কলকাতা, 19 এপ্রিল: কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে শিক্ষক নিয়োগ সংক্রান্ত একাধিক মামলার শুনানি চলছে ৷ সে রকমই একটি মামলায় পরীক্ষা দেওয়ার একদশকের বেশি সময় পর প্রাথমিকের এক চাকরিপ্রার্থীকে নিয়োগের নির্দেশ দেওয়া হল ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় উত্তর 24 পরগনা জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদকে অবিলম্বে অম্বিকা দাশ গঙ্গোপাধ্যায় নামে ওই প্রার্থীকে চাকরিতে নিযুক্ত করার নির্দেশ দিয়েছেন ৷
আদালত সূত্রে জানা যাচ্ছে, 2009 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ৷ 2012 সালে পরীক্ষা হওয়ার পর তাঁর ইন্টারভিউ হয় 2014 সালে ৷ কিন্তু, ইন্টারভিউ দিয়েও চাকরি পাননি তিনি ৷ এর পর নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ এবং তা নিয়ে আদালতের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই ৷ এমনকি আদালতের নির্দেশে 2021 সালে নিয়োগের প্যানেল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷
কিন্তু, সেই প্যানেলে নাম না থাকায় আরটিআই করেন অম্বিকা দাশ গঙ্গোপাধ্যায় ৷ দেখা যায় প্যানেলের শেষে থাকা চাকরিপ্রার্থীর চেয়ে বেশি নম্বর পেয়েছেন তিনি ৷ এর পরেই 2022 সালে হাইকোর্টের দারস্থ হন তিনি ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এ দিন উত্তর 24 পরগনার ডিপিএসসি-কে নির্দেশ দিয়েছেন অম্বিকা দাশ গঙ্গোপাধ্যায় যোগ্যপ্রার্থী ৷ তাই অবিলম্বে তাঁকে চাকরি দেওয়ার ব্যবস্থা করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে ৷
আদালতের এই নির্দেশের পর অম্বিকা দাশ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, 2009 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষা হয়েছিল ৷ তারপর এক দশকের বেশি সময় পেরিয়ে গিয়েছে ৷ অবশেষে আজ আদালত তাঁকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছে ৷ এতগুলো বছর কেটে যাওয়ায় সামান্য আক্ষেপ রয়েছে অম্বিকা দাশ গঙ্গোপাধ্যায়ের ৷ পাশাপাশি এতদিনের লড়াইয়ের পর সাফল্য পাওয়ায় খুশিও হয়েছেন তিনি ৷
আরও পড়ুন: 2014 সালের টেট-এর প্রশ্ন ভুলে সবাইকে নম্বর দেওয়ার নির্দেশ হাইকোর্টের
অম্বিকা দাশ গঙ্গোপাধ্যায়ের তরফে আইনজীবী তন্ময় বসু জানালেন, ‘‘অম্বিকা দাশ গঙ্গোপাধ্যায় পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার পরেও চাকরি পাননি ৷ প্যানেলেও নাম ওঠেনি ৷ তাই তিনি আরটিআই করেছিলেন ৷ সেখানে দেখা যায় শেষ যে প্রার্থী চাকরিতে নিযুক্ত হয়েছিলেন, তাঁর নম্বর ছিল 9.84 ৷ অন্যদিকে অম্বিকার নম্বর ছিল 15.81 ৷ স্বভাবতই অনেক বেশি নম্বর থাকার পরেও তাঁকে চাকরিতে নিযুক্ত করা হয়নি ৷ সেই জন্য বিচারপতি প্রাথমিক শিক্ষা পর্ষদকে অবিলম্বে অম্বিকা দাশ গঙ্গোপাধ্যায়কে চাকরিতে নিয়োগের নির্দেশ দিয়েছেন ৷’’