ETV Bharat / state

Boat Capsized in Rabindra Sarobar: চালু হতেই দুর্ঘটনা, রবীন্দ্র সরোবরে উলটে গেল রোয়িং বোট - Boat Capsized

দুই কিশোরের মৃত্যুর কারণে মে মাস থেকে বন্ধ ছিল রবীন্দ্র সরোবরের (Rabindra Sarobar) ক্যালকাটা রোয়িং ক্লাব (Calcutta Rowing Club) ৷ কিন্তু, কলকাতা পুলিশের অনুমতি নিয়ে ফের রোয়িং শুরু হতেই দুর্ঘটনা সরোবরে (Boat Capsized During Rowing Training) ৷ বোট উলটে (Boat Capsized) জলে পড়ে গেলেন এক রোয়ার ৷ তবে, তাঁকে দ্রুত উদ্ধার করা হয়েছে ৷

again-boat-capsized-during-rowing-training-in-calcutta-rowing-club
again-boat-capsized-during-rowing-training-in-calcutta-rowing-club
author img

By

Published : Nov 5, 2022, 11:25 AM IST

Updated : Nov 5, 2022, 12:16 PM IST

কলকাতা, 5 নভেম্বর: ফের রবীন্দ্র সরোবরে (Rabindra Sarobar) ক্যালকাটা রোয়িং ক্লাবে দুর্ঘটনা (Boat Capsized During Rowing Training) ৷ রোয়িং প্রশিক্ষণ চালু হওয়ার পরেই ফের দুর্ঘটনার কবলে বোট (Boat Capsized) ৷ রোয়িং করার সময় বোট উল্টে যায় (Boat Capsized in Calcutta Rowing Club) ৷ জানা গিয়েছে, ওই বোটটি চালাচ্ছিলেন একজন সিনিয়র রোয়ার ৷ তবে, কলকাতা পুলিশের নির্দেশিকা অনুযায়ী, পাশেই উদ্ধারকারী বোট থাকায় কোনও বড় দুর্ঘটনা ঘটেনি ৷ রোয়িং বোট উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে সিনিয়র রোয়ারকে উদ্ধার করা হয় ৷

এদিন সকালে রবীন্দ্র সরোবরে রোয়িং প্রশিক্ষণ চলছিল ৷ সেই সময় একটি বোট আচমকাই উলটে যায় ৷ সেখানে উপস্থিত উদ্ধারকারী বোট দ্রুততার সঙ্গে সিনিয়র রোয়াকে জল থেকে তোলে এবং পরবর্তী সময়ে উলটে যাওয়া বোটটিকেও পারে নিয়ে আসা হয় ৷ তবে, কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল, সেই নিয়ে ফের প্রশ্ন উঠছে ৷

রবীন্দ্র সরোবরে অবস্থিত ক্যালকাটা রোয়িং ক্লাব সূত্রের খবর, দুর্ঘটনার কবলে পড়া বোটে সুনীল শেঠিয়া নামে একজন সিনিয়র রোয়ার ছিলেন ৷ তবে, পুলিশের নির্দেশ মেনে সেখানে উদ্ধারকারী বোট চলে আসায় কোনও বড় বিপদ ঘটেনি ৷ সুনীল শেঠিয়া জানিয়েছেন, যখন বোটটি উলটে যায়, সেই সময় সেটিকে ধরে রেখেছিলেন ৷ এটাই রোয়ারদের প্রশিক্ষণে শেখানো হয় ৷ আর তার কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারী দল তাঁকে জল থেকে তোলে ৷

আরও পড়ুন: শান্তিপুর নৃসিংহপুর ফেরিঘাটে নৌকাডুবি এড়াতে চলছে প্রশাসনের নজরদারি

প্রসঙ্গত, গত 21 মে কালবৈশাখীর সময় রবীন্দ্র সরোবরে ক্যালকাটা রোয়িং ক্লাবে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ৷ ঝড়ের সময় রোয়িং করতে গিয়ে রবীন্দ্র সরোবারে তলিয়ে যায় দুই কিশোর ৷ এই ঘটনার পর রোয়িং ক্লাবের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে ৷ সেই ঘটনার পর দীর্ঘদিন ক্যালকাটা রোয়িং ক্লাব বন্ধ করে দিয়েছিল কলকাতা পুলিশ ৷ লালবাজারের তরফে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয় ৷ সেই তদন্তের পর, পুলিশি পর্যবেক্ষণ এবং সঠিক নির্দেশিকা মেনে ফের চালু হয়েছে ক্যালকাটা রোয়িং ক্লাব ৷ কিন্তু, আজ সকালের ঘটনায় আরও একবার প্রশ্নের মুখে ক্যালকাটা রোয়িং ক্লাবের সুরক্ষা ব্যবস্থা ৷

কলকাতা, 5 নভেম্বর: ফের রবীন্দ্র সরোবরে (Rabindra Sarobar) ক্যালকাটা রোয়িং ক্লাবে দুর্ঘটনা (Boat Capsized During Rowing Training) ৷ রোয়িং প্রশিক্ষণ চালু হওয়ার পরেই ফের দুর্ঘটনার কবলে বোট (Boat Capsized) ৷ রোয়িং করার সময় বোট উল্টে যায় (Boat Capsized in Calcutta Rowing Club) ৷ জানা গিয়েছে, ওই বোটটি চালাচ্ছিলেন একজন সিনিয়র রোয়ার ৷ তবে, কলকাতা পুলিশের নির্দেশিকা অনুযায়ী, পাশেই উদ্ধারকারী বোট থাকায় কোনও বড় দুর্ঘটনা ঘটেনি ৷ রোয়িং বোট উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে সিনিয়র রোয়ারকে উদ্ধার করা হয় ৷

এদিন সকালে রবীন্দ্র সরোবরে রোয়িং প্রশিক্ষণ চলছিল ৷ সেই সময় একটি বোট আচমকাই উলটে যায় ৷ সেখানে উপস্থিত উদ্ধারকারী বোট দ্রুততার সঙ্গে সিনিয়র রোয়াকে জল থেকে তোলে এবং পরবর্তী সময়ে উলটে যাওয়া বোটটিকেও পারে নিয়ে আসা হয় ৷ তবে, কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল, সেই নিয়ে ফের প্রশ্ন উঠছে ৷

রবীন্দ্র সরোবরে অবস্থিত ক্যালকাটা রোয়িং ক্লাব সূত্রের খবর, দুর্ঘটনার কবলে পড়া বোটে সুনীল শেঠিয়া নামে একজন সিনিয়র রোয়ার ছিলেন ৷ তবে, পুলিশের নির্দেশ মেনে সেখানে উদ্ধারকারী বোট চলে আসায় কোনও বড় বিপদ ঘটেনি ৷ সুনীল শেঠিয়া জানিয়েছেন, যখন বোটটি উলটে যায়, সেই সময় সেটিকে ধরে রেখেছিলেন ৷ এটাই রোয়ারদের প্রশিক্ষণে শেখানো হয় ৷ আর তার কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারী দল তাঁকে জল থেকে তোলে ৷

আরও পড়ুন: শান্তিপুর নৃসিংহপুর ফেরিঘাটে নৌকাডুবি এড়াতে চলছে প্রশাসনের নজরদারি

প্রসঙ্গত, গত 21 মে কালবৈশাখীর সময় রবীন্দ্র সরোবরে ক্যালকাটা রোয়িং ক্লাবে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ৷ ঝড়ের সময় রোয়িং করতে গিয়ে রবীন্দ্র সরোবারে তলিয়ে যায় দুই কিশোর ৷ এই ঘটনার পর রোয়িং ক্লাবের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে ৷ সেই ঘটনার পর দীর্ঘদিন ক্যালকাটা রোয়িং ক্লাব বন্ধ করে দিয়েছিল কলকাতা পুলিশ ৷ লালবাজারের তরফে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয় ৷ সেই তদন্তের পর, পুলিশি পর্যবেক্ষণ এবং সঠিক নির্দেশিকা মেনে ফের চালু হয়েছে ক্যালকাটা রোয়িং ক্লাব ৷ কিন্তু, আজ সকালের ঘটনায় আরও একবার প্রশ্নের মুখে ক্যালকাটা রোয়িং ক্লাবের সুরক্ষা ব্যবস্থা ৷

Last Updated : Nov 5, 2022, 12:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.