ETV Bharat / state

সংগঠন কতটা তৈরি ? দিলীপদের কাছ থেকে রিপোর্ট নিতে রাজ্য সফরে ভাগবত - Mohan Bhagwat meet Dilip Ghosh

19-20 সেপ্টেম্বর ভাগবত থাকবেন কলকাতায় । সেখানে RSS নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন । 21-22 তারিখ যাবেন উলুবেড়িয়ায় । সেখানে RSS-এর ট্রেনিং শিবিরে BJP নেতাদের সঙ্গে সমন্বয় বৈঠক করবেন ।

ফাইল ফোটো
author img

By

Published : Sep 10, 2019, 2:42 AM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর : ফের রাজ্যে আসছেন RSS চালক মোহন ভাগবত । 19 সেপ্টেম্বর কলকাতা আসছেন তিনি । 23 সেপ্টেম্বর দিল্লি ফেরার কথা । জানা গেছে, এই সফরে BJP নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন ভাগবত ।

19-20 সেপ্টেম্বর ভাগবত থাকবেন কলকাতায় । সেখানে RSS নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন । 21-22 তারিখ যাবেন উলুবেড়িয়ায় । সেখানে RSS-এর ট্রেনিং শিবিরে BJP নেতাদের সঙ্গে সমন্বয় বৈঠক করবেন । দু'দিনের বৈঠকে দিলীপ ঘোষ, সুব্রত চট্টোপাধ্যায়-সহ BJP-র সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত মোট 10 জনকে ডাকা হয়েছে । BJP-র সাংগঠনিক অবস্থা কেমন তার রিপোর্ট নেবেন রাজ্য সভাপতির কাছ থেকে । সেইসঙ্গে সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় ও দিলীপ ঘোষের সঙ্গে আলাদা আলাদা বৈঠকও করবেন ।

রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনে বাজিমাতের ফরমুলা কী হবে তা বাতলে দিতেই মোহন ভাগবতের রাজ্য সফর । যদিও RSS-এর দক্ষিণবঙ্গ সম্পাদক জিষ্ণু বসু বলেন, "এটা মোহন ভাগবতের রুটিন সফর । রাজ্যে চারদিন থাকবেন । RSS-এর কাজের রিপোর্ট নিতেই তিনি আসছেন ।"

কলকাতা, 10 সেপ্টেম্বর : ফের রাজ্যে আসছেন RSS চালক মোহন ভাগবত । 19 সেপ্টেম্বর কলকাতা আসছেন তিনি । 23 সেপ্টেম্বর দিল্লি ফেরার কথা । জানা গেছে, এই সফরে BJP নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন ভাগবত ।

19-20 সেপ্টেম্বর ভাগবত থাকবেন কলকাতায় । সেখানে RSS নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন । 21-22 তারিখ যাবেন উলুবেড়িয়ায় । সেখানে RSS-এর ট্রেনিং শিবিরে BJP নেতাদের সঙ্গে সমন্বয় বৈঠক করবেন । দু'দিনের বৈঠকে দিলীপ ঘোষ, সুব্রত চট্টোপাধ্যায়-সহ BJP-র সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত মোট 10 জনকে ডাকা হয়েছে । BJP-র সাংগঠনিক অবস্থা কেমন তার রিপোর্ট নেবেন রাজ্য সভাপতির কাছ থেকে । সেইসঙ্গে সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় ও দিলীপ ঘোষের সঙ্গে আলাদা আলাদা বৈঠকও করবেন ।

রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনে বাজিমাতের ফরমুলা কী হবে তা বাতলে দিতেই মোহন ভাগবতের রাজ্য সফর । যদিও RSS-এর দক্ষিণবঙ্গ সম্পাদক জিষ্ণু বসু বলেন, "এটা মোহন ভাগবতের রুটিন সফর । রাজ্যে চারদিন থাকবেন । RSS-এর কাজের রিপোর্ট নিতেই তিনি আসছেন ।"

Intro:10-09-19


সুজয় ঘোষ, কলকাতা



কলকাতা: ফের শহরে আসছেন রাষ্ট্রিয় স্বয়ংসেবক সংঘের চালক মোহন ভাগবত। এবার ৪ দিনের সফরে তিনি রাজ্যে আসছে। এই প্রথম তিনি বিজেপির সাংগঠনিক রিপোর্ট নিতে দিলীপ ঘোষ- সুব্রত চট্টোপাধ্যায় সহ বিজেপির ৫ জন সাধারণ সম্পাদক সহ বিজেপির মূল।সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত ১০ জন কে তলব করা হয়েছে বলেও সূত্রের খবর।



RSS সূত্রের খবর, ১৯ সেপ্টেম্বর রাজ্যে আসছেন তিনি। ১৯-২০ সেপ্টেম্বর তিনি কলকাতায় থাকবেন। ২১-২২ সেপ্টেম্বর উলুবেড়িয়ায় RSS এর একটি ট্রেনিং শিবিরে বিজেপির সঙ্গে সম্বন্নয় বৈঠক করবেন মোহন ভগাবত। এই দুই দিন বৈঠকে বিজেপির ১০ জন নেতৃত্বকে তলব করা হয়েছে। এই ট্রেনিং ক্যাম্পে টানা ২ দিন থাকতেও হবে বিজেপির সমস্ত নেতৃত্বকে। ২৩ সেপ্টেম্বর তার দিল্লি ফিরে যাওয়ার কথা । আগষ্ট মাসে দু’বার শহরে এসেছিলেন তিনি। মূলত সাংগঠনিক কাজেই তাঁর রাজ্য সফর। আগামীদিনে যে বাংলাকেই পাখির চোখ করতে চাইছে আরএসএস, তা ইতিমধ্যে স্পষ্ট। তাই এই সফরে বিজেপির সাংগঠনিক অবস্থা কেমন তার রিপোর্ট নেবেন ভাগবত, এমনটাই জানা গিয়েছে। বিজেপির সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় ও বিজেপির রাজ্য সভপতি দিলীপ ঘোষের সঙ্গেও আলাদা বৈঠক করবেন বলেও জানা গিয়েছে।


RSS এর দক্ষিণবঙ্গের সম্পাদক জিষ্ণু বসু বলেন, " এটা মোহন ভাগবত এর রুটিং সফর। রাজ্যে ৪ দিন থাকবেন। দিল্লি থেকে অনুষ্ঠিক ভাবে আমাদের জানানো হয়েছে। মূলত- RSS এর কাজের রিপোর্ট নিতেই তার রাজ্য সফর।




ঘনঘন ভাগবতের পশ্চিমবঙ্গ সফরে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।‌ কারণ, গত কয়েক বছরে মোহন ভাগবত এতবার পশ্চিমবঙ্গ সফরে এসেছেন তা মনে করতে পারছেন না অতি বড় রাজনৈতিক সমালোচক। বাংলার রাজনৈতিক মহল মনে করছে, ২০২১সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এই নেতা বারবার বাংলায় আসছেন। কেবলমাত্র হিন্দু ভোটব্যাঙ্কে ভর করেই রাজ্যে ১৮টি আসন পেয়েছে বিজেপি। সেই ভিতের ওপর পা রেখেই পশ্চিমবঙ্গ দখল করতে চায় গেরুয়া শিবিরের নেতারা। তাই বিধানসভা ভোটযুদ্ধের জমি তৈরি করতেই ভাগবতের বারবার বাংলায় আগমন বলেই মনে করছে রাজনৈতিক মহল।
Body:কপিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.