ETV Bharat / state

Madhyamik Result 2023: মাধ্যমিকের পর স্কুলের ভরতির প্রক্রিয়া তুঙ্গে, বেশকিছু স্কুলে নতুন বিষয়ের ভাবনা - মাধ্যমিকের পর স্কুলের ভরতির প্রক্রিয়া তুঙ্গে

একাদশ শ্রেণিতে ভরতির জন্য স্কুলে ভরতির প্রক্রিয়া তুঙ্গে ৷ ইতিমধ্যেই সরকারের তরফে নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে, তাতে প্রত্যেক বছরের ন্যায় এবারেও ভরতির নিয়মাবলী বলে দেওয়া হয়েছে ৷

Madhyamik Result 2023
মাধ্যমিকের পর স্কুলের ভরতির প্রক্রিয়া তুঙ্গে
author img

By

Published : May 21, 2023, 11:49 PM IST

কলকাতা, 21 মে: শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। প্রতিবারের ন্যায় এবারেও শুরু হয়েছে ভরতি প্রক্রিয়া। কোন স্কুলে কী বিষয় তা নিয়ে এখন উত্তেজনা মাধ্যমিক পাশ পড়ুয়াদের মধ্যে। শহর কলকাতার সরকারির পাশাপাশি সরকার-পোষিত স্কুলগুলি ইতিমধ্যেই শুরু করেছে একাদশ ও দ্বাদশ শ্রেণির স্কুলে ভরতির জন্য প্রক্রিয়া।

বর্তমানে দু'টো বিষয় সংসদের পক্ষ থেকে জারি করা হয়েছে । এক ডেটা সাইন্স ও দ্বিতীয়টি হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বহুস্কুলে এই দু'টো বিষয় নেওয়ার জন্য আবেদন জানানো হচ্ছে কর্তৃপক্ষের তরফে। তার মধ্যে অন্যতম হল কলকাতার বহুপ্রাচীন হিন্দু স্কুল। স্কুলের প্রধান শিক্ষক শুভ্রজিৎ দত্ত বলেন, "আমরা আবেদন করেছি দু'টো বিষয়কে নেওয়ার জন্য আশা করছি পেয়ে যাব। তবে বহু বছর আমাদের স্কুলে এডুকেশনের কোনও শিক্ষক ছিলেন না। তবে এবার থেকে একজন শিক্ষক রয়েছেন। ফলে এবার যদি কেউ এডুকেশন পড়তে চায় তাহলে ওই বিষয়টি সে নিতে পারবে। তবে আমাদের স্কুলে স্ট্যাটিস্টিক পলিটিকাল সায়েন্স ও কমার্সের শিক্ষক নেই । বর্তমানে তাই এই তিনটে বিষয়ে আমরা দিতে পারছি না কোনও পড়ুয়াকেই।"

ভরতির প্রক্রিয়া বর্তমানে স্লথ গতিতে এগোচ্ছে বলে জানালেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শবরী ভট্টাচার্য। তিনি বলেন, "আমাদের স্কুলের মেয়েদের এখন ফর্ম দেওয়া শুরু করেছি। যারা 75 শতাংশের পেয়েছে শুধু তাদেরকেই আপাতত ফর্ম দেওয়া হচ্ছে। বিজ্ঞান ও কলা বিভাগের জন্য আপাতত আমাদের ব্যবস্থা রয়েছে।" একই ভাবনা নিয়ে এগিয়েছে আরেকটি স্কুল পার্ক ইনস্টিটিউশন। তারাও ফরম দেওয়া শুরু করেছে আপাতত পড়ুয়াদের জন্য। যারা ষাট শতাংশের বেশি পেয়েছে তাদেরকে সায়েন্স দেওয়া হচ্ছে বলেই জানান পার্ক ইনস্টিটিউশন স্কুলের প্রধান শিক্ষক সুপ্রিয় পাঁজা ৷

আরও পড়ুন: ফের দেহ উদ্ধার, তিনদিনে 3 মাধ্যমিক ছাত্রীর আত্মহত্যা পুরুলিয়ায়

ডেটা সায়েন্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এই দুই বিষয়ে সংসদের পক্ষ থেকে আনা হলেও বহু স্কুলে তা নিয়ে চলছে ভাবনা চিন্তা। ইতিমধ্যেই সরকারের তরফে নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে, তাতে প্রত্যেক বছরের ন্যায় এবারেও ভরতির নিয়মাবলী বলে দেওয়া হয়েছে ৷ www.banglarshikhia.gov.in এই ওয়েবসাইট থেকে বিনামূল্যে আবেদন পত্র সংগ্রহ করতে পারবেন পড়ুয়ারা ৷ তবে তার জন্য বেশকিছু সয়ম বেঁধে দেওয়া হয়েছে ৷

চলতি মাসের 22 থেকে 31 তারিখ পর্যন্ত সকাল 11টা থেকে আবেদন পত্র জমা ও সংগ্রহ করা যাবে ৷ স্কুলকে মেধাতালিকা প্রকাশ করতে হবে জুন মাসের তিন তারিখে ৷ এবং তার দু'দিন পর অর্থাৎ 5 থেকে 10 তারিখ পর্যন্ত ভরতির প্রক্রিয়া চলবে ৷ তবে আবেদন পত্রের জন্য মূল্য না-লাগলেও ভরতির সময় সরকার নির্দেশিত যে অর্থ তা লাগবে ৷

কলকাতা, 21 মে: শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। প্রতিবারের ন্যায় এবারেও শুরু হয়েছে ভরতি প্রক্রিয়া। কোন স্কুলে কী বিষয় তা নিয়ে এখন উত্তেজনা মাধ্যমিক পাশ পড়ুয়াদের মধ্যে। শহর কলকাতার সরকারির পাশাপাশি সরকার-পোষিত স্কুলগুলি ইতিমধ্যেই শুরু করেছে একাদশ ও দ্বাদশ শ্রেণির স্কুলে ভরতির জন্য প্রক্রিয়া।

বর্তমানে দু'টো বিষয় সংসদের পক্ষ থেকে জারি করা হয়েছে । এক ডেটা সাইন্স ও দ্বিতীয়টি হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বহুস্কুলে এই দু'টো বিষয় নেওয়ার জন্য আবেদন জানানো হচ্ছে কর্তৃপক্ষের তরফে। তার মধ্যে অন্যতম হল কলকাতার বহুপ্রাচীন হিন্দু স্কুল। স্কুলের প্রধান শিক্ষক শুভ্রজিৎ দত্ত বলেন, "আমরা আবেদন করেছি দু'টো বিষয়কে নেওয়ার জন্য আশা করছি পেয়ে যাব। তবে বহু বছর আমাদের স্কুলে এডুকেশনের কোনও শিক্ষক ছিলেন না। তবে এবার থেকে একজন শিক্ষক রয়েছেন। ফলে এবার যদি কেউ এডুকেশন পড়তে চায় তাহলে ওই বিষয়টি সে নিতে পারবে। তবে আমাদের স্কুলে স্ট্যাটিস্টিক পলিটিকাল সায়েন্স ও কমার্সের শিক্ষক নেই । বর্তমানে তাই এই তিনটে বিষয়ে আমরা দিতে পারছি না কোনও পড়ুয়াকেই।"

ভরতির প্রক্রিয়া বর্তমানে স্লথ গতিতে এগোচ্ছে বলে জানালেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শবরী ভট্টাচার্য। তিনি বলেন, "আমাদের স্কুলের মেয়েদের এখন ফর্ম দেওয়া শুরু করেছি। যারা 75 শতাংশের পেয়েছে শুধু তাদেরকেই আপাতত ফর্ম দেওয়া হচ্ছে। বিজ্ঞান ও কলা বিভাগের জন্য আপাতত আমাদের ব্যবস্থা রয়েছে।" একই ভাবনা নিয়ে এগিয়েছে আরেকটি স্কুল পার্ক ইনস্টিটিউশন। তারাও ফরম দেওয়া শুরু করেছে আপাতত পড়ুয়াদের জন্য। যারা ষাট শতাংশের বেশি পেয়েছে তাদেরকে সায়েন্স দেওয়া হচ্ছে বলেই জানান পার্ক ইনস্টিটিউশন স্কুলের প্রধান শিক্ষক সুপ্রিয় পাঁজা ৷

আরও পড়ুন: ফের দেহ উদ্ধার, তিনদিনে 3 মাধ্যমিক ছাত্রীর আত্মহত্যা পুরুলিয়ায়

ডেটা সায়েন্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এই দুই বিষয়ে সংসদের পক্ষ থেকে আনা হলেও বহু স্কুলে তা নিয়ে চলছে ভাবনা চিন্তা। ইতিমধ্যেই সরকারের তরফে নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে, তাতে প্রত্যেক বছরের ন্যায় এবারেও ভরতির নিয়মাবলী বলে দেওয়া হয়েছে ৷ www.banglarshikhia.gov.in এই ওয়েবসাইট থেকে বিনামূল্যে আবেদন পত্র সংগ্রহ করতে পারবেন পড়ুয়ারা ৷ তবে তার জন্য বেশকিছু সয়ম বেঁধে দেওয়া হয়েছে ৷

চলতি মাসের 22 থেকে 31 তারিখ পর্যন্ত সকাল 11টা থেকে আবেদন পত্র জমা ও সংগ্রহ করা যাবে ৷ স্কুলকে মেধাতালিকা প্রকাশ করতে হবে জুন মাসের তিন তারিখে ৷ এবং তার দু'দিন পর অর্থাৎ 5 থেকে 10 তারিখ পর্যন্ত ভরতির প্রক্রিয়া চলবে ৷ তবে আবেদন পত্রের জন্য মূল্য না-লাগলেও ভরতির সময় সরকার নির্দেশিত যে অর্থ তা লাগবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.