কলকাতা, 29 জুলাই : করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের সম্ভাবনার কথা বারে বারে বলছেন বিশেষজ্ঞরা ৷ আর তাতে শিশুদের আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা ৷ তাই তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় "উত্তীর্ণ"-সহ সব ক'টি সেফ হোমকে (Safe Home) শিশুদের জন্য বিশেষ ভাবে প্রস্তুত করছে কলকাতা পৌরনিগম (Calcutta Municipal Corporation) ।
রবিবার অপূর্ব ঘোষের তত্ত্বাবধানে অন্য চিকিৎসকদের সঙ্গে কলকাতা পৌরনিগমের চিকিৎসকদের একটি বৈঠক হয় । তার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ উত্তীর্ণ-সহ সব সেফ হোমগুলিকে করোনা আক্রান্ত শিশুদের জন্য ঢেলে সাজানো হবে ৷ তাদের চিকিৎসার জন্য আলাদা পরিকাঠামো ব্যবস্থা থাকবে সেখানে ৷ অসুস্থ শিশুদের সঙ্গে মায়েরা যাতে থাকতে পারেন, সেই বন্দোবস্ত করা হচ্ছে এই সেফ হোমগুলিতে । বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সেখানে অভিজ্ঞ চিকিৎসক ও নার্সদের নিযুক্ত করা হবে । যাতে শিশুদের শারীরিক পরিস্থিতির উপর 24 ঘণ্টা নজরদারি রাখা যায় । এমনকি প্রয়োজনে তাদের হাসপাতালেও স্থানান্তরিত করা যেতে পারে ৷
আরও পড়ুন : Covid-19 : করোনা নিয়ে সতর্ক থাকতে হবে, রাজ্যকে বার্তা কেন্দ্রের
শুধুমাত্র প্রশাসনিক ব্যবস্থা নয়, মানুষ সতর্ক না হলে করোনার তৃতীয় ঢেউ রোখা যাবে না । ডেল্টা ভ্যারিয়্যান্ট মোকাবিলায় কলকাতা পৌর নিগমের প্রস্তুতির পাশাপাশি সাধারণ মানুষকে ঠিকমতো মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখার আবেদন জানালেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম । একই সঙ্গে তিনি জানিয়েছেন দ্রুত গতিতে ভ্যাকসিনেশনের কাজ চলছে ৷ পাশাপাশি করোনা পরীক্ষার উপর জোর দেওয়া হচ্ছে । ইতিমধ্যে কলকাতা পৌরনিগমের 200 চিকিৎসককে নিয়ে শিশুদের মধ্যে করোনাসংক্রমণ কী ভাবে রোখা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে ।