ETV Bharat / state

ভারত পাকিস্তানের মতো নয়, করাচি হামলা নিয়ে ইমরানকে পালটা অধীরের - কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরি

করাচি স্টক এক্সচেঞ্জ হামলা নিয়ে ভারতকে দায়ি করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷ তাঁকে পালটা জবাব দিয়ে আজ টুইট করেন অধীররঞ্জন চৌধুরি ৷

Adhir Ranjan Chowdhury
ফাইল ফোটো
author img

By

Published : Jul 1, 2020, 7:16 PM IST

কলকাতা, 1 জুলাই : করাচি স্টক এক্সচেঞ্জ হামলারপিছনে ভারতের হাত রয়েছে ৷ গতকাল পাকিস্তানের সংসদে এই মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রীইমরান খান ৷ তারই পালটা জবাব দিয়ে আজ টুইট করেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীররঞ্জনচৌধুরি ৷ তিনি লেখেন, "ভারতপাকিস্তানের মতো নয় ৷ বিশ্ব জানে পাকিস্তান সন্ত্রাসবাদীদের আখড়া ৷"

সোমবারসকালে পাকিস্তানের স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ে ঢুকে পড়ে চার জঙ্গি ৷ গ্রেনেড হামলাচালায় ৷ এলোপাথাড়ি গুলিও চালানো হয় ৷ মৃত্যু হয় পুলিশের এক সাব ইন্সপেক্টর ও চারনিরাপত্তারীক্ষীর ৷ পরে মৃত্যু হয় এই চার জঙ্গির ৷

গতকালএই ঘটনা নিয়ে সংসদে সরব হন ইমরান ৷ তিনি ভারতকে এই ঘটনার জন্য দায়ি করেন ৷ বলেন,"এই বিষয়েকোনও সন্দেহ নেই যে, এইআক্রমণের পিছনে ভারতের হাত রয়েছে ৷ গত দু'মাস ধরে আমার মন্ত্রিসভা জানত যে, একটি আক্রমণ হতে পারে ৷ আমি আমারমন্ত্রীদের একথা জানিয়েছিলাম ৷ মু্ম্বইতে যা হয়েছিল সেটাই করাচিতে করার চেষ্টাকরেছিল ভারত ৷"

ইমরানেরএই মন্তব্যেরই জবাব দিয়ে আজ টুইট করেন অধীররঞ্জন চৌধুরি ৷ তিনি টুইটে লেখেন,"ভারতপাকিস্তানের মতো নয় ৷ বিশ্ব জানে পাকিস্তান সন্ত্রাসবাদীদের আঁতুড়ঘর ৷ আমরাবিশ্বের যে কোনও জায়গায় সন্ত্রাসবাদী হামলার বিরোধিতা করি ৷ আর তার মধ্যেপাকিস্তান স্টক এক্সচেঞ্জ হামলাও রয়েছে ৷ "

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.