কলকাতা , 21 সেপ্টেম্বর : উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশে 10 অগাস্ট থেকে স্নাতক স্তরে ভরতির প্রক্রিয়া শুরু করেছিল রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি । আবেদন গ্রহণ প্রক্রিয়া , মেধাতালিকা প্রকাশের পর এখন ভরতি নেওয়ার পর্ব চলছে । এই সময়ই উঠে আসে একটি সমস্যা । যেখানে দেখা যায়, অনেক বেশি নম্বর পেয়েও কলেজে ভরতি হতে পারছেন না অনেক পড়ুয়া । সেই কারণে যে সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে এখনও আসন পূরণ হয়নি সেখানে 30 অক্টোবর পর্যন্ত ভরতি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার অনুমতি দিল উচ্চশিক্ষা দপ্তর । জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।
এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন , "ভরতি প্রক্রিয়া অনলাইনে হওয়ার ফলে ও যেহেতু অনেকেই এই বছর বেশি নম্বর পেয়েছেন, তাই পছন্দসই কলেজে তাঁরা আবেদন করলেও সেখানে স্থান পাচ্ছেন না । দপ্তরের কাছে এই সংক্রান্ত বহু ফোন এসেছিল ৷ শুধু কলকাতা বিশ্ববিদ্যালয় নয়, সব বিশ্ববিদ্যালয়েই যদি স্নাতকের কোর্সে আসন সংখ্যা পূরণ না হয়ে থাকে তাহলে সেখানে 30 অক্টোবর পর্যন্ত ভরতি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার কথা আমাদের দপ্তর থেকে বলা হয়েছে । আমরা দেখেছি 20-24 শতাংশ আসন পূরণ হয়নি । সেক্ষেত্রে আবার অনলাইনে আবেদন গ্রহণ করে বা ওয়েটিং লিস্টে যদি প্রার্থী থাকে তাহলে আপনারা তাদের ভরতি প্রক্রিয়া চালু করবেন। ছাত্র-ছাত্রীরা যাতে বঞ্চিত না হয় সেদিকে তাঁরা নজর দেবেন । এটা উচ্চশিক্ষা দপ্তরের নতুন নীতি ।"
তিনি আরও বলেন , "স্নাতকে পড়ুয়া ভরতির সময়সীমা 30 অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হল । যারা ভরতি হতে পারেননি , ভেবেছিলেন এই নম্বরে নিশ্চয়ই সুযোগ পাব, কিন্তু তা সত্ত্বেও সুযোগ পাননি ৷ তাঁরা বিভিন্ন জায়গায় তাঁদের নম্বরের ভিত্তিতে ভরতি হতে পারবেন । আসন যে সমস্ত কলেজে ফাঁকা আছে বা পূরণ হয়নি, সর্বত্রই আমরা সেই সুযোগ খুলে দিলাম । 30 অক্টোবর পর্যন্ত এই প্রক্রিয়া যাতে চলে সেই বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলিকে জানানো হচ্ছে এবং তার মাধ্যমে কলেজগুলিকেও আমরা জানিয়ে দিয়েছি । এই ব্যাপারে আমাদের পরামর্শ কালকেই সমস্ত জায়গায় পাঠিয়ে দেব ।"
অন্যদিকে, দুর্গোৎসবের একাধিক দিনে সর্বভারতীয় UGC-NET পরীক্ষা ফেলেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি । গতকাল সেই নির্ঘণ্ট প্রকাশের পরই রাজ্যের শিক্ষা মহলে বিতর্কের ঝড় বয়ে যায় । এই বিষয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন , "আমরা মনে করি এই দিন ঘোষণার সময় তাঁরা যদি সতর্ক হতেন তাহলে আরও ভালো হত।" দুর্গাপুজোর সময় যে সকল বিষয়ে পরীক্ষা রয়েছে সেগুলির দিন পরিবর্তন করার আবেদন জানিয়ে ইতিমধ্যেই NTA-র কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে ।
30 অক্টোবর পর্যন্ত স্নাতক স্তরে ভরতি নিতে পারবে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি, জানালেন শিক্ষামন্ত্রী - স্নাতকে ভরতি নেওয়া যাবে 30 অক্টোবর পর্যন্ত
রাজ্যে স্নাতক স্তরে পড়ুয়া ভরতির সময়সীমা 30 অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হল । যেসব কলেজে এখনও আসন ফাঁকা রয়েছে সেখানে ভরতি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ বেশি নম্বর পেয়েও কলেজে বহু পড়ুয়া ভরতি হতে পারেননি ৷ তাঁদের কথা চিন্তা করেই এই সিদ্ধান্তের কথা জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷
কলকাতা , 21 সেপ্টেম্বর : উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশে 10 অগাস্ট থেকে স্নাতক স্তরে ভরতির প্রক্রিয়া শুরু করেছিল রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি । আবেদন গ্রহণ প্রক্রিয়া , মেধাতালিকা প্রকাশের পর এখন ভরতি নেওয়ার পর্ব চলছে । এই সময়ই উঠে আসে একটি সমস্যা । যেখানে দেখা যায়, অনেক বেশি নম্বর পেয়েও কলেজে ভরতি হতে পারছেন না অনেক পড়ুয়া । সেই কারণে যে সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে এখনও আসন পূরণ হয়নি সেখানে 30 অক্টোবর পর্যন্ত ভরতি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার অনুমতি দিল উচ্চশিক্ষা দপ্তর । জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।
এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন , "ভরতি প্রক্রিয়া অনলাইনে হওয়ার ফলে ও যেহেতু অনেকেই এই বছর বেশি নম্বর পেয়েছেন, তাই পছন্দসই কলেজে তাঁরা আবেদন করলেও সেখানে স্থান পাচ্ছেন না । দপ্তরের কাছে এই সংক্রান্ত বহু ফোন এসেছিল ৷ শুধু কলকাতা বিশ্ববিদ্যালয় নয়, সব বিশ্ববিদ্যালয়েই যদি স্নাতকের কোর্সে আসন সংখ্যা পূরণ না হয়ে থাকে তাহলে সেখানে 30 অক্টোবর পর্যন্ত ভরতি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার কথা আমাদের দপ্তর থেকে বলা হয়েছে । আমরা দেখেছি 20-24 শতাংশ আসন পূরণ হয়নি । সেক্ষেত্রে আবার অনলাইনে আবেদন গ্রহণ করে বা ওয়েটিং লিস্টে যদি প্রার্থী থাকে তাহলে আপনারা তাদের ভরতি প্রক্রিয়া চালু করবেন। ছাত্র-ছাত্রীরা যাতে বঞ্চিত না হয় সেদিকে তাঁরা নজর দেবেন । এটা উচ্চশিক্ষা দপ্তরের নতুন নীতি ।"
তিনি আরও বলেন , "স্নাতকে পড়ুয়া ভরতির সময়সীমা 30 অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হল । যারা ভরতি হতে পারেননি , ভেবেছিলেন এই নম্বরে নিশ্চয়ই সুযোগ পাব, কিন্তু তা সত্ত্বেও সুযোগ পাননি ৷ তাঁরা বিভিন্ন জায়গায় তাঁদের নম্বরের ভিত্তিতে ভরতি হতে পারবেন । আসন যে সমস্ত কলেজে ফাঁকা আছে বা পূরণ হয়নি, সর্বত্রই আমরা সেই সুযোগ খুলে দিলাম । 30 অক্টোবর পর্যন্ত এই প্রক্রিয়া যাতে চলে সেই বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলিকে জানানো হচ্ছে এবং তার মাধ্যমে কলেজগুলিকেও আমরা জানিয়ে দিয়েছি । এই ব্যাপারে আমাদের পরামর্শ কালকেই সমস্ত জায়গায় পাঠিয়ে দেব ।"
অন্যদিকে, দুর্গোৎসবের একাধিক দিনে সর্বভারতীয় UGC-NET পরীক্ষা ফেলেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি । গতকাল সেই নির্ঘণ্ট প্রকাশের পরই রাজ্যের শিক্ষা মহলে বিতর্কের ঝড় বয়ে যায় । এই বিষয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন , "আমরা মনে করি এই দিন ঘোষণার সময় তাঁরা যদি সতর্ক হতেন তাহলে আরও ভালো হত।" দুর্গাপুজোর সময় যে সকল বিষয়ে পরীক্ষা রয়েছে সেগুলির দিন পরিবর্তন করার আবেদন জানিয়ে ইতিমধ্যেই NTA-র কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে ।