ETV Bharat / state

R Ahmed Dental College: আর আহমেদ কলেজে র‍্যাগিংয়ে অভিযুক্ত ব্যক্তিই হস্টেল সুপার পদে, অভিযোগ ছাত্র সংগঠনগুলোর - আর আহমেদ ডেন্টাল কলেজ

র‍্যাগিংয়ে অভিযুক্ত ব্যক্তিই হস্টেল সুপার করা হয়েছে শিয়ালদার আর আহমেদ কলেজে ৷ এমন অভিযোগ তুলেই সরব হয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন ৷

ETV Bharat
আর আহমেদ ডেন্টাল কলেজ
author img

By

Published : Aug 19, 2023, 11:25 PM IST

কলকাতা, 19 অগস্ট: ডা: আর আহমেদ কলেজে এক সময় র‍্যাগিংয়ে অভিযুক্ত ব্যক্তিকেই হস্টেল সুপার করা হয়েছে ৷ এমনই অভিযোগ করে সরব হয়েছে এআইডিএসও, এসএফআই-এর মতো ছাত্র সংগঠনগুলি ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে পড়ে গত সপ্তাহে প্রথম বর্ষের এক পড়ুয়ার মৃত্যু হয় ৷ এই ঘটনার আবহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব়্যাগিং ঘটনা সামনে আসছে ৷

এর মধ্যেই শিয়ালদার ডেন্টাল কলেজের এক ঘটনা সামনে এসেছে । ডাঃ আর আহমেদ ডেন্টাল কলেজের একসময়ে র‍্যাগিংয়ে অভিযুক্ত ব্যক্তিকেই হস্টেল সুপার হিসেবে নিয়োগ করা হয়েছে, সম্প্রতি এই অভিযোগ তুলেছেন এসএফআই মেডিক্যাল ইউনিটের ছাত্রনেতা অনুরণন পাল । এবার সেই একই অভিযোগ তুলে সরব হল এইডিএসও নামে আরেকটি ছাত্র সংগঠন ।

এআইডিএসও পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সহ-সভাপতি ও রাজ্য মেডিকেল ইউনিটের আহ্বায়ক ডাঃ সামস্ মুসাফির এই প্রসঙ্গে একটি বিবৃতি দিয়েছেন । বিবৃতিতে তিনি দাবি করেন, "2014 সালে ডাঃ আর আহমেদ ডেন্টাল কলেজের পুরোনো হস্টেলে (বেনিয়া পুকুর) র‍্যাগিংয়ে এর ঘটনায় অভিযুক্ত ছিল শুভজিৎ সাহা-সহ আরও কয়েকজন । কলেজ কর্তৃপক্ষ, থানা ও ইউজিসিতে অভিযোগ দায়ের হওয়ার পরেও তাদের কোনওরকম শাস্তি হয়নি ।"

আরও অভিযোগ, 2006 সালের পড়ুয়া, শুভজিৎ সাহা তার কোর্স কমপ্লিট করেও তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপি করার সুবাদে ও কর্তৃপক্ষের একাংশের মদতে অবৈধ ভাবে হস্টেলে থেকেছে । জুনিয়রদের ব়্যাগিং করে গিয়েছে দিনের পর দিন ৷ অভিযোগ, তাদের বিরুদ্ধে আওয়াজ তুললেই চলত অত্যাচার। শুধু তাই নয় অবৈধভাবে 2016 সাল পর্যন্ত শুভজিৎ হস্টেলে ছিল ।

আরও পড়ুন: হস্টেল ছাড়ছেন পড়ুয়ারা, যাদবপুরের ঘটনায় ভিড় বাড়ছে আশপাশের মেস-পিজিতে

ছাত্র সংগঠনগুলির অভিযোগ, সারা ছাত্রজীবনে যার এহেন ভূমিকা, বিশেষ করে ব়্যাগিংয়ে অভিযুক্ত, সেই ডা: শুভজিৎ সাহাকেই কলেজ কর্তৃপক্ষ কয়েক মাস আগে বয়েজ হোস্টেল সুপার পদে নিযুক্ত করেছে । এআইডিএসও এর ডাঃ আর আহমেদ ডেন্টাল কলেজ ইউনিটের পক্ষ থেকে এর বিরোধিতা করে সাধারণ ছাত্র ছাত্রীদের স্বার্থে গত মে মাসে প্রিন্সিপালকে ডেপুটেশন দেওয়া হয় ৷ কিন্তু তারপরেও এর কোনও সুরাহা হয়নি । কারণ, ব়্যাগিংয়ে অভিযুক্ত এই ডেন্টাল সার্জেন ডা: শুভজিৎ সাহা (ওরফে গুলু) এখন শাসকদলের অত্যন্ত স্নেহভাজন, অভিযোগ এমনই । এআইডিএসও'র তরফে কর্তৃপক্ষের এই ভূমিকার তীব্র সমালোচনা করা হয়েছে ৷ তাকে হস্টেল থেকে বরখাস্ত করার দাবি উঠেছে ৷

কলকাতা, 19 অগস্ট: ডা: আর আহমেদ কলেজে এক সময় র‍্যাগিংয়ে অভিযুক্ত ব্যক্তিকেই হস্টেল সুপার করা হয়েছে ৷ এমনই অভিযোগ করে সরব হয়েছে এআইডিএসও, এসএফআই-এর মতো ছাত্র সংগঠনগুলি ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে পড়ে গত সপ্তাহে প্রথম বর্ষের এক পড়ুয়ার মৃত্যু হয় ৷ এই ঘটনার আবহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব়্যাগিং ঘটনা সামনে আসছে ৷

এর মধ্যেই শিয়ালদার ডেন্টাল কলেজের এক ঘটনা সামনে এসেছে । ডাঃ আর আহমেদ ডেন্টাল কলেজের একসময়ে র‍্যাগিংয়ে অভিযুক্ত ব্যক্তিকেই হস্টেল সুপার হিসেবে নিয়োগ করা হয়েছে, সম্প্রতি এই অভিযোগ তুলেছেন এসএফআই মেডিক্যাল ইউনিটের ছাত্রনেতা অনুরণন পাল । এবার সেই একই অভিযোগ তুলে সরব হল এইডিএসও নামে আরেকটি ছাত্র সংগঠন ।

এআইডিএসও পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সহ-সভাপতি ও রাজ্য মেডিকেল ইউনিটের আহ্বায়ক ডাঃ সামস্ মুসাফির এই প্রসঙ্গে একটি বিবৃতি দিয়েছেন । বিবৃতিতে তিনি দাবি করেন, "2014 সালে ডাঃ আর আহমেদ ডেন্টাল কলেজের পুরোনো হস্টেলে (বেনিয়া পুকুর) র‍্যাগিংয়ে এর ঘটনায় অভিযুক্ত ছিল শুভজিৎ সাহা-সহ আরও কয়েকজন । কলেজ কর্তৃপক্ষ, থানা ও ইউজিসিতে অভিযোগ দায়ের হওয়ার পরেও তাদের কোনওরকম শাস্তি হয়নি ।"

আরও অভিযোগ, 2006 সালের পড়ুয়া, শুভজিৎ সাহা তার কোর্স কমপ্লিট করেও তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপি করার সুবাদে ও কর্তৃপক্ষের একাংশের মদতে অবৈধ ভাবে হস্টেলে থেকেছে । জুনিয়রদের ব়্যাগিং করে গিয়েছে দিনের পর দিন ৷ অভিযোগ, তাদের বিরুদ্ধে আওয়াজ তুললেই চলত অত্যাচার। শুধু তাই নয় অবৈধভাবে 2016 সাল পর্যন্ত শুভজিৎ হস্টেলে ছিল ।

আরও পড়ুন: হস্টেল ছাড়ছেন পড়ুয়ারা, যাদবপুরের ঘটনায় ভিড় বাড়ছে আশপাশের মেস-পিজিতে

ছাত্র সংগঠনগুলির অভিযোগ, সারা ছাত্রজীবনে যার এহেন ভূমিকা, বিশেষ করে ব়্যাগিংয়ে অভিযুক্ত, সেই ডা: শুভজিৎ সাহাকেই কলেজ কর্তৃপক্ষ কয়েক মাস আগে বয়েজ হোস্টেল সুপার পদে নিযুক্ত করেছে । এআইডিএসও এর ডাঃ আর আহমেদ ডেন্টাল কলেজ ইউনিটের পক্ষ থেকে এর বিরোধিতা করে সাধারণ ছাত্র ছাত্রীদের স্বার্থে গত মে মাসে প্রিন্সিপালকে ডেপুটেশন দেওয়া হয় ৷ কিন্তু তারপরেও এর কোনও সুরাহা হয়নি । কারণ, ব়্যাগিংয়ে অভিযুক্ত এই ডেন্টাল সার্জেন ডা: শুভজিৎ সাহা (ওরফে গুলু) এখন শাসকদলের অত্যন্ত স্নেহভাজন, অভিযোগ এমনই । এআইডিএসও'র তরফে কর্তৃপক্ষের এই ভূমিকার তীব্র সমালোচনা করা হয়েছে ৷ তাকে হস্টেল থেকে বরখাস্ত করার দাবি উঠেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.