ETV Bharat / state

সংক্রমণ বাড়ছে, কোরোনা পরিস্থিতিতে জনস্বার্থে যে কোনও সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন : রাজ্যপাল

ভয়াবহ হারে বাড়ছে রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা । এই সময়ে রাজনৈতিক স্বার্থ ভেবে নয়, মানুষের কথা ভেবে সিদ্ধান্ত নেওয়ার বার্তা দিলেন রাজ্যপাল ।

Governor
রাজ্যপাল
author img

By

Published : Jun 7, 2020, 8:58 AM IST

কলকাতা, 7 জুন : পঞ্চম দফা লকডাউনে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাজ্যের পরিস্থিতি । কিন্তু লাফিয়ে বাড়ছে কোরোনা সংক্রমণ । গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনা আক্রান্ত হয়েছেন 435 জন । যা একদিনে আক্রান্তের নিরিখে সর্বোচ্চ । মৃত্যুতেও সর্বোচ্চ রেকর্ড ছিল কাল । যা নিয়ে রীতিমতো চিন্তায় প্রশাসন । এই পরিস্থিতিতে, কোরোনা সংক্রমণ রুখতে বাড়তি সচেতনতা ও প্রয়োজনীয় ক্ষেত্রে কঠোর পদক্ষেপ করার বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । বললেন, গতকালের সংক্রমিতের সংখ্যা দেখে বোঝা যাচ্ছে ভয়াবহ পরিস্থিতির দিকে এগোচ্ছি ।

  • Highest single-day spike in number of Covid-19 cases was recorded june 6.

    Ensure compliance of Protocol to avert catastrophic situation.

    Tough measures @MamataOfficial needed as there is cliff hanging situation.

    Decisions must be inspired by public interest and not politics.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুক্রবার পর্যন্ত রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যাটা ছিল 7 হাজার 303 । সেটিও ছিল ওইদিন পর্যন্ত সর্বোচ্চ । তারপর ফের গতকাল নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ে । এই নিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 7738 । আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃতুও । এপর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে রাজ্য়ে মোট 311 জনের মৃত্যু হয়েছে । শুক্রবার পর্যন্ত যা ছিল 294 । গতকালই 17 জনের মৃত্যু হয়েছে । পাশাপাশি এখনও পর্যন্ত কোমর্বিডিটিতে মৃত্য়ু হয়েছে 72 জনের ।

এই নিয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে রাজ্যপাল টুইট করেন । কোরোনা রুখতে কঠোর পদক্ষেপ করার বার্তা দেন । বলেন, "সংকটজনকভাবে রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা বাড়ছে । ফলে সাবধান হওয়ার সময় । 31 মে থেকে 6 জুন পর্যন্ত রোজই এই সংখ্যাটা বেড়েছে । এটি চোখ খুলে দিয়েছে ।" টুইটে তিনি যে পরিসংখ্যান দিয়েছেন তাতে দেখা যাচ্ছে এক সপ্তাহ আগে অর্থাৎ 31 মে রাজ্যে যে পরিমাণ কোরোনা আক্রান্ত ছিল তার সাত দিনেই সেটা প্রায় দু'হাজারেরও বেশি বেড়েছে ।

এর পাশাপাশি তিনি আরেকটি টুইট করে মুখ্যমন্ত্রীকে বার্তা দেন, এখনও পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্ত রাজ্যে । বিপর্যয় এড়াতে নিয়ম ঠিকঠাক মানা হোক । প্রয়োজনে কঠোর পদক্ষেপ করা হোক । আর এই সময়ে রাজনৈতিক স্বার্থ ভেবে নয়, মানুষের কথা ভেবে যে কোনও সিদ্ধান্ত নেওয়া হোক ।

কলকাতা, 7 জুন : পঞ্চম দফা লকডাউনে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাজ্যের পরিস্থিতি । কিন্তু লাফিয়ে বাড়ছে কোরোনা সংক্রমণ । গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনা আক্রান্ত হয়েছেন 435 জন । যা একদিনে আক্রান্তের নিরিখে সর্বোচ্চ । মৃত্যুতেও সর্বোচ্চ রেকর্ড ছিল কাল । যা নিয়ে রীতিমতো চিন্তায় প্রশাসন । এই পরিস্থিতিতে, কোরোনা সংক্রমণ রুখতে বাড়তি সচেতনতা ও প্রয়োজনীয় ক্ষেত্রে কঠোর পদক্ষেপ করার বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । বললেন, গতকালের সংক্রমিতের সংখ্যা দেখে বোঝা যাচ্ছে ভয়াবহ পরিস্থিতির দিকে এগোচ্ছি ।

  • Highest single-day spike in number of Covid-19 cases was recorded june 6.

    Ensure compliance of Protocol to avert catastrophic situation.

    Tough measures @MamataOfficial needed as there is cliff hanging situation.

    Decisions must be inspired by public interest and not politics.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুক্রবার পর্যন্ত রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যাটা ছিল 7 হাজার 303 । সেটিও ছিল ওইদিন পর্যন্ত সর্বোচ্চ । তারপর ফের গতকাল নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ে । এই নিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 7738 । আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃতুও । এপর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে রাজ্য়ে মোট 311 জনের মৃত্যু হয়েছে । শুক্রবার পর্যন্ত যা ছিল 294 । গতকালই 17 জনের মৃত্যু হয়েছে । পাশাপাশি এখনও পর্যন্ত কোমর্বিডিটিতে মৃত্য়ু হয়েছে 72 জনের ।

এই নিয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে রাজ্যপাল টুইট করেন । কোরোনা রুখতে কঠোর পদক্ষেপ করার বার্তা দেন । বলেন, "সংকটজনকভাবে রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা বাড়ছে । ফলে সাবধান হওয়ার সময় । 31 মে থেকে 6 জুন পর্যন্ত রোজই এই সংখ্যাটা বেড়েছে । এটি চোখ খুলে দিয়েছে ।" টুইটে তিনি যে পরিসংখ্যান দিয়েছেন তাতে দেখা যাচ্ছে এক সপ্তাহ আগে অর্থাৎ 31 মে রাজ্যে যে পরিমাণ কোরোনা আক্রান্ত ছিল তার সাত দিনেই সেটা প্রায় দু'হাজারেরও বেশি বেড়েছে ।

এর পাশাপাশি তিনি আরেকটি টুইট করে মুখ্যমন্ত্রীকে বার্তা দেন, এখনও পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্ত রাজ্যে । বিপর্যয় এড়াতে নিয়ম ঠিকঠাক মানা হোক । প্রয়োজনে কঠোর পদক্ষেপ করা হোক । আর এই সময়ে রাজনৈতিক স্বার্থ ভেবে নয়, মানুষের কথা ভেবে যে কোনও সিদ্ধান্ত নেওয়া হোক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.