কলকাতা, 25 জুলাই : আজ 13 দিনে পড়ল প্রাথমিক শিক্ষকদের অনশন আন্দোলন । ইতিমধ্যেই সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টরা তাঁদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন । এবার তাঁদের আন্দোলনকে সমর্থন জানালেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় । তিনি এই ঘটনা অত্যন্ত দুঃখের ও লজ্জার বলে মন্তব্য করেছেন । পাশাপাশি, তীব্র প্রতিবাদ জানিয়ে অনশনকারী প্রাথমিক শিক্ষকদের বিবৃতিও পাঠান তিনি ।
প্রাথমিক শিক্ষকদের আন্দোলন ও অনশনকে সমর্থন জানিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, " উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের গত 11-12 দিন একটা আমরণ অনশন চলছে । এতে 18-20 জন প্রাথমিক শিক্ষক অংশগ্রহণ করেছেন । সর্বভারতীয় যোগ্যতামান অনুযায়ী PRT স্কেলের দাবিতে আন্দোলনরত তাঁরা । এই আন্দোলনের ফল হিসাবেই হয়তো বেশ কিছু শিক্ষক-শিক্ষিকাকে দুর্গম সমস্ত জায়গায় বদলি করে দেওয়ার খবরও আমরা জানি । শিক্ষামন্ত্রীর সঙ্গে খুব সদর্থক আলোচনা করবার সুযোগও এঁদের এখনও অবধি হয়নি এবং আশ্চর্য এই দুর্বিষহ প্রাকৃতিক অবস্থার মধ্যেও তাঁরা রাস্তায় নেমে আমরণ অনশন করছেন । এটা আমার তো মনে হয় সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে অত্যন্ত দুঃখের ব্যাপার এবং লজ্জার ব্যাপার । "
সৌমিত্র চট্টোপাধ্যায় আরও বলেন, "এটা কেন ঘটবে এরকম একটা অগ্রসর দেশে, অগ্রসর রাজ্যে । এই ঘটনার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি । আমি সরকারকে সনির্বন্ধ অনুরোধ করছি যে এই বিষয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে এবং বাস্তবিক অবস্থার ভিত্তিতে তারা যেন অবিলম্বে এই অনশনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে তাঁদের যে দাবিদাওয়া তা পূরণ এবং এরপর কোনও ভয়ংকর ঘটনা ঘটে যাওয়ার আগে এই সমস্যার সমাধান হোক । "