ETV Bharat / state

Adhir Ranjan Chowdhury: তৃণমূলের চাপে অধীর-গড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা, সুরাহা চেয়ে মমতাকে চিঠি কংগ্রেস সাংসদের - Kali Puja 2022

কালীপুজো (Kali Puja 2022) উপলক্ষ্যে মুর্শিদাবাদ বহরমপুরের ওয়াইএমএ গ্রাউন্ডে মেগা সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছে সান্তাফোকিয়া ক্লাব । মুম্বইয়ের শিল্পীরাও আমন্ত্রিত । মাঠ ভাড়া নেওয়া হয়ে গিয়েছে । এই পরিস্থিতিতে পুলিশ, ট্রাফিক পুলিশ ও দমকলের তরফে ছাড়পত্র মিলছে না ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 29, 2022, 3:40 PM IST

কলকাতা, 29 অক্টোবর: অনুষ্ঠান আয়োজনের যাবতীয় কাজ সম্পন্ন । মুম্বইয়ের শিল্পীরাও আমন্ত্রিত । মাঠ ভাড়া নেওয়া হয়ে গিয়েছে । এই পরিস্থিতিতে পুলিশ, ট্রাফিক পুলিশ ও দমকলের তরফে ছাড়পত্র মিলছে না । আয়োজকদের অভিযোগ, স্থানীয় জেলা তৃণমূল নেতৃত্বের চাপে পড়েই জেলা পুলিশ প্রশাসন ছাড়পত্র দিচ্ছে না ।

এরকম পরিস্থিতিতে গোটা ঘটনার বিষয়ে বিস্তারিত লিখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি পাঠালেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) । স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের রাজনৈতিক রূপ না-দিয়ে দীর্ঘ চল্লিশ বছরের ঐতিহ্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি । না-হলে স্থানীয় মানুষজন যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বঞ্চিত হবেন, তেমনি মুম্বইয়ের শিল্পীদের কাছে রাজ্যের সম্মান ক্ষুণ্ণ হবে বলেই মত অধীরের ।

কালীপুজো উপলক্ষ্যে মুর্শিদাবাদ বহরমপুরের ওয়াইএমএ গ্রাউন্ডে মেগা সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছে সান্তাফোকিয়া ক্লাব । তাদের তরফে যাবতীয় কাজ সেরে ফেলা হয়েছে । কিন্তু শেষ মুহূর্তে এসে পুলিশ, ট্রাফিক পুলিশ ও দমকলের তরফে ছাড়পত্র মিলছে না । রাজনৈতিক কারণে পুলিশ-প্রশাসনে ছাড়পত্র দিচ্ছে না বলেই অভিযোগ ।

আরও পড়ুন: 15 লক্ষ প্রদীপ জ্বালিয়ে 75 হাজার চাকরির ঘোষণায় মোদিকে তোপ অধীরের

তারপরেই সাংসদ অধীর রঞ্জন চৌধুরী শুক্রবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন । ওই চিঠিতে অধীর লিখেছেন, "আমার লোকসভা কেন্দ্রের ওয়াইএমও প্লে-গ্রাউন্ডে সান্তাফোকিয়া ক্লাব বড় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে । ওই ক্লাব দীর্ঘ চল্লিশ বছর ধরে এলাকায় কালীপুজো করে আসছে । নানান সমাজসেবা মূলক কাজেও তারা জড়িত । আমচকাই তাদের অনুষ্ঠানে বাধা দেওয়া ঠিক নয় । আপনার সঙ্গে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আছে । আগামিকালও থাকবে । কিন্তু কোনও শত্রুতা নেই । তাহলে কেন আমার-আপনার প্রতিদ্বন্দ্বিতার কারণে স্থানীয় মানুষ বিভিন্ন বিষয় থেকে বঞ্চিত হবেন । যে অনুষ্ঠানে এলাকার সমস্ত ধর্মের, জাতের মানুষ মিলেমিশে আনন্দ উপভোগ করেন । আপনার কাছে অনুরোধ গোটা বিষয়টা দেখে দ্রুত ব্যবস্থা নিন ।"

কলকাতা, 29 অক্টোবর: অনুষ্ঠান আয়োজনের যাবতীয় কাজ সম্পন্ন । মুম্বইয়ের শিল্পীরাও আমন্ত্রিত । মাঠ ভাড়া নেওয়া হয়ে গিয়েছে । এই পরিস্থিতিতে পুলিশ, ট্রাফিক পুলিশ ও দমকলের তরফে ছাড়পত্র মিলছে না । আয়োজকদের অভিযোগ, স্থানীয় জেলা তৃণমূল নেতৃত্বের চাপে পড়েই জেলা পুলিশ প্রশাসন ছাড়পত্র দিচ্ছে না ।

এরকম পরিস্থিতিতে গোটা ঘটনার বিষয়ে বিস্তারিত লিখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি পাঠালেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) । স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের রাজনৈতিক রূপ না-দিয়ে দীর্ঘ চল্লিশ বছরের ঐতিহ্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি । না-হলে স্থানীয় মানুষজন যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বঞ্চিত হবেন, তেমনি মুম্বইয়ের শিল্পীদের কাছে রাজ্যের সম্মান ক্ষুণ্ণ হবে বলেই মত অধীরের ।

কালীপুজো উপলক্ষ্যে মুর্শিদাবাদ বহরমপুরের ওয়াইএমএ গ্রাউন্ডে মেগা সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছে সান্তাফোকিয়া ক্লাব । তাদের তরফে যাবতীয় কাজ সেরে ফেলা হয়েছে । কিন্তু শেষ মুহূর্তে এসে পুলিশ, ট্রাফিক পুলিশ ও দমকলের তরফে ছাড়পত্র মিলছে না । রাজনৈতিক কারণে পুলিশ-প্রশাসনে ছাড়পত্র দিচ্ছে না বলেই অভিযোগ ।

আরও পড়ুন: 15 লক্ষ প্রদীপ জ্বালিয়ে 75 হাজার চাকরির ঘোষণায় মোদিকে তোপ অধীরের

তারপরেই সাংসদ অধীর রঞ্জন চৌধুরী শুক্রবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন । ওই চিঠিতে অধীর লিখেছেন, "আমার লোকসভা কেন্দ্রের ওয়াইএমও প্লে-গ্রাউন্ডে সান্তাফোকিয়া ক্লাব বড় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে । ওই ক্লাব দীর্ঘ চল্লিশ বছর ধরে এলাকায় কালীপুজো করে আসছে । নানান সমাজসেবা মূলক কাজেও তারা জড়িত । আমচকাই তাদের অনুষ্ঠানে বাধা দেওয়া ঠিক নয় । আপনার সঙ্গে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আছে । আগামিকালও থাকবে । কিন্তু কোনও শত্রুতা নেই । তাহলে কেন আমার-আপনার প্রতিদ্বন্দ্বিতার কারণে স্থানীয় মানুষ বিভিন্ন বিষয় থেকে বঞ্চিত হবেন । যে অনুষ্ঠানে এলাকার সমস্ত ধর্মের, জাতের মানুষ মিলেমিশে আনন্দ উপভোগ করেন । আপনার কাছে অনুরোধ গোটা বিষয়টা দেখে দ্রুত ব্যবস্থা নিন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.