কলকাতা, 5 সেপ্টেম্বর: ইউজিসির পরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এল ইসরোর প্রতিনিধি দল। মঙ্গলবার গোটা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন প্রতিনিধি দলের দুই সদস্য। ওয়েটি থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেট ঘুরে দেখেন। পরিদর্শনের সময় তাঁদের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের আধিকারিকেরা। তারপর প্রতিনিধি দল ফিরে আসে অরবিন্দ ভবনে। সেখানেই প্রতিনিধি দলের দুই সদস্য বৈঠক করেন উপাচার্যের সঙ্গে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বেশ কিছু কথা হয়েছে দু'পক্ষের মধ্যে ৷ আগামীকাল অর্থাৎ বুধবার আবারও বিশ্ববিদ্যালয় আসার কথা ইসরোর আরও দুই প্রতিনিধির।
র্যাগিং রুখতে রাজ্যের বিশ্ববিদ্যালগুলিতে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেই নিয়ে রাজ্যপাল যোগাযোগ করেছিলেন ইসরোর সঙ্গে। তারপর তাঁদের সঙ্গে কথা বলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বতীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ। সেই বৈঠকেই বিশ্ববিদ্যালয়ে আসার ইচ্ছেপ্রকাশ করেছিলেন ইসরোর প্রতিনিধিরা। প্রথমে 31 অগস্ট বিশ্ববিদ্যালয়ে আসার কথা থাকলেও সপ্তাহখানেক সময় চেয়ে নিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেইমতো এদিনই রাজ্যে পা দিয়ে বিকেলেই ইসরোর প্রতিনিধিরা আসেন বিশ্ববিদ্যালয়ে।
অন্যদিকে, ইসরোর প্রতিনিধিরা আসার কিছুক্ষণ আগেই বিশ্ববিদ্যালয় থেকে বেড়িয়ে যান ইউজিসির প্রতিনিধিরা। দু'দিন ধরে ইউজিসির প্রতিনিধিরা ছাত্রমৃত্যুর তদন্ত চালায়। তদন্তের সাপেক্ষে বেশ কিছুজনকে ডেকে পাঠান তাঁরা। সূত্রের খবর, মঙ্গলবার রেজিস্ট্রার ও উপাচার্যের সঙ্গে ঘন্টাখানেক বৈঠক করেন ইউজিসির চার প্রতিনিধি। এমনকী, মেইন হস্টেলে গিয়েও পরিদর্শন করেন তাঁরা। সেখানকার আবাসিকদের সঙ্গেও কথা বলেন। সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপে অনেকাংশেই অসন্তুষ্ট ইউজিসি'র প্রতিনিধিরা ।
আরও পড়ুন: মঙ্গলবার ফের যাদবপুরে বৈঠক ইউজিসির, বেশ কিছু ছাত্রকে বহিষ্কার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের
প্রসঙ্গত, ইতিমধ্যেই যাদবপুরে দশটি জায়গায় মোট 26টি সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যদিকে, ইউজিসি'র নিয়ম অনুযায়ী প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে একটি করে র্যাগিং-বিরোধী কমিটি থাকা আবশ্যিক। যাদবপুরে সেই কমিটি ছিল কি না, থাকলে কী ভূমিকা গ্রহণ করেছে, কমিটিতে কে কে ছিলেন, এদিন জানতে চাওয়া হয়েছে ইউজিসি'র তরফে। যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ব়্যাগিংয়ের অভিযোগের ভিত্তিতে চার পড়ুয়াকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ 6 জন প্রাক্তনীদের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দেওয়া হয়েছে ৷