কলকাতা, 13 নভেম্বর: কালীপুজো-দিওয়ালি, এই সময়টা শহর কলকাতার জন্য একটা বড় চিন্তার কারণ। সাম্প্রতিক সময়ে কলকাতার দূষণ বিশ্বের দূষিত শহরের মধ্যে প্রথম 10-এ প্রবেশ করায় পরিবেশপ্রেমীদের চিন্তা আরও বেড়েছে। এ দিনই বিশ্বের দূষিত শহরের একটা তালিকা প্রকাশ্যে এসেছে। সেই তালিকায় খুব স্বাভাবিকভাবেই এক নম্বরে রয়েছে দিল্লি আর সেখানে কলকাতার অবস্থান চার।
দেশের আরেকটি গুরুত্বপূর্ণ মেট্রো সিটি মুম্বইও এই তালিকায় রয়েছে আট নম্বরে। গত কয়েকদিনে একাধিকবার দিল্লিকে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে উঠে এসেছে। সোমবার সকালে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল 420-তে। চার নম্বর স্থানে রয়েছে কলকাতা, সেখানকার একিউআই 196। এছাড়া মুম্বইয়ের একিউআই 163। বাণিজ্যনগরী জায়গা পেয়েছে অষ্টমে। কালীপুজোর রাত ও আজকের সকালে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গায় দূষণের মাত্রা দেখলে বোঝা যাবে তা মোটেই সন্তোষজনক নয়।
- গতকাল রাতে, বালিগঞ্জে দূষণের মাত্রা ছিল 344 যা এদিন অর্থাৎ সোমবার সকালে হয় 334।
- ফোর্ট উইলিয়ামে গতকাল ছিল 306 সোমবারও তা ছিল অপরিবর্তিত।
- বেলেঘাটায় আবার দূষণের মাত্রা রবিবার ছিল 336 সোমবার তা বেড়ে হয় 377।
- এরমধ্যে সবচেয়ে উদ্বেগজনক পরিসংখ্যান পাওয়া গিয়েছে পার্কস্ট্রিটের কারণ গতকাল রাতে সেখানে দূষণের মাত্রা ছিল 465, আজ সকালে সেখানে দূষণের মাত্রা 466।
এরথেকেই স্পষ্ট এই মুহূর্তে কলকাতায় বায়ু দূষণের মাত্রা কতটা ভয়াবহ। ইতিমধ্যেই তিলোত্তমায় দূষণের মাত্রা নিয়ন্ত্রণের জন্য শহরের 175টি জায়গায় শব্দ এবং বায়ু দূষণ পরিমাপক যন্ত্র বসিয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। তবে এদিন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে, শব্দ দূষণ নিয়ে দুই একটি অভিযোগ ছাড়া কোথাও গুরুতরভাবে আইন লঙ্ঘনের অভিযোগ নেই। তবে এই সময় যেহেতু বিরাট সংখ্যক মানুষ বাজি পোড়ান, তাই সামগ্রিকভাবে কলকাতার দূষণের মাত্রা কিছুটা বেশি। ইতিমধ্যে এই নিয়ে পদক্ষেপের কথা জানিয়েছে কলকাতা পৌরসভাও।
মেয়র ফিরহাদ হাকিম আশ্বস্ত করছেন, দিওয়ালির ক'দিন চলে গেলেই আবার কলকাতার এয়ার কোয়ালিটি ইনডেক্স একটা সন্তোষজনক জায়গায় চলে আসবে। মোটের উপর এই মুহূর্তে দীপাবলি-কালীপুজোর আবহে দূষণই সাধারণ মানুষ থেকে প্রশাসন সকলের চিন্তার কারণ তা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: