কলকাতা, 18 অক্টোবর : ফের মেট্রো লাইনে ঝাঁপ ৷ এবার সেন্ট্রাল স্টেশন ৷ বিকেল 4টা 06 মিনিট নাগাদ সেন্ট্রাল মেট্রো স্টেশনের আপ লাইনে ট্রেন ঢুকছিল ৷ সেই সময় সেন্ট জোসেফ স্কুলের এক পড়ুয়া ঝাঁপ দেয় লাইনে । বর্তমানে মেডিকেল কলেজে চিকিৎসাধীন ওই কিশোর ৷
মেট্রোর ঘড়িতে তখন 4টা 06 মিনিট৷ সেন্ট্রাল স্টেশনে দমদমগামী মেট্রো ঢুকছে ৷ যাত্রীরা অপেক্ষায় ৷ এমন সময় পিঠে ব্যাগ, স্কুল ইউনিফর্ম পরা এক কিশোর ঝাঁপ দেয় ৷ সঙ্গে সঙ্গে শোরগোল পড়ে যায় স্টেশন চত্বরে ৷ তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকার্য ৷ মিনিট 40 বন্ধ থাকে পরিষেবা ৷ উদ্ধারকাজের সময় বিকল্প হিসেবে ময়দান থেকে কবি সুভাষ আপ ও ডাউন লাইনে পরিষেবা দেয় মেট্রো ৷ অন্যদিকে গিরিশ পার্ক থেকে নোয়াপাড়া আপ ও ডাউন লাইনে মেট্রো চালানো হয় ।
প্রায় 40 মিনিট পর স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা ৷ কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, "কিশোর সেন্ট্রাল মেট্রো স্টেশনের আপলাইনে 4টা 06 মিনিট নাগাদ ঝাঁপ দেয় ৷ 4টা 42মিনিট নাগাদ মেট্রো রেল পরিষেবা স্বাভাবিক হয় ।"