ETV Bharat / state

সাম্প্রদায়িকতা বিরোধী দিবসে কৃষকদের আন্দোলনের সমর্থনে বাইক মিছিল

author img

By

Published : Dec 6, 2020, 10:44 PM IST

এআইডিওয়াইও-র তরফে জানানো হয়েছে, একদিকে যেমন দেশের শাসকদল হীনস্বার্থে সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে ৷

AIDYO's bike procession in support of the farmer's movement on the day of anti-communalism
সাম্প্রদায়িকতা বিরোধী দিবসে কৃষকদের আন্দোলনের সমর্থনে বাইক মিছিল AIDYO - র

কলকাতা, 6 ডিসেম্বর : সাম্প্রদায়িকতা বিরোধী দিবসে কৃষকদের আন্দোলনকে সংহতি জানিয়ে কলকাতায় বাইক মিছিল করল একটি যুব সংগঠন । পাশাপাশি আন্দোলনরত কৃষকদের ডাকা আগামী 8 ডিসেম্বরের ভারত বনধে সমর্থন জানাল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজ়েশন (এআইডিওয়াইও) ৷

আজ সাম্প্রদায়িকতা বিরোধী দিবস । এআইডিওয়াইও-র তরফে জানানো হয়েছে, একদিকে যেমন দেশের শাসকদল হীনস্বার্থে সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে ৷ অন্যদিকে, কৃষি ও কৃষক স্বার্থ বিরোধী আইনের বিরুদ্ধে লাখ লাখ কৃষকের আন্দোলনকে ভাঙতে নির্যাতন চালাচ্ছে । ইতিহাসের এই সমাপতনে কৃষকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে এই সাম্প্রদায়িকতা বিরোধী দিবসে সম্প্রীতি বাইক মিছিল করা হয়েছে । এই বাইক মিছিলের যাত্রা শুরু হয় মৌলালি থেকে । এরপর মিছিল পাকসার্কাস, বালিগঞ্জ, গড়িয়াহাট হয়ে রাসবিহারী মোড়ে গিয়ে পৌঁছায় । সেখানে সংক্ষিপ্ত সভার পরে এই সম্প্রীতি বাইক মিছিলের কর্মসূচি শেষ হয় ।

সাম্প্রদায়িকতা বিরোধী দিবসে কৃষকদের আন্দোলনের সমর্থনে বাইক মিছিল AIDYO - র

সংক্ষিপ্ত এই সভায় এই যুব সংগঠনের রাজ্য সম্পাদক নিরঞ্জন নস্কর বলেন, " দিল্লিতে ঘটে চলা এই কৃষক আন্দোলন এক নতুন অধ্যায়ের সূচনা করল । আমাদের সংগঠনের পক্ষ থেকে এই আন্দোলনকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি । এই আন্দোলনের ধারাবাহিকতায় আগামী 8 ডিসেম্বর কৃষক সংগঠনগুলির ডাকা ধর্মঘটকেও আমরা সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি । "

কলকাতা, 6 ডিসেম্বর : সাম্প্রদায়িকতা বিরোধী দিবসে কৃষকদের আন্দোলনকে সংহতি জানিয়ে কলকাতায় বাইক মিছিল করল একটি যুব সংগঠন । পাশাপাশি আন্দোলনরত কৃষকদের ডাকা আগামী 8 ডিসেম্বরের ভারত বনধে সমর্থন জানাল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজ়েশন (এআইডিওয়াইও) ৷

আজ সাম্প্রদায়িকতা বিরোধী দিবস । এআইডিওয়াইও-র তরফে জানানো হয়েছে, একদিকে যেমন দেশের শাসকদল হীনস্বার্থে সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে ৷ অন্যদিকে, কৃষি ও কৃষক স্বার্থ বিরোধী আইনের বিরুদ্ধে লাখ লাখ কৃষকের আন্দোলনকে ভাঙতে নির্যাতন চালাচ্ছে । ইতিহাসের এই সমাপতনে কৃষকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে এই সাম্প্রদায়িকতা বিরোধী দিবসে সম্প্রীতি বাইক মিছিল করা হয়েছে । এই বাইক মিছিলের যাত্রা শুরু হয় মৌলালি থেকে । এরপর মিছিল পাকসার্কাস, বালিগঞ্জ, গড়িয়াহাট হয়ে রাসবিহারী মোড়ে গিয়ে পৌঁছায় । সেখানে সংক্ষিপ্ত সভার পরে এই সম্প্রীতি বাইক মিছিলের কর্মসূচি শেষ হয় ।

সাম্প্রদায়িকতা বিরোধী দিবসে কৃষকদের আন্দোলনের সমর্থনে বাইক মিছিল AIDYO - র

সংক্ষিপ্ত এই সভায় এই যুব সংগঠনের রাজ্য সম্পাদক নিরঞ্জন নস্কর বলেন, " দিল্লিতে ঘটে চলা এই কৃষক আন্দোলন এক নতুন অধ্যায়ের সূচনা করল । আমাদের সংগঠনের পক্ষ থেকে এই আন্দোলনকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি । এই আন্দোলনের ধারাবাহিকতায় আগামী 8 ডিসেম্বর কৃষক সংগঠনগুলির ডাকা ধর্মঘটকেও আমরা সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.