ETV Bharat / state

Panchayat Elections 2023: পঞ্চায়েত নির্বাচনে মানুষের জয় হবে, 'পাবলিক পিস রুম'-এর সূচনায় বার্তা রাজ্যপালের

আবারও শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন করানোর প্রতিশ্রুতি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ 'পাবলিক পিস রুম' চালুর দিনই রাজভবন থেকে বিশেষ বার্তা দিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান।

Panchayat Elections 2023 ETV BHARAT
Panchayat Elections 2023
author img

By

Published : Jun 19, 2023, 1:28 PM IST

Updated : Jun 19, 2023, 1:38 PM IST

কলকাতা, 19 জুন: রাজ্যের পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ হবে ৷ এই নির্বাচনে মানুষের জয় হবে ৷ রাজভবন থেকে সোমবার এমনই বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ আজ থেকে রাজভবন 'পাবলিক পিস রুম' চালু হয়েছে ৷ নির্বাচনী কেন্দ্রে অশান্তি বা প্রার্থীদের হুমকি দেওয়ার মতো ঘটনা ঘটলে সরাসরি রাজভবনের কন্ট্রোলরুমে ফোন করে অভিযোগ জানানো যাবে ৷

এই 'পাবলিক পিস রুম'-এর সূচনায় আজ রাজভবনে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ নির্বাচনী সন্ত্রাস ইস্যুতে তিনি কঠোর পদক্ষেপের কথা শুরুর দিন থেকে বলে আসছেন ৷ ইতিমধ্যেই ভাঙড় এবং ক্যানিংয়ে অশান্ত এলাকা পরিদর্শন করেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান ৷ এদিনও রাজ্যপাল বলেন, "আমি নিশ্চিত ভোটে অশান্তি তৈরির চেষ্টা যারা করছে তারা হতাশ হবে ৷ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে ৷ এখানে মানুষের জয় হবে ৷" রাজভবনের 'পাবলিক পিস রুম'-এর একটি টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে ৷ সেখানে ইতিমধ্যে একাধিক অভিযোগ জমা পড়েছে ৷

আরও পড়ুন: ভোটের হিংসার জের, জনসাধারণের অভিযোগ শুনতে রাজভবনে খোলা হল 'শান্তি কক্ষ'

  • #WATCH | Kolkata:..." After this elections, I'm confident that the pallbearers will be dissappointed. Elections will be held peacefully. It will be the victory of the people": West Bengal Governor CV Anand Bose on upcoming panchayat election in the state pic.twitter.com/U4dX5gdjqE

    — ANI (@ANI) June 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজভবনের তরফে একটি ই-মেল আইডি চালু করা হয়েছে ৷ সেখানে সরাসরি মেল পাঠিয়েও অভিযোগ জানানো যাবে ৷ রাজভবনের তরফে চালু করা ই-মেল আইডি হল, OSD2w.b.governor@gmail.com ৷ আর হেল্প ডেস্কের নম্বর হল- 033-22001641 ৷ এই নম্বরে ফোন করেও সরাসরি অভিযোগ জানানো যাবে ৷ কিন্তু, প্রশ্ন হল এই অভিযোগগুলির সমাধান কে বা কারা করবে ? রাজ্যপাল বা রাজভবনের কি সেই এক্তিয়ার রয়েছে সরাসরি শাসন ব্যবস্থায় হস্তক্ষেপ করার ? অতীত বলছে নেই ৷

আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ না মানায় রাজ্য ও কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

এ ক্ষেত্রে রাজভবনও সরাসরি হস্তক্ষেপ করবে না ৷ সাধারণের তরফ থেকে আসা এই অভিযোগগুলিকে রাজভবনের পাবলিক পিস রুম থেকে সরাসরি সরকার ও রাজ্য নির্বাচন কমিশনারের দফতরে পাঠিয়ে দেওয়া হবে ৷ সেই সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানানো হবে ৷ এখানেও রয়েছে একটা, ‘কিন্তু’ ৷ রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন রাজভবনের তরফে পাঠানো সেই অভিযোগে আদউ কোনও সাড়া বা ব্যবস্থা নেবে ? অতীতের রাজ্যের আইনশৃঙ্খলায় রাজ্যপালের হস্তক্ষেপ বা প্রশাসনিক আধিকারিকদের তলবে, নবান্নের যে ভূমিকা দেখা গিয়েছিল ৷ তাতে এই ‘পাবলিক পিস রুম’ ঠান্ডা ঘরেই থেকে যাবে বলে মনে করছে রাজনৈতিকমহল ৷

কলকাতা, 19 জুন: রাজ্যের পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ হবে ৷ এই নির্বাচনে মানুষের জয় হবে ৷ রাজভবন থেকে সোমবার এমনই বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ আজ থেকে রাজভবন 'পাবলিক পিস রুম' চালু হয়েছে ৷ নির্বাচনী কেন্দ্রে অশান্তি বা প্রার্থীদের হুমকি দেওয়ার মতো ঘটনা ঘটলে সরাসরি রাজভবনের কন্ট্রোলরুমে ফোন করে অভিযোগ জানানো যাবে ৷

এই 'পাবলিক পিস রুম'-এর সূচনায় আজ রাজভবনে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ নির্বাচনী সন্ত্রাস ইস্যুতে তিনি কঠোর পদক্ষেপের কথা শুরুর দিন থেকে বলে আসছেন ৷ ইতিমধ্যেই ভাঙড় এবং ক্যানিংয়ে অশান্ত এলাকা পরিদর্শন করেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান ৷ এদিনও রাজ্যপাল বলেন, "আমি নিশ্চিত ভোটে অশান্তি তৈরির চেষ্টা যারা করছে তারা হতাশ হবে ৷ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে ৷ এখানে মানুষের জয় হবে ৷" রাজভবনের 'পাবলিক পিস রুম'-এর একটি টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে ৷ সেখানে ইতিমধ্যে একাধিক অভিযোগ জমা পড়েছে ৷

আরও পড়ুন: ভোটের হিংসার জের, জনসাধারণের অভিযোগ শুনতে রাজভবনে খোলা হল 'শান্তি কক্ষ'

  • #WATCH | Kolkata:..." After this elections, I'm confident that the pallbearers will be dissappointed. Elections will be held peacefully. It will be the victory of the people": West Bengal Governor CV Anand Bose on upcoming panchayat election in the state pic.twitter.com/U4dX5gdjqE

    — ANI (@ANI) June 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজভবনের তরফে একটি ই-মেল আইডি চালু করা হয়েছে ৷ সেখানে সরাসরি মেল পাঠিয়েও অভিযোগ জানানো যাবে ৷ রাজভবনের তরফে চালু করা ই-মেল আইডি হল, OSD2w.b.governor@gmail.com ৷ আর হেল্প ডেস্কের নম্বর হল- 033-22001641 ৷ এই নম্বরে ফোন করেও সরাসরি অভিযোগ জানানো যাবে ৷ কিন্তু, প্রশ্ন হল এই অভিযোগগুলির সমাধান কে বা কারা করবে ? রাজ্যপাল বা রাজভবনের কি সেই এক্তিয়ার রয়েছে সরাসরি শাসন ব্যবস্থায় হস্তক্ষেপ করার ? অতীত বলছে নেই ৷

আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ না মানায় রাজ্য ও কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

এ ক্ষেত্রে রাজভবনও সরাসরি হস্তক্ষেপ করবে না ৷ সাধারণের তরফ থেকে আসা এই অভিযোগগুলিকে রাজভবনের পাবলিক পিস রুম থেকে সরাসরি সরকার ও রাজ্য নির্বাচন কমিশনারের দফতরে পাঠিয়ে দেওয়া হবে ৷ সেই সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানানো হবে ৷ এখানেও রয়েছে একটা, ‘কিন্তু’ ৷ রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন রাজভবনের তরফে পাঠানো সেই অভিযোগে আদউ কোনও সাড়া বা ব্যবস্থা নেবে ? অতীতের রাজ্যের আইনশৃঙ্খলায় রাজ্যপালের হস্তক্ষেপ বা প্রশাসনিক আধিকারিকদের তলবে, নবান্নের যে ভূমিকা দেখা গিয়েছিল ৷ তাতে এই ‘পাবলিক পিস রুম’ ঠান্ডা ঘরেই থেকে যাবে বলে মনে করছে রাজনৈতিকমহল ৷

Last Updated : Jun 19, 2023, 1:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.