর অভিযোগ উঠল (Allegation of rape and abortion in Ultadanga with promise of marriage) । অভিযুক্তের নাম বিপ্লব দে ৷ পেশায় কারখানার গাড়িচালক ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ।

Rape Allegation in Ultandanga
Rape
author img

By

Published : Apr 12, 2022, 7:16 PM IST

কলকাতা, 12 এপ্রিল : জেলায় একের পর এক ধর্ষণের অভিযোগ উঠছিল ৷ এবার খাস কলকাতায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীকে লাগাতার ধর্ষণ ও একাধিকবার গর্ভপাত করানোর অভিযোগ উঠল (Allegation of rape and abortion in Ultadanga with promise of marriage) ।

গর্ভপাত করানোর জন্য ওই যুবতীকে বেশ কিছু টাকাও দেওয়া হয় বলে জানা যাচ্ছে ৷ যাতে ওই যুবতী অভিযোগ না করেন, তার জন্য তাঁকে লাগাতার হুমকি দেয় অভিযুক্ত । অবশেষে অভিযোগ পাওয়ার পর গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে । উল্টোডাঙ্গা মহিলা থানায় অভিযোগ দায়ের হওয়ার পরেই তাকে গ্রেফতার করল পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, বিপ্লব দে নামে 42 বছরের এক ব্যক্তি যিনি পেশায় একটি কারখানার গাড়িচালক ওই এলাকার এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে । যুবতীর অভিযোগ, এরপর একাধিকবার তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে অভিযুক্ত । পরপর ধর্ষণ করার পর তাকে একাধিকবার গর্ভপাত করানোর অভিযোগ ওঠে । এর পরেই ওই মহিলা গতকাল রাতে উল্টোডাঙার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । এরপরই আজ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ।

আরও পড়ুন : Damayanti Sen to probe Rape Cases : মাটিয়া, ইংরেজবাজার-সহ চারটি ধর্ষণকাণ্ডে দময়ন্তী সেনকে তদন্তভার হাইকোর্টের

কলকাতা, 12 এপ্রিল : জেলায় একের পর এক ধর্ষণের অভিযোগ উঠছিল ৷ এবার খাস কলকাতায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীকে লাগাতার ধর্ষণ ও একাধিকবার গর্ভপাত করানোর অভিযোগ উঠল (Allegation of rape and abortion in Ultadanga with promise of marriage) ।

গর্ভপাত করানোর জন্য ওই যুবতীকে বেশ কিছু টাকাও দেওয়া হয় বলে জানা যাচ্ছে ৷ যাতে ওই যুবতী অভিযোগ না করেন, তার জন্য তাঁকে লাগাতার হুমকি দেয় অভিযুক্ত । অবশেষে অভিযোগ পাওয়ার পর গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে । উল্টোডাঙ্গা মহিলা থানায় অভিযোগ দায়ের হওয়ার পরেই তাকে গ্রেফতার করল পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, বিপ্লব দে নামে 42 বছরের এক ব্যক্তি যিনি পেশায় একটি কারখানার গাড়িচালক ওই এলাকার এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে । যুবতীর অভিযোগ, এরপর একাধিকবার তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে অভিযুক্ত । পরপর ধর্ষণ করার পর তাকে একাধিকবার গর্ভপাত করানোর অভিযোগ ওঠে । এর পরেই ওই মহিলা গতকাল রাতে উল্টোডাঙার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । এরপরই আজ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ।

আরও পড়ুন : Damayanti Sen to probe Rape Cases : মাটিয়া, ইংরেজবাজার-সহ চারটি ধর্ষণকাণ্ডে দময়ন্তী সেনকে তদন্তভার হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.