ETV Bharat / state

Panchayat Elections 2023: পঞ্চায়েত নির্বাচনে মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত ও ক্ষতিপূরণের দাবি, হাইকোর্টের দ্বারস্থ অধীর

পঞ্চায়েত নির্বাচনে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ তাতে সিবিআই তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী ৷

Adhir Ranjan Chowdhury  in HC
অধীররঞ্জন চৌধুরী
author img

By

Published : Jul 10, 2023, 12:57 PM IST

কলকাতা, 10 জুলাই: পঞ্চায়েত নির্বাচন নিয়ে সারা রাজ্যে যা হয়েছে তা অনভিপ্রেত । নির্বাচনের নামে প্রহসন হয়েছে বলে উল্লেখ করে হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । কংগ্রেসের লোকসভার নেতার দাবি, নির্বাচনের সময় যে সমস্ত মৃত্যুর ঘটনা ঘটেছে সেগুলির সিবিআই তদন্ত হোক । পাশাপাশি তাঁর আরও দাবি, যাঁদের মৃত্যু হয়েছে তাদের দেহ ময়নাতদন্তের থেকে শুরু করে শেষকৃত্য পর্য্যন্ত ভিডিয়োগ্রাফি করতে হবে ।

একইসঙ্গে মৃত ও আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানানো হয়েছে। অধীরক আদালতে উল্লেখ করেন, " আর্থিক পরিস্থিতির জন্য আহতদের ওষুধ কেনার পয়সা নেই ৷ তাঁরা সঠিক চিকিৎসা পাচ্ছে না । শুধু মুর্শিদাবাদ নয়, গোটা রাজ্যজুড়ে ভোটের দিন তাণ্ডব চলেছে ৷ এ বিষয়ে অবিলম্বে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন ।"

অধীর চৌধুরী কলকাতা হাইকোর্টে রাজ্যে সন্ত্রাস নিয়ে মামলা দায়েরের অনুমতি চান ৷ তিনি বলেন, "আমরা মামলা দায়ের করতে চাই । আমাদের মামলা দায়েরের অনুমতি দেওয়া হোক ।" প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম অধীরকে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন ৷ প্রধান বিচারপতি এই কংগ্রেস নেতাকে বলেন, "রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে এ বিষয়ে আপনারা নোটিশ দিন । আজ বেলা দুটোয় দ্রুত শুনানি গ্রহণ করা হবে ।"

রাজ্য নির্বাচন কমিশনকেও নোটিশ দেওয়া হয়েছে ৷ অধীররঞ্জন চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে আজ বেলা দুটোয় মামলার শুনানির কথা ছিল । কিন্তু পরে শুনানির সময় 12টায় করা হয় ৷ প্রয়োজনে আইনজীবীরা ভার্চুয়ালে উপস্থিত থাকতে পারবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ।

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচন বাতিলের দাবিতে প্রধান বিচারপতিকে ই-মেইল আইনজীবীর

উল্লেখ্য, গত শনিবার রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সন্ত্রাস হয়েছে । শাসকদল তৃণমূল ও বিরোধী দলের সদস্য মিলিয়ে প্রায় 20 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে । কিছু কিছু বুথে ব্যালট বাক্সে জল ঢেলে দেওয়া হয় ৷ ছাপ্পা ভোটের অভিযোগও ওঠে ৷ বিরোধীরা পুনর্নিবাচনের দাবি জানিয়েছিল ৷ কমিশন সেই দাবি মেনে পুনর্নিবাচনের নির্দেশ দেয় ৷ সেই অনুযায়ী আজ ফের নতুন করে 696টি বুথে ভোট গ্রহণ চলছে ।

কলকাতা, 10 জুলাই: পঞ্চায়েত নির্বাচন নিয়ে সারা রাজ্যে যা হয়েছে তা অনভিপ্রেত । নির্বাচনের নামে প্রহসন হয়েছে বলে উল্লেখ করে হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । কংগ্রেসের লোকসভার নেতার দাবি, নির্বাচনের সময় যে সমস্ত মৃত্যুর ঘটনা ঘটেছে সেগুলির সিবিআই তদন্ত হোক । পাশাপাশি তাঁর আরও দাবি, যাঁদের মৃত্যু হয়েছে তাদের দেহ ময়নাতদন্তের থেকে শুরু করে শেষকৃত্য পর্য্যন্ত ভিডিয়োগ্রাফি করতে হবে ।

একইসঙ্গে মৃত ও আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানানো হয়েছে। অধীরক আদালতে উল্লেখ করেন, " আর্থিক পরিস্থিতির জন্য আহতদের ওষুধ কেনার পয়সা নেই ৷ তাঁরা সঠিক চিকিৎসা পাচ্ছে না । শুধু মুর্শিদাবাদ নয়, গোটা রাজ্যজুড়ে ভোটের দিন তাণ্ডব চলেছে ৷ এ বিষয়ে অবিলম্বে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন ।"

অধীর চৌধুরী কলকাতা হাইকোর্টে রাজ্যে সন্ত্রাস নিয়ে মামলা দায়েরের অনুমতি চান ৷ তিনি বলেন, "আমরা মামলা দায়ের করতে চাই । আমাদের মামলা দায়েরের অনুমতি দেওয়া হোক ।" প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম অধীরকে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন ৷ প্রধান বিচারপতি এই কংগ্রেস নেতাকে বলেন, "রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে এ বিষয়ে আপনারা নোটিশ দিন । আজ বেলা দুটোয় দ্রুত শুনানি গ্রহণ করা হবে ।"

রাজ্য নির্বাচন কমিশনকেও নোটিশ দেওয়া হয়েছে ৷ অধীররঞ্জন চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে আজ বেলা দুটোয় মামলার শুনানির কথা ছিল । কিন্তু পরে শুনানির সময় 12টায় করা হয় ৷ প্রয়োজনে আইনজীবীরা ভার্চুয়ালে উপস্থিত থাকতে পারবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ।

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচন বাতিলের দাবিতে প্রধান বিচারপতিকে ই-মেইল আইনজীবীর

উল্লেখ্য, গত শনিবার রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সন্ত্রাস হয়েছে । শাসকদল তৃণমূল ও বিরোধী দলের সদস্য মিলিয়ে প্রায় 20 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে । কিছু কিছু বুথে ব্যালট বাক্সে জল ঢেলে দেওয়া হয় ৷ ছাপ্পা ভোটের অভিযোগও ওঠে ৷ বিরোধীরা পুনর্নিবাচনের দাবি জানিয়েছিল ৷ কমিশন সেই দাবি মেনে পুনর্নিবাচনের নির্দেশ দেয় ৷ সেই অনুযায়ী আজ ফের নতুন করে 696টি বুথে ভোট গ্রহণ চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.