কলকাতা, 30 নভেম্বর: অবিলম্বে বাতিল করতে হবে নিউ পেনশন স্কিম বা এনপিএস ৷ না-হলে আগামী বছরের প্রথম দিকেই দেশজুড়ে লাগাতার রেল ধর্মঘটের হুঁশিয়ারি দিল সর্বভারতীয় রেলশ্রমিক সংগঠন। রেল কর্মীদের সর্বভারতীয় সংগঠন, অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশনের পক্ষ থেকে এই ধর্মঘট কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। দেশের লাইফলাইন হল রেল পরিষেবা। আর তা যদি ব্যাহত হয়, তাহলে থমকে যাবে সারা দেশ। আর এই ধর্মঘট যদি সতিই ফলপ্রসূ হয়, তবে তা ফিরিয়ে আনবে 1974 সালে 20 দিনের সর্বভারতীয় রেল ধর্মঘটের চিত্র। আশঙ্কা তেমনই ৷
জানা গিয়েছে, দেশজুড়ে রেলের 17টি জোন এবং ওয়ার্কশপগুলি মিলিয়ে গত কয়েকদিনে প্রায় 92 শতাংশ রেলকর্মী ধর্মঘটের পথে হাঁটার সিদ্ধান্তে সায়ে দিয়েছেন। ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতিও নেওয়া শুরু হয়েছে। মূলত 2004 সালের 1 জানুয়ারি থেকে ওল্ড পেনশন স্কিমের পরিবর্তে নিউ পেনশন স্কিম চালু করা হয়। অর্থাৎ যারা 2004 সালের 1 জানুয়ারির পর নিয়োগ হয়েছেন বা হবেন তাঁদের ক্ষেত্রে এই নিয়ম লাগু হবে। এই নিয়ম অনুসারে রেলকর্মীর বেসিক এবং ডিএ মিলিয়ে বেতন থেকে 10 শতাংশ কেটে জমা রাখা হবে।
এর সঙ্গে সরকারের পক্ষ থেকে আরও 10 শতাংশ জমা করা হয় প্রতি মাসে। এরপর সেই কর্মী যখন অবসর পাবেন তখন তাঁর জমা অর্থের 40 শতাংশ এককালীন ফেরত দেওয়া হবে। আর বাকি 60 শতাংশ থেকে তিনি প্রতি মাসে পেনশন পাবেন। কিন্তু আগের নিয়মে অনেক বেশি পেনশন পেতেন অবসরপ্রাপ্ত কর্মীরা।
এ বিষয়ে ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নের সাধারণ সম্পাদক অমিত ঘোষ জানান, এই বিষয়টি নিয়ে বহুদিন ধরে লড়াই চলেছে। এর আগে অনেকবার কেন্দ্রীয় সরকারকে জানানো হয়েছিল। কিন্তু তখন কোনও কাজ হয়নি। তাই বাধ্য হয়ে এই পথ বেছে নিতে হয়েছে। ধর্মঘটের 45 দিন আগে কেন্দ্রকে চিঠি দেওয়া হবে। এটাই নিয়ম। তাই সরকারের কাছ থেকে যদি এই সময়ের মধ্যে কোনও ইতিবাচক উত্তর না-মেলে তাহলে ধর্মঘটের সিদ্ধান্তে তাঁরা অনড় থাকবেন ৷
প্রসঙ্গত, নতুন পেনশন স্কিম বন্ধ করে পুরনো স্কিম চালু করার পাশাপাশি রেল বেসরকারিকরণের বিরোধিতা, বিভিন্ন শূন্যপদে প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়োগ, শ্রম কোড বাতিল করা, রেলের শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া চালু করা, চুক্তিভিত্তিকের বদলে স্থায়ী কর্মীদের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করছে রেল শ্রমিক সংগঠন। তবে এবার পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবিতে দেশজুড়ে ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে সর্বভারতীয় সংগঠনের ওয়ার্কিং প্রেসিডেন্ট এন কানহাইয়াকে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
প্রসঙ্গত, 1974 সালে 20 দিন ধরে লাগাতার চলছিল রেলকর্মীদের ধর্মঘট। দেশের সবচেয়ে বড় রেল ধর্মঘট বলে পরিচিত এই ঘটনা। আর সেই ধর্মঘট রুখতে নাজেহাল হতে হয়েছিল তৎকালীন ইন্দিরা গান্ধির সরকারকে।
আরও পড়ুন: