ETV Bharat / state

ICSE-ISC Result 2023: আইএসসি ও আইসিএসই পরীক্ষার ফলপ্রকাশ রবিবার, জেনে নিন কীভাবে দেখবেন নিজের ফলাফল - কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট

সিবিএসসির পর এবার প্রকাশ্যে এসেছে আইসিএসসি এবং আইএসসি পরীক্ষার ফল ঘোষণার দিন । আগামী 14 মে অর্থাৎ রবিবার দুপুর তিনটের সময় ফল প্রকাশ হবে।

ICSE, ISC Result 2023
আইএসসি এবং আইসিএসই পরীক্ষার ফলপ্রকাশ রবিবার
author img

By

Published : May 13, 2023, 9:40 PM IST

কলকাতা, 13 মে: সিবিএসসির পর এবার প্রকাশ্যে এসেছে আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফল ঘোষণার দিন । আগামী 14 মে অর্থাৎ রবিবার দুপুর তিনটের সময় ফল প্রকাশ হবে। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের পক্ষ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানানো হয়েছে। ফল ঘোষণার পরেই ছাত্রছাত্রীরা অনলাইনে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখে নিতে পারবেন ৷ cisce.org– এই ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতে পারবেন ছাত্রছাত্রীরা। ফলাফল দেখার জন্য ওয়েবসাইটে গিয়ে ছাত্রছাত্রীদের কোর্স কোড, ইনডেক্স নম্বর, ক্যান্ডিডেট ইউআইডি এবং ক্যাপচা কোড দিতে হবে ৷ প্রকাশের পরেই এই জরুরি তথ্যগুলি দিয়ে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারব ফলাফল ৷ পাশাপাশি ফলাফল দেখার জন্য SMS এবং Digilocker-এর ব্যবস্থাও রয়েছে ৷

Digilocker-এর মাধ্যমে কিভাবে দেখবেন? সেই কথাও জানিয়ে দেওয়া হয়েছে। তা হল-

ধাপ 1. digilocker.gov.in ওয়েবসাইটটি খুলুন।
ধাপ 2. আপনার অ্যাকাউন্টের শংসাপত্র ব্যবহার করে লগইন করুন।
ধাপ 3. এডুকেশন ট্যাবে থাকা CISCE লিঙ্কে ক্লিক করুন।
ধাপ 4. CISCE Class 12 result 2023’ নির্বাচন করুন
ধাপ 5. আপনার মার্কশিট এখন স্ক্রিনে দেখা যাবে
ধাপ 6. ডাউনলোড করুন এবং এর প্রিন্টআউট করে নিন।

আরও পড়ুন: 19 মে মাধ্যমিকের ফলপ্রকাশ, টুইট করলেন শিক্ষামন্ত্রী

ঠিক একই ভাবে sms এর সাহায্যে ফলাফল দেখার উপায় বোর্ডের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে। তা হল যথাক্রমে-

ধাপ 1. আপনার মোবাইলে একটি মেসেজ ডায়ালগ বক্স খুলুন
ধাপ 2. প্রথমে ICSE লিখে তারপর আপনার ইউনিক আইডি দিন। উদাহরণস্বরূপ, ICSE 1234567 (সাতটি সংখ্যার ইউনিক আইডি)
ধাপ 3. 0924808288 নম্বরে এসএমএস পাঠান
ধাপ 4. আপনার ফলাফল ফোনের SMS-এই চলে আসবে

প্রসঙ্গত, এই বছরে 13 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল আইএসসি-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা। 27 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আইসিএসই-র দশম শ্রেণির পরীক্ষা। পরীক্ষার ঠিক 4 মাসের মধ্যেই ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

কলকাতা, 13 মে: সিবিএসসির পর এবার প্রকাশ্যে এসেছে আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফল ঘোষণার দিন । আগামী 14 মে অর্থাৎ রবিবার দুপুর তিনটের সময় ফল প্রকাশ হবে। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের পক্ষ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানানো হয়েছে। ফল ঘোষণার পরেই ছাত্রছাত্রীরা অনলাইনে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখে নিতে পারবেন ৷ cisce.org– এই ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতে পারবেন ছাত্রছাত্রীরা। ফলাফল দেখার জন্য ওয়েবসাইটে গিয়ে ছাত্রছাত্রীদের কোর্স কোড, ইনডেক্স নম্বর, ক্যান্ডিডেট ইউআইডি এবং ক্যাপচা কোড দিতে হবে ৷ প্রকাশের পরেই এই জরুরি তথ্যগুলি দিয়ে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারব ফলাফল ৷ পাশাপাশি ফলাফল দেখার জন্য SMS এবং Digilocker-এর ব্যবস্থাও রয়েছে ৷

Digilocker-এর মাধ্যমে কিভাবে দেখবেন? সেই কথাও জানিয়ে দেওয়া হয়েছে। তা হল-

ধাপ 1. digilocker.gov.in ওয়েবসাইটটি খুলুন।
ধাপ 2. আপনার অ্যাকাউন্টের শংসাপত্র ব্যবহার করে লগইন করুন।
ধাপ 3. এডুকেশন ট্যাবে থাকা CISCE লিঙ্কে ক্লিক করুন।
ধাপ 4. CISCE Class 12 result 2023’ নির্বাচন করুন
ধাপ 5. আপনার মার্কশিট এখন স্ক্রিনে দেখা যাবে
ধাপ 6. ডাউনলোড করুন এবং এর প্রিন্টআউট করে নিন।

আরও পড়ুন: 19 মে মাধ্যমিকের ফলপ্রকাশ, টুইট করলেন শিক্ষামন্ত্রী

ঠিক একই ভাবে sms এর সাহায্যে ফলাফল দেখার উপায় বোর্ডের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে। তা হল যথাক্রমে-

ধাপ 1. আপনার মোবাইলে একটি মেসেজ ডায়ালগ বক্স খুলুন
ধাপ 2. প্রথমে ICSE লিখে তারপর আপনার ইউনিক আইডি দিন। উদাহরণস্বরূপ, ICSE 1234567 (সাতটি সংখ্যার ইউনিক আইডি)
ধাপ 3. 0924808288 নম্বরে এসএমএস পাঠান
ধাপ 4. আপনার ফলাফল ফোনের SMS-এই চলে আসবে

প্রসঙ্গত, এই বছরে 13 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল আইএসসি-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা। 27 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আইসিএসই-র দশম শ্রেণির পরীক্ষা। পরীক্ষার ঠিক 4 মাসের মধ্যেই ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.