কলকাতা, 20 নভেম্বর: দীর্ঘ চেষ্টার পরেও শেষে বাঁচানো গেল না ঐন্দ্রিলাকে ৷ রবিবার বেসরকারি হাসপাতালে প্রয়াত হলেন ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sarma no more) ৷ 1 নভেম্বর অভিনেত্রীর স্ট্রোক হয় ৷ মাথায় রক্ত জমাট বাঁধে ৷ তড়িঘড়ি তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ 20 দিন ধরে লড়াই চালিয়ে গিয়েছেন 'ঝুমুর'-এর অভিনেত্রী ৷ তাঁর সঙ্গে ছিলেন চিকিৎসকেরা, তাঁর পরিবার, আত্মীয় এবং ঐন্দ্রিলার বন্ধু সব্যসাচী চৌধুরী ৷ 1997 সালের 5 ফেব্রুয়ারি বহরমপুরে জন্মগ্রহণ করেন ঐন্দ্রিলা ৷ মাত্র 24 বছর বয়সেই থেমে গেল পথ চলা ৷
এর আগে 2015 সালে ঐন্দ্রিলার বোনম্যারো ক্যানসার ধরা পড়ে ৷ তখন তিনি উচ্চমাধ্যমিক স্তরের পড়াশোনা করছিলেন ৷ দীর্ঘ দিন কেমোথেরাপির পর তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসেন ৷ এরপর 'ঝুমুর' সিরিয়াল দিয়ে তাঁর অভিনয় জীবনে হাতেখড়ি ৷ 'জিয়ন কাঠি'তেও অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়েছিলেন ঐন্দ্রিলা ৷ কিন্তু 2021 সালে শুটিংয়ের সেটেই তিনি বুকে ব্যথা অনুভব করেন এবং অসুস্থ হয়ে পড়েন ৷ পরে জানা যায় ফের ক্য়ানসার বাসা বেঁধেছে তাঁর ফুসফুসে ৷ আবার শুরু জীবনযুদ্ধ ৷ ফের কেমো-সহ ক্যানসারের প্রয়োজনীয় চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন অভিনেত্রী ৷ ঐন্দ্রিলার অনুরাগীরা তাঁকে রঙিন পর্দায় দেখতে পাবেন- এই আশায় বুক বেঁধেছিলেন ৷ কিন্তু হার-না-মানা-হার ঐন্দ্রিলার শ্বাস থেমে গেল ৷ তবে, এই ছোট্ট জীবনের বিশাল যুদ্ধ নিয়ে তিনি বেঁচে থাকবেন অনুরাগীদের মাঝে ৷
আরও পড়ুন: 'মিউজিক কম্পোজারদের জন্য ছিল অবারিত দ্বার', সলিলের জন্মদিনে স্মৃতিমেদুর দেবজ্যোতি
বেসরকারি হাসপাতাল ঐন্দ্রিলার মৃত্যুর পর একটি বিবৃতি জারি করেছে ৷ তাতে জানানো হয়েছে, 1 নভেম্বর দুপুরে তাঁকে কোমাটোজ অবস্থায় নিয়ে আসা হয় ৷ সঙ্গে সঙ্গে তাঁকে ভেন্টিলেটরে রাখা হয় ৷ তাঁর সিটি স্ক্যান করে দেখা যায় মস্তিষ্কের বাঁ পাশে রক্তক্ষরণ হয়েছে ৷ তাই নিউরোসার্জন ওই জমাট বাঁধা রক্ত বের করতে জটিল অস্ত্রোপচার করেন ৷
টেলিঅভিনেত্রীর চিকিৎসায় একটি বিশেষ দল গঠন করা হয়েছিল ৷ তাতে ছিলেন নিউরোসার্জন, নিউরোলজিস্ট, ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট, ইনফেকশন ডিজিজ স্পেশালিস্ট, মেডিক্যাল অনকোলজিস্ট, রেডিয়োলজিস্ট এবং রেডিয়েশন অনকোলজিস্ট ৷ তাঁরা সবাই মিলে প্রতিদিন ঐন্দ্রিলাকে বাঁচানোর চেষ্টা চালিয়ে গিয়েছেন ৷ ভেন্টিলেটরে থাকাকালীনও তাঁর মধ্যে বেঁচে থাকার সাড়া মিলেছিল ৷
তবে অস্ত্রোপচারের 10 দিন পরে তাঁর আবার একটি স্ট্রোক হয় ৷ মস্তিষ্কের বাঁপাশে ফের রক্তক্ষরণ ৷ পরে আবার একটি স্ট্রোকে ডান পাশের মস্তিষ্কে রক্তক্ষরণ হয় ৷ ভিতরে ভিতরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল, সেই জন্য দু-দু'বার স্ট্রোক হয়, জানিয়েছেন চিকিৎসকেরা ৷ তিনি ক্রমশ জ্ঞান হারাতে থাকেন এবং তাঁর ভেন্টিলেটর সাপোর্ট বাড়ানো হয় ৷
এভাবে প্রতিদিন একদিকে যেমন ঐন্দ্রিলা নিজের লড়াই চালিয়ে গিয়েছেন ৷ অন্যদিকে চিকিৎসকেরাও নিরন্তর চেষ্টা করেছেন, যদি কোনও ভাবে তরুণ অভিনেত্রীকে ফিরিয়ে আনা যায় ৷ কিন্তু দিনে দিনে তাঁর শারীরিক অবস্থা আরও আশঙ্কাজনক হতে থাকে ৷ এরপর তিনি হৃদরোগে আক্রান্ত হন ৷ ঐন্দ্রিলার পরিবার এসময় হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকদের উপর ভরসা রেখেছিলেন ৷ সব রকম প্রচেষ্টা সত্ত্বেও 20 নভেম্বর, 2022 তারিখে দুপুর 12.59 মিনিটে তিনি মারা যান ৷ হাসপাতালের তরফে ঐন্দ্রিলার পরিবার-পরিজন, বন্ধু, আত্মীয়, সহকর্মী- সকলের প্রতি সমবেদনা জানানো হয়েছে ৷
আরও পড়ুন: 'আরেকটু থাকতে দাও ওকে..' ঐন্দ্রিলাকে নিয়ে ভুয়ো খবরের জেরে পোস্ট সব্যসাচীর