ETV Bharat / state

Akhil Giri on Land Corruption: 'খোঁজ নিয়ে দেখব !' শুভেন্দুর জমি দুর্নীতির অভিযোগে জবাব অখিলের - আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারের

কলকাতার আলিপুর সংশোধনাগারে (Alipore Central Correctional Home) কি 'জমি দুর্নীতি' হয়েছে ? এর সরাসরি কোনও উত্তর দিলেন না রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি (Akhil Giri on Land Corruption) ৷ বদলে কী বললেন তিনি ?

Akhil Giri Reply on Land Corruption allegation of Alipore Central Correctional Home
ফাইল ছবি
author img

By

Published : Mar 16, 2023, 5:22 PM IST

কলকাতা, 16 মার্চ: কলকাতার আলিপুর সংশোধনাগারের (Alipore Central Correctional Home) 'জমি দুর্নীতি' নিয়ে অবশেষে মুখ খুললেন রাজ্যে কারা প্রতিমন্ত্রী অখিল গিরি (Akhil Giri on Land Corruption) ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অভিযোগ, আলিপুর সংশোধনাগারের 5.6 একর জমিতে আবাসন প্রকল্প তৈরি করতে গিয়ে মোটা অঙ্কের রাজস্ব ক্ষতি হয়েছে রাজ্যের ! এ নিয়ে প্রশ্ন করা হলে অখিল অবশ্য সোজাসাপটা কোনও উত্তর দেননি ৷ দুর্নীতি হয়নি, এমন দাবিও করেননি ! বদলে জানিয়েছেন, "যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা রাজ্যপালকে চিঠি লিখেছেন, তার সঙ্গে রাজ্য সরকারের তিন-চারটি দফতর জড়িয়ে আছে ৷ আমি আমার দফতরের বিষয়ে বলতে পারি ৷ কিন্তু, অন্য দফতরগুলি সম্পর্কে আমার পক্ষে কিছু বলা সম্ভব নয় ৷ আমাকে খোঁজ নিতে হবে ৷ এখনও আমি সমস্ত দফতরের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারিনি ৷ তাদের সঙ্গে যোগাযোগ করে তথ্য সংগ্রহের পরই এ নিয়ে নির্দিষ্ট কোনও মন্তব্য করতে পারব ৷"

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমও ৷ বৃহস্পতিবার বিধানসভায় তিনি বলেন, "আলিপুর সংশোধনাগার চত্বরের ভিতর কোনও প্লট বিক্রির বিষয় নেই ৷ কাউকে সেই প্লট দেওয়ারও ব্যাপার নেই ৷ পুরোটাই রাজ্য সরকারের নিজস্ব জমিতে এবং নিজস্ব উদ্যোগে করা হচ্ছে ৷ মানুষ এখন মিউজিয়াম দেখতে যাচ্ছে ৷ আমি বিরোধী দলনেতাকে বলব, আপনি নিজে গিয়ে একদিন এই মিউজিয়াম ভিজিট করে আসুন ৷ আপনার যে ভুল ধারণা রয়েছে, তা ভেঙ্গে যাবে ৷ আপনার মধ্যে যে প্রকৃত জাতীয়তাবাদী দেশপ্রেম আগে ছিল, তা আবার জাগ্রত হবে !"

বিরোধী দলনেতাকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও ৷ এদিন এই প্রসঙ্গে তিনি বলেন, "এখানে রাজ্যপালকে চিঠি দিয়ে কী হবে ! তিনি কী করবেন ? আলিপুর সংশোধনাগার নিয়ে রাজ্য সরকারকে বাস্তবসম্মত কিছু পদক্ষেপ করতে হয়েছে ৷ একদিকে সংশোধনাগারের আধুনিকীকরণ করা হচ্ছে, অন্যদিকে পুরনো সংশোধনাগারের জমিতে তৈরি হয়েছে মিউজিয়াম ৷ সেখানে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস রয়েছে ৷ একটি বৃহত্তম প্রকল্প সামনে রেখে এগোচ্ছে রাজ্য সরকার ৷ এক্ষেত্রে ওঁর (শুভেন্দু অধিকারীর) যা ইচ্ছা হচ্ছে বলছেন ৷ তাতে বাড়তি গুরুত্ব দেওয়ার কিছু নেই !"

আরও পড়ুন: রাজনীতির স্বার্থে ইতিহাস বদলে দেওয়া হচ্ছে ! তোপ মমতার

প্রসঙ্গত, শুভেন্দুর অভিযোগ, আবাসন প্রকল্প তৈরির জন্য আলিপুর সংশোধনাগার চত্বরের 5.6 একর জমি সংশ্লিষ্ট সংস্থাকে অত্যন্ত কম দামে দেওয়া হয়েছে ৷ এর ফলে রাজ্য়ের রাজস্ব ক্ষতি হয়েছে 876 কোটি টাকা ৷ বুধবারই এ নিয়ে রাজ্যপালকে চিঠি লিখেছেন শুভেন্দু ৷ লক্ষ্যণীয় বিষয় হল, শুভেন্দুর অভিযোগের জবাব দিতে গিয়ে 'দুর্নীতি হয়নি', এমনটা জোর গলায় বলতে শোনা যায়নি অখিল গিরিকে !

কলকাতা, 16 মার্চ: কলকাতার আলিপুর সংশোধনাগারের (Alipore Central Correctional Home) 'জমি দুর্নীতি' নিয়ে অবশেষে মুখ খুললেন রাজ্যে কারা প্রতিমন্ত্রী অখিল গিরি (Akhil Giri on Land Corruption) ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অভিযোগ, আলিপুর সংশোধনাগারের 5.6 একর জমিতে আবাসন প্রকল্প তৈরি করতে গিয়ে মোটা অঙ্কের রাজস্ব ক্ষতি হয়েছে রাজ্যের ! এ নিয়ে প্রশ্ন করা হলে অখিল অবশ্য সোজাসাপটা কোনও উত্তর দেননি ৷ দুর্নীতি হয়নি, এমন দাবিও করেননি ! বদলে জানিয়েছেন, "যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা রাজ্যপালকে চিঠি লিখেছেন, তার সঙ্গে রাজ্য সরকারের তিন-চারটি দফতর জড়িয়ে আছে ৷ আমি আমার দফতরের বিষয়ে বলতে পারি ৷ কিন্তু, অন্য দফতরগুলি সম্পর্কে আমার পক্ষে কিছু বলা সম্ভব নয় ৷ আমাকে খোঁজ নিতে হবে ৷ এখনও আমি সমস্ত দফতরের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারিনি ৷ তাদের সঙ্গে যোগাযোগ করে তথ্য সংগ্রহের পরই এ নিয়ে নির্দিষ্ট কোনও মন্তব্য করতে পারব ৷"

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমও ৷ বৃহস্পতিবার বিধানসভায় তিনি বলেন, "আলিপুর সংশোধনাগার চত্বরের ভিতর কোনও প্লট বিক্রির বিষয় নেই ৷ কাউকে সেই প্লট দেওয়ারও ব্যাপার নেই ৷ পুরোটাই রাজ্য সরকারের নিজস্ব জমিতে এবং নিজস্ব উদ্যোগে করা হচ্ছে ৷ মানুষ এখন মিউজিয়াম দেখতে যাচ্ছে ৷ আমি বিরোধী দলনেতাকে বলব, আপনি নিজে গিয়ে একদিন এই মিউজিয়াম ভিজিট করে আসুন ৷ আপনার যে ভুল ধারণা রয়েছে, তা ভেঙ্গে যাবে ৷ আপনার মধ্যে যে প্রকৃত জাতীয়তাবাদী দেশপ্রেম আগে ছিল, তা আবার জাগ্রত হবে !"

বিরোধী দলনেতাকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও ৷ এদিন এই প্রসঙ্গে তিনি বলেন, "এখানে রাজ্যপালকে চিঠি দিয়ে কী হবে ! তিনি কী করবেন ? আলিপুর সংশোধনাগার নিয়ে রাজ্য সরকারকে বাস্তবসম্মত কিছু পদক্ষেপ করতে হয়েছে ৷ একদিকে সংশোধনাগারের আধুনিকীকরণ করা হচ্ছে, অন্যদিকে পুরনো সংশোধনাগারের জমিতে তৈরি হয়েছে মিউজিয়াম ৷ সেখানে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস রয়েছে ৷ একটি বৃহত্তম প্রকল্প সামনে রেখে এগোচ্ছে রাজ্য সরকার ৷ এক্ষেত্রে ওঁর (শুভেন্দু অধিকারীর) যা ইচ্ছা হচ্ছে বলছেন ৷ তাতে বাড়তি গুরুত্ব দেওয়ার কিছু নেই !"

আরও পড়ুন: রাজনীতির স্বার্থে ইতিহাস বদলে দেওয়া হচ্ছে ! তোপ মমতার

প্রসঙ্গত, শুভেন্দুর অভিযোগ, আবাসন প্রকল্প তৈরির জন্য আলিপুর সংশোধনাগার চত্বরের 5.6 একর জমি সংশ্লিষ্ট সংস্থাকে অত্যন্ত কম দামে দেওয়া হয়েছে ৷ এর ফলে রাজ্য়ের রাজস্ব ক্ষতি হয়েছে 876 কোটি টাকা ৷ বুধবারই এ নিয়ে রাজ্যপালকে চিঠি লিখেছেন শুভেন্দু ৷ লক্ষ্যণীয় বিষয় হল, শুভেন্দুর অভিযোগের জবাব দিতে গিয়ে 'দুর্নীতি হয়নি', এমনটা জোর গলায় বলতে শোনা যায়নি অখিল গিরিকে !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.