কলকাতা, 21 এপ্রিল : করোনার দ্বিতীয় ঢেউ শুরু হতেই এ রাজ্যে মৃত্যু হল এক চিকিৎসকের । 55 বছর বয়সি চিকিৎসক অনুপ মুখোপাধ্যায় গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে করোনার ভ্যাকসিন কোভিশিল্ডের দুটি ডোজ় নিয়েছিলেন । টিকা নেওয়ার পরেও ফের আক্রান্ত হওয়ার কারণে 16 এপ্রিল, শুক্রবার তাঁকে ভর্তি করানো হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে । সেখানেই 20 এপ্রিল , মঙ্গলবার দুপুরে তাঁর মৃত্যু হয় ।
চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম-এর তরফে জানা গিয়েছে , গত চার বছর ধরে কিডনির অসুখে ভুগছিলেন চিকিৎসক অনুপ মুখোপাধ্যায় । নিয়মিত তাঁর ডায়ালিসিস করানো হতো । এই অবস্থায় দিন কয়েক আগে তাঁর কাশি শুরু হয় । তার সঙ্গে শুরু হয় শ্বাসকষ্ট । কাশির পাশাপাশি শ্বাসকষ্ট বাড়তে থাকার কারণে তাঁর করোনা পরীক্ষা করানো হয় । এরপর গত শুক্রবার , 16 এপ্রিল রিপোর্টে জানা যায় তিনি করোনা আক্রান্ত হয়েছেন ।
জানা গিয়েছে , পঞ্চসায়রের বেসরকারি একটি হাসপাতালে গত চার বছর ধরে অনুপবাবুর ডায়ালিসিস করানো হতো। ওই হাসপাতালে পরীক্ষা করে তাঁর রিপোর্টে করোনা পজ়িটিভ ধরা পড়ে । কিন্তু সেখানে বেড না থাকার কারণে তাঁকে ভর্তি নেওয়া সম্ভব হয়নি । এরপর শুক্রবার অনুপবাবুকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে তাঁকে ভেন্টিলেটরের সাপোর্টেও রাখতে হয়েছিল ।
আরও পড়ুন : দেশকে লকডাউন থেকে বাঁচাতে হবে : মোদি
ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে জানানো হয়েছে , মঙ্গলবার দুপুরে করোনা আক্রান্ত চিকিৎসক অনুপ মুখোপাধ্যায়ের মৃত্যু হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ।করোনার দ্বিতীয় ঢেউয়ে রাজ্যে এই প্রথম কোনও চিকিৎসকের মৃত্যু হল । গত বছর করোনায় এ রাজ্যে করোনায় 106 জন চিকিৎসকের মৃত্যু হয়েছিল ।