ETV Bharat / state

Adhir Chowdhury: দিদি আগামী দিনে মুখ্যসচিবকে মন্ত্রী করবেন, কটাক্ষ অধীরের - অধীর চৌধুরী

রাজ্যের মুখ্যসচিব পদে আরও 6 মাসের জন্য এক্সটেনশন পেয়েছেন হরিকৃষ্ণ দ্বিবেদী ৷ এই প্রসঙ্গে তাঁকে ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন অধীর চৌধুরী ৷

ETV Bharat
মুখ্যসচিবের সমালোচনায় অধীর
author img

By

Published : Jun 30, 2023, 5:11 PM IST

অধীর চৌধুরীর বক্তব্য

কলকাতা, 30 জুন: প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর নজিরবিহীন আক্রমণের মুখে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মুখ্যসচিবকে একহাত নেন অধীর চৌধুরী । তাঁর কথায়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যতে এই মুখ্যসচিবকে জনপ্রতিনিধি করে তাঁর মন্ত্রিসভায় ঠাঁই দেবেন । এদিন অধীর চৌধুরী বলেন, "নিজের পদ গরিমা বিসর্জন দিয়ে উনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেভাবে সেবা করেছেন নিঃশর্তে, চোখ বুজে আমার ধারণা দিদি তাঁকে ছাড়বেন না ৷ তাঁর নিজের পদগরিমা, তাঁর শিক্ষাগত যোগ্যতাকে বিসর্জন দিয়ে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ নিয়ে তিনি কাজ করেছেন তাতে আমার ধারণা তিনি তাঁকে এমএলএ করবেন এবং রাজ্যের কোনও না কোনও দফতরের মন্ত্রী বানাবেন ।"

উল্লেখ্য, এদিন অধীর চৌধুরী যখন সাংবাদিক বৈঠকে হরিকৃষ্ণ দ্বিবেদীর সমালোচনা করছেন, তখনও তাঁর পদের মেয়াদ বৃদ্ধিতে কেন্দ্রের অনুমোদনের চিঠি নবান্নে এসে পৌঁছয়নি ৷ রাজ্যের আবেদন মেনে এরপরে মুখ্যসচিব পদে হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ বৃদ্ধির অনুমোদনের চিঠি কেন্দ্র থেকে নবান্নে এসে পৌঁছয় ৷ আরও 6 মাসের জন্য মুখ মুখ্যসচিব পদে হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ বৃদ্ধি হয়েছে ৷

আরও পড়ুন: অবশেষে এল কেন্দ্রের চিঠি, আরও 6 মাস মেয়াদ বাড়ল মুখ্যসচিবের

তবে এদিন অধীর যেহেতু হরিকৃষ্ণ দ্বিবেদীর মুখ্যসচিব পদে মেয়াদ বৃদ্ধির অনুমোদন আসার আগে সাংবাদিক বৈঠক করেন, ফলে সেখানে তিনি এই মেয়াদ বৃদ্ধির আবেদন নিয়েও কটাক্ষ করেন ৷ প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, "যদি এক্সটেনশন পাওয়া যায় ভালো । যদি তা নাও পাওয়া যায়, তাহলেও দিদি তাঁকে জনপ্রতিনিধি করে দিদির দলের ক্যাবিনেটের মন্ত্রী করবেন, এটাই আমার ধারণা । যেভাবে তিনি তাঁর সেবা করেছেন তাতে দিদি তাঁকে ছেড়ে দেবেন বলে আমার মনে হয় না ।" প্রসঙ্গত, এদিন অধীর চৌধুরী এই কথা বলার কিছুক্ষণের মধ্যেই রাজ্যের প্রধান সচিবালয়ে এসে পৌঁছায় মুখ্য সচিবের চাকরি জীবনের মেয়াদ বৃদ্ধির চিঠি ।

অধীর চৌধুরীর বক্তব্য

কলকাতা, 30 জুন: প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর নজিরবিহীন আক্রমণের মুখে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মুখ্যসচিবকে একহাত নেন অধীর চৌধুরী । তাঁর কথায়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যতে এই মুখ্যসচিবকে জনপ্রতিনিধি করে তাঁর মন্ত্রিসভায় ঠাঁই দেবেন । এদিন অধীর চৌধুরী বলেন, "নিজের পদ গরিমা বিসর্জন দিয়ে উনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেভাবে সেবা করেছেন নিঃশর্তে, চোখ বুজে আমার ধারণা দিদি তাঁকে ছাড়বেন না ৷ তাঁর নিজের পদগরিমা, তাঁর শিক্ষাগত যোগ্যতাকে বিসর্জন দিয়ে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ নিয়ে তিনি কাজ করেছেন তাতে আমার ধারণা তিনি তাঁকে এমএলএ করবেন এবং রাজ্যের কোনও না কোনও দফতরের মন্ত্রী বানাবেন ।"

উল্লেখ্য, এদিন অধীর চৌধুরী যখন সাংবাদিক বৈঠকে হরিকৃষ্ণ দ্বিবেদীর সমালোচনা করছেন, তখনও তাঁর পদের মেয়াদ বৃদ্ধিতে কেন্দ্রের অনুমোদনের চিঠি নবান্নে এসে পৌঁছয়নি ৷ রাজ্যের আবেদন মেনে এরপরে মুখ্যসচিব পদে হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ বৃদ্ধির অনুমোদনের চিঠি কেন্দ্র থেকে নবান্নে এসে পৌঁছয় ৷ আরও 6 মাসের জন্য মুখ মুখ্যসচিব পদে হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ বৃদ্ধি হয়েছে ৷

আরও পড়ুন: অবশেষে এল কেন্দ্রের চিঠি, আরও 6 মাস মেয়াদ বাড়ল মুখ্যসচিবের

তবে এদিন অধীর যেহেতু হরিকৃষ্ণ দ্বিবেদীর মুখ্যসচিব পদে মেয়াদ বৃদ্ধির অনুমোদন আসার আগে সাংবাদিক বৈঠক করেন, ফলে সেখানে তিনি এই মেয়াদ বৃদ্ধির আবেদন নিয়েও কটাক্ষ করেন ৷ প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, "যদি এক্সটেনশন পাওয়া যায় ভালো । যদি তা নাও পাওয়া যায়, তাহলেও দিদি তাঁকে জনপ্রতিনিধি করে দিদির দলের ক্যাবিনেটের মন্ত্রী করবেন, এটাই আমার ধারণা । যেভাবে তিনি তাঁর সেবা করেছেন তাতে দিদি তাঁকে ছেড়ে দেবেন বলে আমার মনে হয় না ।" প্রসঙ্গত, এদিন অধীর চৌধুরী এই কথা বলার কিছুক্ষণের মধ্যেই রাজ্যের প্রধান সচিবালয়ে এসে পৌঁছায় মুখ্য সচিবের চাকরি জীবনের মেয়াদ বৃদ্ধির চিঠি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.