ETV Bharat / state

App Cab Agitation: পরীক্ষা মিটলেই পরিষেবা বন্ধের হুঁশিয়ারি, আন্দোলনে অ্য়াপ ক্যাবচালক ও মালিকরা - আন্দোলনে অ্য়াপ ক্যাবচালক ও মালিকরা

শহর ও শহরতলিজুড়ে পরিষেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন অ্য়াপ ক্যাবচালক ও মালিকরা ৷ শুক্রবার নানা দাবি সামনে কলকাতায় একটি বিক্ষোভ কর্মসূচি পালন করেন তাঁরা (App Cab Agitation) ৷

Agitation by App Cab Drivers and Owners in Kolkata
আন্দোলন
author img

By

Published : Mar 10, 2023, 9:30 PM IST

পরিষেবা বন্ধের হুঁশিয়ারি

কলকাতা, 10 মার্চ: পরীক্ষার মরশুম শেষ হলেই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকার হুঁশিয়ারি দিল অ্যাপ ক্যাব মালিক ও চালকদের সংগঠন ৷ সিটু অনুমোদিত 'কলকাতা ওলা উবর অ্যাপ ক্যাব অপারেটর অ্য়ান্ড ড্রাইভার ইউনিয়ন'-এর পক্ষ থেকে শুক্রবার এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷ এদিন সংগঠনের তরফে রিসবিহারী এলাকায় একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় (App Cab Agitation) ৷ সংশ্লিষ্ট অ্যাপ ক্যাব সংস্থাগুলির পাশাপাশি রাজ্যের সরকার ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে অ্য়াপ ক্যাবের মালিক ও চালকদের ৷ সেসবের স্থায়ী মীমাংসা চেয়েই রাস্তায় নেমে আন্দোলনে সামিল হন বিক্ষোভকারীরা ৷

সংগঠনের পক্ষ থেকে খোকন সাহু বলেন, "আমরা বারবার আন্দোলন করেছি ৷ রাস্তা বসে নুন, ভাত খেয়ে পরিবহণ দফতর ও অ্যাপ ক্যাব সংস্থার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি ৷ রাজ্যের পরিবহণ মন্ত্রীর সঙ্গেও আমাদের কথা হয়েছে ৷ একটি ত্রিপাক্ষিক বৈঠক করা হয়েছে ৷ কিন্তু, আমাদের সমস্য়া মেটেনি ৷ অত্যন্ত কষ্টে ও অনিশ্চয়তার মধ্যে আমাদের দিন কাটছে ৷ তাই আজ সকাল থেকে প্রায় 20 হাজার অ্যাপ ক্যাব রাস্তায় নামেনি ৷ আমাদের দাবি-দাওয়া না মানা হলে আগামী দিনে অ্য়াপ ক্যাব পরিষেবা একেবারে অচল করে দেওয়া হবে ৷ পরীক্ষার মরশুম শেষ হলেই আমরা কঠোর পদক্ষেপ করব ৷"

আন্দোলনকারীদের দাবিগুলির মধ্যে অন্যতম হল, অ্যাপ ক্যাব পরিষেবায় যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে ও চালকদের সুবিধার্থে দ্রুত এগ্রিগেটর আইন কার্যকর করতে হবে ৷ অ্যাপ ক্যাব সংস্থাগুলি 20 শতাংশের বেশি কমিশন নিতে পারবে না ৷ কিলোমিটার প্রতি ভাড়া নির্দিষ্ট হারে বৃদ্ধির ব্যবস্থা করতে হবে ৷ মহিলা চালকদের বিশেষ নিরাপত্তা দিতে হবে ৷ অকারণ আইডি 'ব্লক' করা যাবে না ৷ গাড়ি আটকে পুলিশের হয়রানি চলবে না ৷ পলিউশন সার্টিফিকেট থাকা সত্ত্বেও পুলিশ যে জুলুমবাজি করে, তা বন্ধ করতে হবে ৷

আরও পড়ুন: অ্যাপ ক্যাবে অ্যাগ্রিগেটর আইন প্রণয়ন, আগামী সপ্তাহে বৈঠকে পরিবহণ মন্ত্রী

আন্দোলনকারীদের একাংশ জানিয়েছেন, নানা অজুহাতে অ্য়াপ ক্যাব সংস্থাগুলি বছরের পর বছর ধরে চালকদের আইডি 'ব্লক' করে রেখে দিচ্ছে ৷ ফলে তাঁরা আর গাড়ি চালাতে পারছেন না ৷ অনেক সময় যাত্রীদের সঙ্গে কোনও কারণে কথা কাটাকাটি হলে যাত্রীরা সরাসরি অ্য়াপ ক্যাব সংস্থাকে অভিযোগ করেন ৷ তার জেরেই মূলত আইডি ব্লক করে দেওয়া হয় ৷ চালকরা এই ধরনের বিষয়গুলি আলোচনার মাধ্যমে মিটিয়ে নিতে চাইলেও অ্য়াপ ক্যাব সংস্থাগুলি কোনও সহযোগিতা করে না বলে অভিযোগ ৷

পরিষেবা বন্ধের হুঁশিয়ারি

কলকাতা, 10 মার্চ: পরীক্ষার মরশুম শেষ হলেই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকার হুঁশিয়ারি দিল অ্যাপ ক্যাব মালিক ও চালকদের সংগঠন ৷ সিটু অনুমোদিত 'কলকাতা ওলা উবর অ্যাপ ক্যাব অপারেটর অ্য়ান্ড ড্রাইভার ইউনিয়ন'-এর পক্ষ থেকে শুক্রবার এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷ এদিন সংগঠনের তরফে রিসবিহারী এলাকায় একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় (App Cab Agitation) ৷ সংশ্লিষ্ট অ্যাপ ক্যাব সংস্থাগুলির পাশাপাশি রাজ্যের সরকার ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে অ্য়াপ ক্যাবের মালিক ও চালকদের ৷ সেসবের স্থায়ী মীমাংসা চেয়েই রাস্তায় নেমে আন্দোলনে সামিল হন বিক্ষোভকারীরা ৷

সংগঠনের পক্ষ থেকে খোকন সাহু বলেন, "আমরা বারবার আন্দোলন করেছি ৷ রাস্তা বসে নুন, ভাত খেয়ে পরিবহণ দফতর ও অ্যাপ ক্যাব সংস্থার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি ৷ রাজ্যের পরিবহণ মন্ত্রীর সঙ্গেও আমাদের কথা হয়েছে ৷ একটি ত্রিপাক্ষিক বৈঠক করা হয়েছে ৷ কিন্তু, আমাদের সমস্য়া মেটেনি ৷ অত্যন্ত কষ্টে ও অনিশ্চয়তার মধ্যে আমাদের দিন কাটছে ৷ তাই আজ সকাল থেকে প্রায় 20 হাজার অ্যাপ ক্যাব রাস্তায় নামেনি ৷ আমাদের দাবি-দাওয়া না মানা হলে আগামী দিনে অ্য়াপ ক্যাব পরিষেবা একেবারে অচল করে দেওয়া হবে ৷ পরীক্ষার মরশুম শেষ হলেই আমরা কঠোর পদক্ষেপ করব ৷"

আন্দোলনকারীদের দাবিগুলির মধ্যে অন্যতম হল, অ্যাপ ক্যাব পরিষেবায় যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে ও চালকদের সুবিধার্থে দ্রুত এগ্রিগেটর আইন কার্যকর করতে হবে ৷ অ্যাপ ক্যাব সংস্থাগুলি 20 শতাংশের বেশি কমিশন নিতে পারবে না ৷ কিলোমিটার প্রতি ভাড়া নির্দিষ্ট হারে বৃদ্ধির ব্যবস্থা করতে হবে ৷ মহিলা চালকদের বিশেষ নিরাপত্তা দিতে হবে ৷ অকারণ আইডি 'ব্লক' করা যাবে না ৷ গাড়ি আটকে পুলিশের হয়রানি চলবে না ৷ পলিউশন সার্টিফিকেট থাকা সত্ত্বেও পুলিশ যে জুলুমবাজি করে, তা বন্ধ করতে হবে ৷

আরও পড়ুন: অ্যাপ ক্যাবে অ্যাগ্রিগেটর আইন প্রণয়ন, আগামী সপ্তাহে বৈঠকে পরিবহণ মন্ত্রী

আন্দোলনকারীদের একাংশ জানিয়েছেন, নানা অজুহাতে অ্য়াপ ক্যাব সংস্থাগুলি বছরের পর বছর ধরে চালকদের আইডি 'ব্লক' করে রেখে দিচ্ছে ৷ ফলে তাঁরা আর গাড়ি চালাতে পারছেন না ৷ অনেক সময় যাত্রীদের সঙ্গে কোনও কারণে কথা কাটাকাটি হলে যাত্রীরা সরাসরি অ্য়াপ ক্যাব সংস্থাকে অভিযোগ করেন ৷ তার জেরেই মূলত আইডি ব্লক করে দেওয়া হয় ৷ চালকরা এই ধরনের বিষয়গুলি আলোচনার মাধ্যমে মিটিয়ে নিতে চাইলেও অ্য়াপ ক্যাব সংস্থাগুলি কোনও সহযোগিতা করে না বলে অভিযোগ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.