ETV Bharat / state

'গো ব্যাক', প্রধানমন্ত্রী শহরে আসার আগেই বিক্ষোভ শহরে - narendra modi reaches Kolkata

নাগরিকত্ব সংশোধনী আইন (2019) ও জাতীয় নাগরিকপঞ্জি (NRC)-র বিরোধিতা করে প্রায় এক মাস ধরে প্রতিবাদ চলছে কলকাতায় । সংবিধানের অবমাননা হচ্ছে, এই দাবিতে প্রতিবাদীদের মধ্যে এখনও রয়েছে ক্ষোভ । এই উত্তাল সময়ে নরেন্দ্র মোদি শহরে আসাকে ঘিরে আবার বিক্ষোভ শুরু হয়েছে । আজ সকালে লেনিন সরণিতে জমায়েত হয় নাগরিক মঞ্চ । তাদের তরফে কয়েকজন সদস্য 'ইনকিলাব জ়িন্দাবাদ' স্লোগান তোলেন । পোড়ান নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা । তাঁদের পোস্টারে লেখা, 'বাড়ি যান নরেন্দ্র মোদি' ।

kolkata
kolkata
author img

By

Published : Jan 11, 2020, 12:11 PM IST

কলকাতা, 11 জানুয়ারি : আর কিছুক্ষণের মধ্যেই এ শহরে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগেই বিক্ষোভের যে আঁচ পাওয়া যাচ্ছিল তার প্রভাব দেখা গেল আজ সকালে লেনিন সরণিতে । স্লোগান উঠল 'নরেন্দ্র মোদি গো ব্যাক' । পোস্টারে লেখা 'প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত শহর' । পোড়ানো হয় নরেন্দ্র মোদির কুশপুতুল ।

নাগরিকত্ব সংশোধনী আইন (2019) ও জাতীয় নাগরিকপঞ্জির বিরোধিতা করে প্রায় এক মাস ধরে প্রতিবাদ চলছে কলকাতায় । সংবিধানের অবমাননা হচ্ছে, এই দাবিতে প্রতিবাদীদের মধ্যে এখনও রয়েছে ক্ষোভ । এই উত্তাল সময়ে নরেন্দ্র মোদি শহরে আসাকে ঘিরে আবার বিক্ষোভ শুরু হয়েছে । আজ সকালে লেনিন সরণিতে জমায়েত হয় নাগরিক মঞ্চ । তাদের তরফে কয়েকজন সদস্য 'ইনকিলাব জ়িন্দাবাদ' স্লোগান তোলেন । পোড়ান নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা । তাঁদের পোস্টারে লেখা, 'বাড়ি যান নরেন্দ্র মোদি' ।

পোড়ানো হল প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা

শনিবার ও রবিবার শহরে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন নরেন্দ্র মোদি । বিক্ষোভের আঁচ পেয়ে ইতিমধ্যেই কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে । গোপন রয়েছে প্রধানমন্ত্রীর 'মিনিট টু মিনিট' কর্মসূচি । পুলিশ সূত্রে খবর, দুপুর 2 টোয় দিল্লি থেকে বিমানে কলকাতার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী । এদিকে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে একাধিক ছাত্র সংগঠন । তাদের উদ্যোগে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে । আজ দুপুর 1.30 মিনিটে নন্দন চত্বরে জমায়েত হয়ে রাজভবন পর্যন্ত মিছিল যাওয়ার কথা । শহরের রাস্তায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ ।

প্রতিবাদে মুখর নাগরিক মঞ্চ। লেনিন সরণির ঘটনায় পুলিশ কাউকে আটক না করলেও, বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এই আইন বাতিলের দাবিতে শহরজুড়ে বিক্ষোভ দেখায় রাজ্যের বিরোধীদলের সংগঠনগুলি। সেই সঙ্গে রয়েছে বেশ কিছু অরাজনৈতিক সংগঠনও ৷

কলকাতা, 11 জানুয়ারি : আর কিছুক্ষণের মধ্যেই এ শহরে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগেই বিক্ষোভের যে আঁচ পাওয়া যাচ্ছিল তার প্রভাব দেখা গেল আজ সকালে লেনিন সরণিতে । স্লোগান উঠল 'নরেন্দ্র মোদি গো ব্যাক' । পোস্টারে লেখা 'প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত শহর' । পোড়ানো হয় নরেন্দ্র মোদির কুশপুতুল ।

নাগরিকত্ব সংশোধনী আইন (2019) ও জাতীয় নাগরিকপঞ্জির বিরোধিতা করে প্রায় এক মাস ধরে প্রতিবাদ চলছে কলকাতায় । সংবিধানের অবমাননা হচ্ছে, এই দাবিতে প্রতিবাদীদের মধ্যে এখনও রয়েছে ক্ষোভ । এই উত্তাল সময়ে নরেন্দ্র মোদি শহরে আসাকে ঘিরে আবার বিক্ষোভ শুরু হয়েছে । আজ সকালে লেনিন সরণিতে জমায়েত হয় নাগরিক মঞ্চ । তাদের তরফে কয়েকজন সদস্য 'ইনকিলাব জ়িন্দাবাদ' স্লোগান তোলেন । পোড়ান নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা । তাঁদের পোস্টারে লেখা, 'বাড়ি যান নরেন্দ্র মোদি' ।

পোড়ানো হল প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা

শনিবার ও রবিবার শহরে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন নরেন্দ্র মোদি । বিক্ষোভের আঁচ পেয়ে ইতিমধ্যেই কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে । গোপন রয়েছে প্রধানমন্ত্রীর 'মিনিট টু মিনিট' কর্মসূচি । পুলিশ সূত্রে খবর, দুপুর 2 টোয় দিল্লি থেকে বিমানে কলকাতার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী । এদিকে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে একাধিক ছাত্র সংগঠন । তাদের উদ্যোগে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে । আজ দুপুর 1.30 মিনিটে নন্দন চত্বরে জমায়েত হয়ে রাজভবন পর্যন্ত মিছিল যাওয়ার কথা । শহরের রাস্তায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ ।

প্রতিবাদে মুখর নাগরিক মঞ্চ। লেনিন সরণির ঘটনায় পুলিশ কাউকে আটক না করলেও, বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এই আইন বাতিলের দাবিতে শহরজুড়ে বিক্ষোভ দেখায় রাজ্যের বিরোধীদলের সংগঠনগুলি। সেই সঙ্গে রয়েছে বেশ কিছু অরাজনৈতিক সংগঠনও ৷

Intro:Body:VideoConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.