কলকাতা, 16 অক্টোবর: এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী থেকে শিক্ষা দফতরের একের পর এক আধিকারিক ৷ এর মধ্যেই খাস কলকাতায় ঝাঁ চকচকে অফিস খুলে চাকরি দেওয়ার নাম করে বহু ছাত্র-ছাত্রীর সঙ্গে আর্থিক 'প্রতারণার' ঘটনা সামনে এল (Agency allegedly cheats students over job) ।
তদন্তে নেমে সংশ্লিষ্ট কোম্পানির মালিককে গ্রেফতার করল বউবাজার থানার পুলিশ । শনিবার ইএম বাইপাস লাগোয়া একটি রেস্তারাঁ থেকে গ্রেফতার হলেন বিপ্লব সিনহা মহাপাত্র নামে এক ব্যক্তি । পাশাপাশি গ্রেফতার হয়েছে শুভজ্যোতি চট্টোপাধ্যায় ৷ তাঁর বাড়ি ইকোপার্ক থানা এলাকার অ্যাকশন এরিয়া ২ এলাকায় ।
কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার জানিয়েছেন, এই বিপ্লব সিনহা মহাপাত্র নামে ব্যক্তির বিরুদ্ধে বউবাজার থানায় অভিযোগ জমা করেন এক ব্যক্তি । মনে হয় তৃতীয় ব্যক্তি প্রথমে বিমান সেবিকার চাকরি দেওয়ার নাম করে বাজারে বিজ্ঞাপন দিত । পরে ছাত্র-ছাত্রীদের অভিভাবককে একাধিক আছিলায় বিভিন্ন ফর্ম ফিলাপ করিয়ে সেখান থেকে সিকিউরিটি মানি হিসেবে টাকা নিয়ে কোর্সবাবদ লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছে । অভিযোগ এর পরেও চাকরি দেওয়া হত না ৷
একাধিকবার বিভিন্ন ছাত্র-ছাত্রীর অভিভাবকরা সংশ্লিষ্ট অফিসে চড়াও হলে তাদেরকে স্থানীয় থানার ভয় দেখিয়ে সেখান থেকে বের করে দেওয়া হত বলে অভিযোগ । চলতি মাসে বউবাজার থানায় একটি লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে কলকাতা পুলিশ ৷ এরপরেই শনিবার রাতে বিপ্লব সিনহা মহাপাত্র এবং শুভজ্যোতি চট্টোপাধ্যায় নামে এই দুই ব্যক্তিকে গ্রেফতার করে বউবাজার থানার পুলিশ । আগামিকাল তাদের আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে ।