কলকাতা, 26 মে : বক্স অফিসে কাঁপাচ্ছে অনীক দত্ত পরিচালিত ‘অপরাজিত’ ৷ নানা মহলে প্রশংসা কুড়িয়েছে । বিতর্কও কম নজরে আসছে না । তবু বলতেই হয় বাংলা এখন জিতু অপরাজিতর প্রেমে মজেছে । প্রশংসা করেছেন অগণিত গুণী মানুষজন ৷
এহেন 'অপরাজিত'র প্রশংসা এবার অন্য কায়দায় করে দেখালেন সিআইডি-র ডিআইজি কল্যাণ মুখোপাধ্যায় (Kalyan Mukhopadhyay)। ছবি দেখে মুগ্ধ অফিসার কফি দিয়ে আঁকলেন জিতুর ছবি (after watching the film Aparajito DIG of CID Portray Jeetu Kamal with Coffee)। ছবিটি ফেসবুকে পোস্ট করে তিনি সকলকে ছবিটি দেখার অনুরোধ জানান । কল্যাণ মুখোপাধ্যায়ের এই শিল্পকর্ম দেখা মাত্রই নিজের ইনস্টাগ্রামে সেটি শেয়ার করেন জিতু । ক্যাপশনে তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অভিনেতা ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
13 মে মুক্তি পাওয়ার পর থেকেই 'অপরাজিত' ঘিরে দর্শকের উৎসাহ তুঙ্গে । সব থেকে বড় কথা, ইতিমধ্যেই আইএমডিবি রেটিংয়ের ট্রেন্ডিংয়ে জায়গা করে নিয়েছে এই ছবি । সাইটের ওয়ার্ল্ড সিনেমার ব়্যাঙ্কিংয়েও জায়গা করে নিয়েছে ‘অপরাজিত’। সূত্রের খবর, ‘বক্স অফিস বেঙ্গল’-এর দাবি অনুযায়ী এই কয়েকদিনেই 2 কোটি 84 লক্ষ টাকার ব্যবসা করে ফেলেছে অনীক দত্ত পরিচালিত ছবি 'অপরাজিত'।
আরও পড়ুন : Aparajito Viral Look : সত্যজিতের লুকে নিজেকে চিনতেই পারেননি জিতু কমল