ETV Bharat / state

কোরোনা নিয়ে ভুল তথ্য প্রচার করছেন বাবুল, অভিযোগ কলকাতা পুলিশের - wrong information abot corona

বাবুল সুপ্রিয় কোরোনা সংক্রান্ত বিষয়ে গ্রেপ্তারি নিয়ে ভুল তথ্য প্রচার করছেন । কেন্দ্রীয় মন্ত্রীর করা একটি টুইট নিয়ে তাঁর বিরুদ্ধে এমনই অভিযোগ করল কলকাতা পুলিশ ।

বাবুল সুপ্রিয়
বাবুল সুপ্রিয়
author img

By

Published : Apr 23, 2020, 4:08 PM IST

কলকাতা, 23 এপ্রিল : কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে তাঁর আরও দায়িত্বশীল হওয়া উচিত । কিন্তু বাবুল সুপ্রিয় কোরোনা সংক্রান্ত বিষয়ে গ্রেপ্তারি নিয়ে ভুল তথ্য প্রচার করছেন । কেন্দ্রীয় মন্ত্রীর করা একটি টুইট নিয়ে তাঁর বিরুদ্ধে এই অভিযোগ করল কলকাতা পুলিশ । পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, সোমনাথ দাসের গ্রেপ্তারি নিয়ে যে টুইট তিনি করেছেন তা সম্পূর্ণ ভুল ।

ঘটনার শুরু একটি ভিডিয়ো থেকে । যেটি MR বাঙুর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের বলে দাবি করে টুইট করেন বাবুল সুপ্রিয় । তিনি জানান, ওই হাসপাতালে মেল আইসোলেশন ওয়ার্ডে এক সময় ভরতি থাকা সোমনাথ দাস ওই ভিডিয়োটি তুলেছেন । তাঁর বেড নম্বর ছিল 349 । সোমনাথের শরীরে অবশ্য কোরোনা ভাইরাস মেলেনি । কিন্তু ওই ওয়ার্ডে থাকার সময় তিনি যে ভিডিয়োটি তুলেছেন, তাতে তিনি দাবি করেন, আইসোলেশন ওয়ার্ডে একাধিক মৃতদেহের পাশে শুয়ে থাকতে হচ্ছে কোরোনা সন্দেহে ভরতি রোগীদের । ওয়ার্ডে সামাজিক দূরত্ব বজায় রাখার কোনও বালাই নেই । সেখানে বেড রাখা হয়েছে একেবারে গা ঘেঁষাঘেষি করে ।

বাবুল সুপ্রিয়র করা এই টুইট ভুল তথ্যে ভরা বলে জানায় কলকাতা পুলিশ
বাবুল সুপ্রিয়র করা এই টুইট ভুল তথ্যে ভরা বলে জানায় কলকাতা পুলিশ

ভিডিয়োটিতে সোমনাথ দাস আরও দাবি করেন, কয়েকদিনে তিনি অন্তত পাঁচজন রোগীকে মারা যেতে দেখেছেন । মৃত্যুর পর ওইভাবেই রোগীদের তিন ঘণ্টা করে ফেলে রেখে দেওয়া হচ্ছে । এতে সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করেন তিনি । সেই ভিডিয়োর সত্যতা অবশ্য ETV ভারত যাচাই করেনি । বাবুল সুপ্রিয় সেই ভিডিয়োটি টুইট করেন । কিছুক্ষণের মধ্যেই ভিডিয়োটি ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায় ।

বাবুল সুপ্রিয় নিজের টুইটে দাবি করেন, সোমনাথের রিপোর্ট নেগেটিভ হওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে । তারপরই তাঁকে আটক করে পুলিশ । যদিও কলকাতা পুলিশের সাফ জবাব, এমন কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি পুলিশের তরফে । বাবুল সুপ্রিয়র দাবি অসত্য এবং ভুল তথ্যে ভরা বলে জানানো হয় । কলকাতা পুলিশের পক্ষ থেকে বারবার এই পরিস্থিতিতে ভুল তথ্য সোশাল মিডিয়ায় না ছড়ানোর জন্য অনুরোধ করা হচ্ছে । ফেক পোস্ট করে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন ।

কলকাতা, 23 এপ্রিল : কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে তাঁর আরও দায়িত্বশীল হওয়া উচিত । কিন্তু বাবুল সুপ্রিয় কোরোনা সংক্রান্ত বিষয়ে গ্রেপ্তারি নিয়ে ভুল তথ্য প্রচার করছেন । কেন্দ্রীয় মন্ত্রীর করা একটি টুইট নিয়ে তাঁর বিরুদ্ধে এই অভিযোগ করল কলকাতা পুলিশ । পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, সোমনাথ দাসের গ্রেপ্তারি নিয়ে যে টুইট তিনি করেছেন তা সম্পূর্ণ ভুল ।

ঘটনার শুরু একটি ভিডিয়ো থেকে । যেটি MR বাঙুর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের বলে দাবি করে টুইট করেন বাবুল সুপ্রিয় । তিনি জানান, ওই হাসপাতালে মেল আইসোলেশন ওয়ার্ডে এক সময় ভরতি থাকা সোমনাথ দাস ওই ভিডিয়োটি তুলেছেন । তাঁর বেড নম্বর ছিল 349 । সোমনাথের শরীরে অবশ্য কোরোনা ভাইরাস মেলেনি । কিন্তু ওই ওয়ার্ডে থাকার সময় তিনি যে ভিডিয়োটি তুলেছেন, তাতে তিনি দাবি করেন, আইসোলেশন ওয়ার্ডে একাধিক মৃতদেহের পাশে শুয়ে থাকতে হচ্ছে কোরোনা সন্দেহে ভরতি রোগীদের । ওয়ার্ডে সামাজিক দূরত্ব বজায় রাখার কোনও বালাই নেই । সেখানে বেড রাখা হয়েছে একেবারে গা ঘেঁষাঘেষি করে ।

বাবুল সুপ্রিয়র করা এই টুইট ভুল তথ্যে ভরা বলে জানায় কলকাতা পুলিশ
বাবুল সুপ্রিয়র করা এই টুইট ভুল তথ্যে ভরা বলে জানায় কলকাতা পুলিশ

ভিডিয়োটিতে সোমনাথ দাস আরও দাবি করেন, কয়েকদিনে তিনি অন্তত পাঁচজন রোগীকে মারা যেতে দেখেছেন । মৃত্যুর পর ওইভাবেই রোগীদের তিন ঘণ্টা করে ফেলে রেখে দেওয়া হচ্ছে । এতে সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করেন তিনি । সেই ভিডিয়োর সত্যতা অবশ্য ETV ভারত যাচাই করেনি । বাবুল সুপ্রিয় সেই ভিডিয়োটি টুইট করেন । কিছুক্ষণের মধ্যেই ভিডিয়োটি ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায় ।

বাবুল সুপ্রিয় নিজের টুইটে দাবি করেন, সোমনাথের রিপোর্ট নেগেটিভ হওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে । তারপরই তাঁকে আটক করে পুলিশ । যদিও কলকাতা পুলিশের সাফ জবাব, এমন কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি পুলিশের তরফে । বাবুল সুপ্রিয়র দাবি অসত্য এবং ভুল তথ্যে ভরা বলে জানানো হয় । কলকাতা পুলিশের পক্ষ থেকে বারবার এই পরিস্থিতিতে ভুল তথ্য সোশাল মিডিয়ায় না ছড়ানোর জন্য অনুরোধ করা হচ্ছে । ফেক পোস্ট করে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.