ETV Bharat / state

উত্তরপ্রদেশের ঘটনায় ক্ষোভে ফুঁসছে কলকাতা, বিক্ষোভ - Kolkata

উত্তরপ্রদেশে ধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তাল কলকাতা । বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ছাড়াও রাজনৈতিক সংগঠনগুলি বিক্ষোভ দেখাল মৌলালি থেকে শ্যামবাজার, পার্ক সার্কাস সর্বত্র ।

Aa
Aa
author img

By

Published : Oct 1, 2020, 6:37 PM IST

কলকাতা, 1 অক্টোবর: উত্তরপ্রদেশের হাথরসের নির্যাতিতার মৃত্যুর পর 48 ঘণ্টা কেটে গিয়েছে । কিন্তু বিক্ষোভের আগুন নেভেনি । সারা দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে তীব্র প্রতিবাদ । ক্ষোভের আগুন কলকাতাতেও । আজ সারাদিন উত্তাল হয়ে রইল কলকাতার বিভিন্ন প্রান্ত ।

বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ছাড়াও রাজনৈতিক সংগঠনগুলি বিক্ষোভ দেখাল মৌলালি থেকে শ্যামবাজার, পার্ক সার্কাস সর্বত্র । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগের দাবিতে মৌলালিতে বিক্ষোভ দেখায় বামপন্থী দলগুলি । নরেন্দ্র মোদি এবং যোগী আদিত্যনাথের কুশপুতুল দাহ করা হয় মৌলালির মোড়ে । অতিবাম এবং অগ্রবাম সংগঠনগুলির পক্ষ থেকে মৌলালিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় । AISA, AIWA, RYA, CPI(ML) লিবারেশন যৌথভাবে মৌলালির মোড়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে থাকে । যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করে ।

CPI(ML) নেতা কার্তিক পাল জানান, "বিবেকের প্রতিভূ মহামান্য রাজ্যপাল জগদীপ ধনকর, নরেন্দ্র মোদি এবং যোগী আদিত্যনাথ এখন নীরব কেন? কোথায় গেল বেটি বাঁচাও বেটি পড়াও মডেল? উত্তরপ্রদেশের ঘটনা আবারও প্রমাণ করে দিল সমগ্র দেশের আইন-শৃঙ্খলার অবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে । নারীদের সম্মান নেই, নিরাপত্তা নেই । উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসন রাতের অন্ধকারে পরিবারের লোককে তালাবন্ধ করে যেভাবে মৃত ধর্ষিতা মেয়েটিকে দাহ করল তা এককথায় অপরাধীদের আড়াল করতে সাহায্য করবে ।" অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা ।

কলকাতা, 1 অক্টোবর: উত্তরপ্রদেশের হাথরসের নির্যাতিতার মৃত্যুর পর 48 ঘণ্টা কেটে গিয়েছে । কিন্তু বিক্ষোভের আগুন নেভেনি । সারা দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে তীব্র প্রতিবাদ । ক্ষোভের আগুন কলকাতাতেও । আজ সারাদিন উত্তাল হয়ে রইল কলকাতার বিভিন্ন প্রান্ত ।

বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ছাড়াও রাজনৈতিক সংগঠনগুলি বিক্ষোভ দেখাল মৌলালি থেকে শ্যামবাজার, পার্ক সার্কাস সর্বত্র । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগের দাবিতে মৌলালিতে বিক্ষোভ দেখায় বামপন্থী দলগুলি । নরেন্দ্র মোদি এবং যোগী আদিত্যনাথের কুশপুতুল দাহ করা হয় মৌলালির মোড়ে । অতিবাম এবং অগ্রবাম সংগঠনগুলির পক্ষ থেকে মৌলালিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় । AISA, AIWA, RYA, CPI(ML) লিবারেশন যৌথভাবে মৌলালির মোড়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে থাকে । যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করে ।

CPI(ML) নেতা কার্তিক পাল জানান, "বিবেকের প্রতিভূ মহামান্য রাজ্যপাল জগদীপ ধনকর, নরেন্দ্র মোদি এবং যোগী আদিত্যনাথ এখন নীরব কেন? কোথায় গেল বেটি বাঁচাও বেটি পড়াও মডেল? উত্তরপ্রদেশের ঘটনা আবারও প্রমাণ করে দিল সমগ্র দেশের আইন-শৃঙ্খলার অবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে । নারীদের সম্মান নেই, নিরাপত্তা নেই । উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসন রাতের অন্ধকারে পরিবারের লোককে তালাবন্ধ করে যেভাবে মৃত ধর্ষিতা মেয়েটিকে দাহ করল তা এককথায় অপরাধীদের আড়াল করতে সাহায্য করবে ।" অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.